✍️বিপ্লব গোস্বামী
বেঁচে আছি স্মৃতি নিয়ে বুকে
ভাবনা নিয়ে দিব্যি আছি সুখে।
সে তো চলে গেছে দূরে বহু দূরে
অন্যের হাত ধরে নিশ্চিন্তপুরে।
সে ছিল অপরূপা অনন্যা
সারা দেহে যৌবনের বন্যা।
জ্যোৎস্না ঝরা চাঁদের মতো হাসি
সত্যি তাকে আজো ভালোবাসি।
বুঝেনি সে ভালোবাসার দর
মিথ্যা ছলে করেছে যে পর।
চাইতো যদি চাওয়ার মতো করে দিতাম তাকে রাতের তারা ধরে।
কখনো সে ভাবেনি তো আপন
করছি আজ কষ্টে দিন যাপন।
হয়তো সে দিব্যি আছে সুখে
আমিও সুখী কষ্ট চাপা বুকে।
0 মন্তব্যসমূহ