✑ অনুকূল দেবনাথ
হ্যাঁ আমি বিরোধী
তবে ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়ের বিরোধী ।
আমি বিরোধী
তবে বিবেকের সাথে ছলচাতুরীর ।
আমি বিরোধী
তবে সত্যের প্রতি মিথ্যাচারীর।
আমি বিরোধী
তবে সংস্কৃতি অবিচারের ।
আমি বিরোধী
তবে প্রত্যাশার সাথে ঠকবাজির।
আমি বিরোধী
তবে একের বিনিময়ের অন্যের।
আমি বিরোধী
তবে গাঁয়ের জোড়ের ক্ষমতার।
আমি বিরোধী
শিক্ষিত লোকের চুপ থাকার।
আমি বিরোধী
তবে নিত্যকার নিজের সুনামের।
আমি বিরোধী বিরোধী বিরোধী.....
হ্যাঁ আমি বিরোধী পরাধীনতার শিকলের।
0 মন্তব্যসমূহ