বড়দিন

    ✍️পৌষালী ভৌমিক

 শীতের মধুর স্পর্শ শীতলতায়
বরফাবৃত শিশিরবিন্দুর শুভ্রতার সাড়ায়,
আলোকসজ্জার উৎসব, এসেছে যে বড়দিন,
সান্তা ক্লজের উপহার, যীশুর জন্মদিন।
বড়দিনের বৃক্ষের মতই উজ্জ্বলে মেতে,
বিশ্ববাসীর মন উজ্জ্বল হয় ভুল ভ্রান্তি ভুলে।
উপহারগুলো মনভোলানো, আবেগময়,
কেক-পেস্ট্রি আর কুকিসে দিনটা পুরো তৃপ্তিময়।
চারিধার উদ্ভাসিত হয় মোমের দীপ্ত আভায়,
মুছে যায় অন্ধকার, বরদিনের রূপালী আলোয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন