লজ্জা

 


✍️ সঙ্ঘমিত্রা নিয়োগী


রাজপথ জুড়ে ব্যস্ত নিঃশ্বাস ছুটছে

শীতকালীন  ঘুম শরীরময়

দুধারে দোকানীরা নিজেদের

অগণিত বিকি করছে

নগ্ন শিশুদের ফুটপাতে দাঁড়ানো দেখে 

জল কেঁপে ওঠে, অবশ হয়ে যায় আঙুল

 এসব বেঁচে থাকা 

 কবিতা লিখে লজ্জা ঢাকি।।

একটি মন্তব্য পোস্ট করুন