আমার জীবনের সকল সুখের বিনিময়ে,
আমি তোমার সুখ কিনেছি।
তোমার ঝুলি ভরে দিয়েছি,
ছোট ছোট সুখের টুকরোগুলো দিয়ে।
বিনিময়ে নিয়ে এসেছি এক অব্যক্ত যন্ত্রণার ভার,
যে ভার প্রতিনিয়ত আমার হৃদয়টাকে রক্তাক্ত করে,
টেনে হিচড়ে বুকের গভীর থেকে-
আমার আহত হৃদয়কে আছড়ে ফেলে।
ক্ষত-বিক্ষত হৃদয়ের আর্তনাদ
আমার অশ্রু বয়ে আনে।
আমি চিৎকার করি,
আমি ভীষণভাবে চিৎকার করি।
চিৎকার করে আমি মুক্ত আকাশকে বলি,
আমার হৃদয়ের ভার তুলে নাও,
আমাকে তোমার মতো হালকা হওয়ার শক্তি দাও।
বহমান বাতাসকে বলি,
তোমার শক্তিতে আমাকে আছড়ে মারো।
হে বর্ষা, তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো।
আমার আর্তনাদ কেউ শুনতে পায় না, কেউ না।
ঠিক তোমার'ই মতো মুখ ফিরিয়ে চলে যায়,
কোনো এক অজানা ঠিকানায়।
আবছা অন্ধকার ঘিরে থাকে আমার চারপাশ।
ঠিক যেমনটা তুমি চেয়েছিলে।
0 মন্তব্যসমূহ