রূপায়ণ


চন্দ্রিমা বণিক ✍️

সভ্যতার ভ্রুকুটি উপেক্ষা করে   
এক রত্তি প্রাণ যখন জয় করে নিল হৃদয়ের মণিকোঠা,
আলোর রোশনাই তখনও দেওয়াল বেয়ে ক্রমশই ঝরে পড়ছে।
নিষ্পাপ ঠোঁটের কোণে দেখা গেল এক ঝলক বক্রতা।
চোখ দুটি তখনও নিষ্পলক। 
কল্পনার গন্ডি এড়িয়ে বাস্তবতা ধরা দিল মুহূর্তে,
শীতল শিরা উপশিরা ক্রমশই উষ্ণতার আবেশে মিলেমিশে হয়ে গেল একাকার। 
খুশির প্লাবন বইতে লাগলো করতালি আর আতশের হাত ধরে। 
            
           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ