নববসন্ত


সোমা নস্কর ✍️

রূপ সৌন্দর্যের প্রকৃতির কি বাহার 
ভালোবেসে চোখ জুড়ায় অনাবিল সমাহার
বসন্ত এসে গেছে,কোকিলের কুহু তান
উৎসবের রঙ মেখে গাইছে ভোরের গান,
প্রজাপতি পাখা মেলে রৌদ্রের উস্কানি 
অনুভূতি রঙ ভরে সৃষ্টির নব বাণী।

সবুজে ভরে ওঠে জীবনের জয় গান
বসন্ত এসে গেছে,প্রকৃতি দিয়েছে প্রাণ,
বৈচিত্র্যময় ঋতু আসে নিয়ে পরিবর্তন 
আনন্দে মেলে পাখা আনে যে বিবর্তন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ