✍️চন্দন পাল
* অনাক্রমণতা
চঞ্চু সুখ শেষে অন্ধ মর্ষকাম ছোটে আপেল উপত্যকার ঢালু বেয়ে। কচি বাদামী তৃণাবৃত শীর্ণ রেখা বরাবর নেমে যেতেই হোঁচট লাগে অগভীর এক ক্ষুদ্র কুন্ডে। অদ্ভুত নেশার ঘ্রাণ জাগিয়ে কুন্ড ঠেলে দেয় ঝিনুক পুকুরের দিকে। ভেসে উঠে উদগ্র ঘ্রাণ আর কিছু দাগ। সর্ব্বোচ্চ সুখ পুকুরের পাড়ে দাঁড়িয়ে দেখি আরও কত প্রিয়জনের পায়ের ছাপ। আমি ফিরে আসি নিডুব !
* ফাঁদ
শিকারে সময় বিনিয়োগ। অতঃপর কৌশল। ফাঁদ বিছান। আটক শিকার। অতঃ নিজের মত পোষ্য ! রোগগ্রস্ত হালে ছাড় কিংবা ক্রীড়নক । আবার নতুন ফাঁদ, নতুন শিকার, আবার রোগ! ফাঁদের ফাঁদ যেন তোমায় না ছোঁয়! তোমায় বড্ড ভালবাসি।
0 মন্তব্যসমূহ