রোগী অসুস্থ হয়ে যদি
পড়ে রোগের কবল,
স্নায়ুগুলোকে করে দেয়
একেবারেই দুর্বল।
ইউনিটি যায় কমে
রোগীর দেহ হতে,
শরীরটাকে ধরে রাখা
যায় না কোন মতে।
ঔষধপত্র খেলেও রোগীর
কমে না দুর্বলতা,
মনের জোর চাই তখন
বাড়াতে দেহের সবলতা।
মন স্বাস্থ্য ভালো রয়
ভালোবাসা পায় যদি,
মানসিক শান্তিতে অর্ধ তৃপ্তি
সাথে চললে পথ্য ঔষধি।
রোগীর সেবার কাজে ডাক্তার
সেবিকাদের অক্লান্ত পরিশ্রম,
ধীরে ধীরে সেরে উঠে রোগী
তবুও দেহের শক্তি রয় কম।
0 মন্তব্যসমূহ