যেখানে গাছ সেখানেই বৃষ্টি ,
যেখানে বৃষ্টি
সেখানেই নতুন গাছের সৃষ্টি।
তাই বলছি ভাই
আমাদের গাছ লাগানো চাই ।
রুখতে আগামীর মহাবিপদ
গাছ একটি অমূল্য সম্পদ।
বৃষ্টির অভাবে সৃষ্টি মরুভূমি ,
বৃষ্টিতে সৃষ্টি সবুজ তৃণভূমি।
গাছ লাগাও, গাছ বাঁচাও
কর সবুজায়ন,
বন্ধ কর গাছ নিধন।
তবে কিনা হবে প্রকৃতির
তাপমাত্রা নিয়ন্ত্রণ।
গাছ আনে বৃষ্টি ,আনে স্বস্তি...
বৃষ্টি থেকেই নতুনের সৃষ্টি ।
0 মন্তব্যসমূহ