পাথর চোখ

                 
                  ✍️অনুরাগ ভৌমিক 

গভীরে একটা পিপিলিকার
প্রেম অণ্বেষণ।

পাকা পেয়ারার ভেতর শুয়ে
প্রতিবার দেখি -

বৃক্ষ ছায়ায় বিশ্রাম করে শব্দেরা।

যত ই আস্ফালন, প্রদর্শনীর মাঠে,

শব্দহীন ফুলেদের চেয়ে থাকা,

বৃষ্টি হোক, বৃষ্টির শব হয়ে উঠুক উঠান।

এভাবে মিলিয়ে যাবে শান্ত সম্পর্ক,

এভাবে চুপ হয়ে যাবে নেড়ি কুকুর-সময়।

কারন আরশোলার মৃত্যুতে কোনো শোক সভা হয়না...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ