কৃষ্ণকুসুম পাল ✍️
কলম আমার হাতেই ছিল-
শুধু লেখালেখি ছিল না,
হঠাৎ পেলাম তোমার দেখা-
কলম খুলে লিখতে বসি,
কি যে হলো জানি না।
সে'ই যে লেখা শুরু হলো-
লেখা আর থামে না।
#
আকাশ,বাতাস,পাখি নিয়ে লিখছে কত কবি,
আমার লেখা তোমায় নিয়ে ,
মনে তোমার ছবি।
বন্ধুরা বলে 'প্রেম হয়েছে',
কি যে হলো জানি না,
তুমি আমায় বুঝিয়ে বলো,
রাতে ঘুম আসে না।
এখন আমার অল্প বয়স,
তোমারও তো অল্প,
কতজন প্রেম করছে-
শুনি তাদের গল্প।
কে কা'কে ল্যাং মেরেছে,
কে কা'র ঠ্যাং ভেঙেছে,
এখন ভীষণ একা লাগে,
আপন সব পর হয়েছে।
একা ছিলাম-ভালো ছিলাম,
পেতাম সবার ভালোবাসা,
এখন আমি কি যে করি,
এসো দু'জনে পালিয়ে বাঁধি
বাসা।
--------***********----------
0 মন্তব্যসমূহ