বিপ্লব গোস্বামী ✍️
খেলনা পুতুল গাড়ি পেয়েও
ভরেনি খোকার মন,
বাবার কাছে বায়না ধরেছে
চায় সে মোবাইল ফোন।
মোবাইলেতে কার্টুন দেখে
আনন্দে আত্মহারা,
ইউটিউবেতে ছড়া দেখে
কাটে তার বেলা।
খেতে শুতে লেখতে পড়তে
সব কিছুতে মোবাইল চাই,
মোবাইল দিলে অতি আপন
মোবাইল ছাড়া টা টা বাই বাই।
0 মন্তব্যসমূহ