✍️ অভিজিৎ চক্রবর্ত্তী
স্মৃতির আঙিনায় আঁকা বেলাভূমির বালুচর।
শৈশবকালের কেটে যাওয়া প্রতিটি প্রহর।।
নদীরজলে পেখম মেলে গভীর সাঁতার কাটা।
জল তরঙ্গে আপন মনে নিজের ছবি আঁকা।।
সিক্ত মনের বালুয় গড়া সাধের চালের কল।
কালের স্রোতে হারিয়ে গেছে মনের কোলাহল।।
শীতকালে স্নানের ঘাটে জমতো আসর বেশ।
হারিয়ে গেছে সেই আনন্দ সুখে আছি বেশ!!
আমি ছিলাম আমার মনের মুকুটহীন সেই রাজা।
দিনের পর দিন বেড়েই চলে অবাঞ্চিত কত সাজা।।
ছোট্টকালের পুরানো দিনগুলি ছিলো কত রঙিন।
কালের স্রোতে হারিয়ে গেছে পুরানো সেই দিন।।
0 মন্তব্যসমূহ