✍️ কল্পনা দাস (পাল)
ওগো নদী, তুমি আপন মনে বয়ে চলেছ।
তোমার কি কিছু বলার নেই ?
নেই কি কোন অভিযোগ?
তুমি অসিম শক্তির অধিকারিণী,
তাই তো তুমি এত অভিমানী
তুমি মনে মনে কত স্বপ্নের জাল বোনো ,
আর নিজের কথা নিজেই শুন।
ওগো নদী , তুমি কৃষকের প্রাণের বন্ধু, রাতের চুখের ঘুম।
তোমার বারিধারা বয়ে চলেছে কৃষকের প্রতিটি ধমনীর
রক্ত স্রোতের সাথে।
গ্রীষ্ম ও বর্ষায় তুমি পূণ্য যৌবনা শরতে তুমি আবার শান্ত ও রূপবতী কন্যা।
তুমি বডড খামখেয়ালি পনায় চলো।
খুব নিরাশ করে তোল।
যৌবনের উল্লাসে মও হয়ে দাও কড়তালি।
এ কুল ভেঙে ও কুল গড়
আবার দুই কুল ভেঙে প্লাবিত কর।
ভেসে যায় ঘর বাড়ি, কত পশুপাখি।
কৃষকের শ্রমের ধন নিয়ে যাও কেড়ে।
তোমার আনন্দের প্লাবনে
কত মায়ের কত সন্তান যায় ভেসে ।
তুমি একবার পিছন ফিরে তাকাও না তো তায় ?
শুধু বিরামহীন ভাবে বয়ে চলেছো।
কোথায় তোমার ঘর?
কি তোমার ঠিকানা ?
এ শুধু তোমারই জানা।
0 মন্তব্যসমূহ