অমৃকা মজুমদার ✍️
ডিসেম্বরে শীতের বুড়ি
ঠান্ডা আনে ঝুড়ি ঝুড়ি,
জাঁকিয়ে শীত পড়লে তবে
চড়ুইভাতি হবেই হবে।
নদীর পাড়ে বনের ধারে
শনি কিংবা রবি বারে,,
বই খাতা সব শিকিয়ে তুলে
মাস্টার বাবুর শাসন ভুলে,
সবাই মিলে গাড়ী চড়ে
ডিজে'র তালে হেলে পড়ে।
দিই ছুট সকলে মিলে
শীতের এই সাত সকালে।
ভোজে বসি কলা পাতায়
ডাল লেগে যায় জামার হাতায়।
উনুনেতে গরম করে
ঠাম্মা দাদু হাতটি পরে।
হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপে
দুষ্ট টনি ওজন মাপে।
দিনের শেষে ফিরে আসি
ছুটির মজায় শুধুই হাসি।
0 মন্তব্যসমূহ