পঁচিশে বৈশাখে

✍️ বিপ্লব গোস্বামী

পঁচিশে বৈশাখে
স্মরণ করি তাঁকে
তাঁর কবিতা তাঁর গানে
সবার মনে ছন্দ আনে।
তাঁর নাটক তাঁর গল্প
পাঠ করে অল্প অল্প
স্মরণ করি তাঁকে
পঁচিশে বৈশাখে।

পঁচিশে বৈশাখে
শুরু পূজার ডাকে
সবখানে হয় অনুষ্ঠান
আবৃত্তি আর নৃত‍্য গান।
গুরু পূজা বড় সোজা
গঙ্গা জলে গঙ্গা পূজা
তবু স্মরণ করি তাঁকে
আমরা পঁচিশে বৈশাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ