মেঘলা আকাশ, সুনসান ঘর
মৃদু গর্জনে শিহরিত মন
টিনের চালাটা ফুঁটো করে
গড়িয়ে পড়ছিল দু একফোটা জল।
শুরু লড়াই, বাঁচার লড়াই।
সহস্র লড়াই নিয়েই আমাদের বেঁচে থাকা
ভাতের লড়াই ,শিক্ষার লড়াই
চাকরীর লড়াই,ভোটের লড়াই
বাসস্থানের লড়াই, স্বাধীকারের লড়াই
সেদিনও ছিল এমনিই এক লড়াই, ভাবনা প্রকাশের।
মায়ের আঁচল পাতা মাটির বুকে,
কল্পনার আকাশে কালো মেঘ,
ভাবনা প্রকাশের মাধ্যম যে ভাষা
তার উপর অভিঘাত,, অগ্নিগর্ভজাত সন্তানেরা
নামলো লড়াইয়ে,মর্যাদার লড়াই।
বুক বিঁধে বেরিয়ে যায় রক্তমাখা বুলেট
ঊনিশ রক্তাক্ত,আঁচলে লুটিয়ে পড়ে নিথরদেহ,
তবুও টিকে যায় মর্যাদা,
হাসে জয়ের হাসি শুধু মায়ের চোখে বন্যা
হারানোর তালিকা ছোট হয় ফেরত পাওয়ার উল্লাসে।
তারপর! শহীদের শিরোপা,
আর এইভাবেই বেঁচে থাকা
লড়াই করেই বাঁচিয়ে রাখা।
0 মন্তব্যসমূহ