সম্পাদকীয়

সম্পাদকীয়.......................✍️

"রাখীবন্ধন" শব্দটা শুনলেই  রবীন্দ্রনাথ এবং  ছেলেদের বোনের আর মেয়েদের ভাইয়ের মূর্তি চোখে ভেসে ওঠে। কিন্তু আদোও আমরা রবীন্দ্রনাথ এবং ভাই-বোনের মূর্তিকে পূজা করতে পেরেছি কিনা জানা নেই। আমাদের ভাই-বোনকে রক্ষা করতে পেরেছি কিনা জানি না। আজ আমাদের হিসেব করার সময় এসে গেছে যে, আমরা কতটুকু ঐক্যবদ্ধ আছি? আজ আমরা আলাদা আলাদা ভাই-বোনরা রাখী পড়িয়ে দিয়ে "রাখীবন্ধন" উৎসব পালন করছি,আর তাই আমাদের শক্তি এবং ঐক্যটাও আলাদা হয়ে গেছে। ফলে একা ভাই আর একা বোন রক্ষা করতে অসম্ভব হচ্ছে। তাই সমগ্র ভাই-বোন যদি একই সুতোয় ঐক্য হয়,তাহলে কোনো বোনের ক্ষতি এবং কোনো ভাইয়ে প্রতারণার শিকার হবে না। তাই আমাদের আগে নিজেদের এক সুতোয় বাঁধতে হবে।।
  -শুভ কামনায় ও ধন্যবাদান্তে
      গৌরাঙ্গ সরকার 
          সম্পাদক 
          নবোন্মেষ

সম্পাদকীয়

সম্পাদকীয়.......................✍️

"রাখীবন্ধন" শব্দটা শুনলেই  রবীন্দ্রনাথ এবং  ছেলেদের বোনের আর মেয়েদের ভাইয়ের মূর্তি চোখে ভেসে ওঠে। কিন্তু আদোও আমরা রবীন্দ্রনাথ এবং ভাই-বোনের মূর্তিকে পূজা করতে পেরেছি কিনা জানা নেই। আমাদের ভাই-বোনকে রক্ষা করতে পেরেছি কিনা জানি না। আজ আমাদের হিসেব করার সময় এসে গেছে যে, আমরা কতটুকু ঐক্যবদ্ধ আছি? আজ আমরা আলাদা আলাদা ভাই-বোনরা রাখী পড়িয়ে দিয়ে "রাখীবন্ধন" উৎসব পালন করছি,আর তাই আমাদের শক্তি এবং ঐক্যটাও আলাদা হয়ে গেছে। ফলে একা ভাই আর একা বোন রক্ষা করতে অসম্ভব হচ্ছে। তাই সমগ্র ভাই-বোন যদি একই সুতোয় ঐক্য হয়,তাহলে কোনো বোনের ক্ষতি এবং কোনো ভাইয়ে প্রতারণার শিকার হবে না। তাই আমাদের আগে নিজেদের এক সুতোয় বাঁধতে হবে।।
  -শুভ কামনায় ও ধন্যবাদান্তে
      গৌরাঙ্গ সরকার 
          সম্পাদক 
          নবোন্মেষ

🏵দিদি রাখী পড়াবি না?🏵

                    ✍️সাধন নমঃ

তুই বড় অভিমানী রে।
কথায় কথায় শুধু ঝগড়া, বিবাদ
আর বললেই অভিমানে ভরপুর। 
যা আমার সাথে কথা বলিস নে।

সে কথা আজ বহুদূর। 

ও হে ! আপনারা ভাবছেন আমি কে,কার কথা বলছি।
আমি চন্দ্রিমা সেন,অপু আমার ছোট ভাই।
সত্যি খুব মনে পরে,
দু-চোখে শুধু আগুন জ্বলে।

সেই দিন টা ছিল রাখীপূর্ণিমা তিথিতে ভরপুর,
বিচিত্র শোভায় শোভিত।
হঠাৎ করে সারাদিনের খুনসুটির পর,
অপুর সেই তৃপ্তিময় সুর,
দিদি রাখী পড়াবি না আমায়?

যদিও একটু অভিমানের সুরে বলা,
পড়াবো না তোর হাতে,পাশের বাড়ির চয়নকে পড়াবো।
দু-চোখে জলে ঢল ঢল অপু
স্নেহের মায়াজালে বাঁধিল আমায়।

স্বপ্ন সময়ের অবকাশে সেই যন্ত্রনা আবার
গুমরে কেঁদে উঠল অপুর বুকে।
চিৎকারে আকাশ বাতাস ভারা ক্রান্ত,
প্রচন্ড ব্যথায় ছটফট করছিল অপু,
পাঁচটা বছর পর অপুর ব্যথা নিরসন হল,
পূর্নিমা তিথীর আগেই চলে গেল অপু,
মায়ার শক্ত বাঁধন ছিড়ে।

পড়াতে পারিনি সেইদিন,শুধু কেঁদেছি
বুক ফাটা কান্নায় ভেসেছি।
আজ এগারো বছর হয়ে গেল,অপু রাখী পড়ে নি,
আজও আমার কর্ণমূলে সেই সুর আব্দার করে বেড়ায়,
দিদি রাখী পড়াবি না আমায়?

🏵দিদি রাখী পড়াবি না?🏵

                    ✍️সাধন নমঃ

তুই বড় অভিমানী রে।
কথায় কথায় শুধু ঝগড়া, বিবাদ
আর বললেই অভিমানে ভরপুর। 
যা আমার সাথে কথা বলিস নে।

সে কথা আজ বহুদূর। 

ও হে ! আপনারা ভাবছেন আমি কে,কার কথা বলছি।
আমি চন্দ্রিমা সেন,অপু আমার ছোট ভাই।
সত্যি খুব মনে পরে,
দু-চোখে শুধু আগুন জ্বলে।

সেই দিন টা ছিল রাখীপূর্ণিমা তিথিতে ভরপুর,
বিচিত্র শোভায় শোভিত।
হঠাৎ করে সারাদিনের খুনসুটির পর,
অপুর সেই তৃপ্তিময় সুর,
দিদি রাখী পড়াবি না আমায়?

যদিও একটু অভিমানের সুরে বলা,
পড়াবো না তোর হাতে,পাশের বাড়ির চয়নকে পড়াবো।
দু-চোখে জলে ঢল ঢল অপু
স্নেহের মায়াজালে বাঁধিল আমায়।

স্বপ্ন সময়ের অবকাশে সেই যন্ত্রনা আবার
গুমরে কেঁদে উঠল অপুর বুকে।
চিৎকারে আকাশ বাতাস ভারা ক্রান্ত,
প্রচন্ড ব্যথায় ছটফট করছিল অপু,
পাঁচটা বছর পর অপুর ব্যথা নিরসন হল,
পূর্নিমা তিথীর আগেই চলে গেল অপু,
মায়ার শক্ত বাঁধন ছিড়ে।

পড়াতে পারিনি সেইদিন,শুধু কেঁদেছি
বুক ফাটা কান্নায় ভেসেছি।
আজ এগারো বছর হয়ে গেল,অপু রাখী পড়ে নি,
আজও আমার কর্ণমূলে সেই সুর আব্দার করে বেড়ায়,
দিদি রাখী পড়াবি না আমায়?

" ওম "

    √জয়ন্ত শীল 

লালচে মেঘের নীচে একাকী চুপচাপ 
শিশুর মতো বসে রইলাম। 
পাতানো বোন - 
অর্গানের রীডের অক্সিজেনের সাথে 
একটু 'ওম ' মিশিয়ে হাতে সুতো বেঁধে দিলো। 

এখন লাল-নীল-হলুদ-সবুজ সুতো দেখলেই 
বুঝে যাই কোন গাছে কিসের মানত বাঁধা। 
আমি মধ্যযুগীয় সভ্যতা থেকে তার 
বৃষ্টিধারা মুছে দেওয়ার কথা দিলাম !

" ওম "

    √জয়ন্ত শীল 

লালচে মেঘের নীচে একাকী চুপচাপ 
শিশুর মতো বসে রইলাম। 
পাতানো বোন - 
অর্গানের রীডের অক্সিজেনের সাথে 
একটু 'ওম ' মিশিয়ে হাতে সুতো বেঁধে দিলো। 

এখন লাল-নীল-হলুদ-সবুজ সুতো দেখলেই 
বুঝে যাই কোন গাছে কিসের মানত বাঁধা। 
আমি মধ্যযুগীয় সভ্যতা থেকে তার 
বৃষ্টিধারা মুছে দেওয়ার কথা দিলাম !

-বিশ্বাসের বন্ধন-

        ✍️অতনু রায় চৌধুরী

যে সুতো বাঁধলে বিশ্বাসের বন্ধন গড়ে উঠে মনে, 
সেই সুতো আমিও বাঁধতে চাই।
মানুষ গুলোকে অবহেলা না করে,
সবাইকে আগলে রাখাও তো  যায়।
থাকুক সকলের মুখে হাসি, 
হিংসাটা ভুলে গিয়ে  
ভালোবাসায় থাকুক সবাই খুশি ।
হোক না অচেনা পথের পথিক,
সেও তো মানুষ
বিপদে তার পাশে ভরসা টুকু হোক ।
সময় ফুরিয়ে যাবে 
থাকবে না কোনো কিছুই, 
স্মৃতিগুলো সুন্দর করতে পারি আমরা সকলেই ।

-বিশ্বাসের বন্ধন-

        ✍️অতনু রায় চৌধুরী

যে সুতো বাঁধলে বিশ্বাসের বন্ধন গড়ে উঠে মনে, 
সেই সুতো আমিও বাঁধতে চাই।
মানুষ গুলোকে অবহেলা না করে,
সবাইকে আগলে রাখাও তো  যায়।
থাকুক সকলের মুখে হাসি, 
হিংসাটা ভুলে গিয়ে  
ভালোবাসায় থাকুক সবাই খুশি ।
হোক না অচেনা পথের পথিক,
সেও তো মানুষ
বিপদে তার পাশে ভরসা টুকু হোক ।
সময় ফুরিয়ে যাবে 
থাকবে না কোনো কিছুই, 
স্মৃতিগুলো সুন্দর করতে পারি আমরা সকলেই ।

*রাখী বন্ধন*

         ✍️প্রান্তিক দেবনাথ

শ্রাবন পূর্ণিমা আজি
      ভরিল সরসি চাঁদের জ্যোৎস্নায়।
ঝুলিছে ঝুলনায় রাইকানু বসি
   সখিনী গাথে মালা নিকুঞ্জ ছায়ায়

কৃষ্ণা করিল রক্ষা কৃষ্ণের হাত
                 বাধিল লোহিত ধারা
ছিড়িয়া আঁচল সাধ
            ভগিনী সম যজ্ঞসেনীরে
আপনি দিলা প্রতিশ্রুতি।

করিব রক্ষা তোমারে আমি
     শুধু করিও স্মরন আমার প্রতি
একদা ডাকিলা পাঞ্চালী তারে
          লজ্জা রক্ষা করিবার তরে
ভুবন বসন আসিল তখন
           দ্রৌপদীরে আবরণ করি
হইল পুরন রক্ষা বন্ধন
              শ্রী মাধবের হাত ধরি

কাটিল কল্প কত
       বিশ্বাসের নিঃস্বাসে।
হইবে বঙ্গ ভঙ্গ হায়
ভাঙ্গিল হৃদয় বাঙ্গালীর ত্রাসে।

বাংলার রবি বিশ্বের কবি
     ডাকিল সবারে সম্মুখে
পরাইল রাখি করিল রক্ষা
হইল ভাতৃত্ব হিন্দু-মুসলিমে।

আজো আসে সেই দিন
     জ্যোৎস্নায় প্রান্ত মাঝে
যাহা ছিল সুদুর প্রাচীন
      চির নবীন সে আজো
ভাই ভগিনীর স্নেহডোর টানে।

*রাখী বন্ধন*

         ✍️প্রান্তিক দেবনাথ

শ্রাবন পূর্ণিমা আজি
      ভরিল সরসি চাঁদের জ্যোৎস্নায়।
ঝুলিছে ঝুলনায় রাইকানু বসি
   সখিনী গাথে মালা নিকুঞ্জ ছায়ায়

কৃষ্ণা করিল রক্ষা কৃষ্ণের হাত
                 বাধিল লোহিত ধারা
ছিড়িয়া আঁচল সাধ
            ভগিনী সম যজ্ঞসেনীরে
আপনি দিলা প্রতিশ্রুতি।

করিব রক্ষা তোমারে আমি
     শুধু করিও স্মরন আমার প্রতি
একদা ডাকিলা পাঞ্চালী তারে
          লজ্জা রক্ষা করিবার তরে
ভুবন বসন আসিল তখন
           দ্রৌপদীরে আবরণ করি
হইল পুরন রক্ষা বন্ধন
              শ্রী মাধবের হাত ধরি

কাটিল কল্প কত
       বিশ্বাসের নিঃস্বাসে।
হইবে বঙ্গ ভঙ্গ হায়
ভাঙ্গিল হৃদয় বাঙ্গালীর ত্রাসে।

বাংলার রবি বিশ্বের কবি
     ডাকিল সবারে সম্মুখে
পরাইল রাখি করিল রক্ষা
হইল ভাতৃত্ব হিন্দু-মুসলিমে।

আজো আসে সেই দিন
     জ্যোৎস্নায় প্রান্ত মাঝে
যাহা ছিল সুদুর প্রাচীন
      চির নবীন সে আজো
ভাই ভগিনীর স্নেহডোর টানে।

রাখী বন্ধন

     ✍️আমিনুল ইসলাম(রিপন)
--------------------------------------
বছর ঘুরে আসলো আবার
  সেই সুখের দিন।
ভাই-বোনের ভালোবাসার 
         মিলনের দিন।
বোনের ভালোবাসা নেব
            বুক জড়িয়ে,
বিনিময়ে দেব তার সব সুখ
            প্রাণ ঢেলে।
বোন সাজায় থালা,দেয়
            চন্দনের ফোঁটা।
ভাইয়ের জীবনে যেন না
         আসে কোন কাঁটা।
রাখী বন্ধন শুধু উৎসব নয়,
     সুখের সমাহার।
রাখী বন্ধন ভাই-বোনের
   চিরবন্ধনের অঙ্গীকার।
রাখী বন্ধন নয় কোন নতুন
                               ভাষা।
রাখী বন্ধন ভারতে যেন সম্প্রীতির নতুন আশা।
রাখী বন্ধন মানে বোন ভাইয়ের কাছে,
নানান রঙের আবদার।
রাখী বন্ধন মানেই ভাইয়ের পকেট খরচের টাকা থেকে
বোনের জন্য ছোট উপহার।
রাখী বন্ধন ভাই বোনের মিলন সেতু।
সারাজীবন পাশে থাকার কারন হেতু।
তাই ভাই-বোন সেই আশাতেই কাটায় দিন।
কবে আসবে সেই আনন্দঘন মুহুর্তের দিন ।

রাখী বন্ধন

     ✍️আমিনুল ইসলাম(রিপন)
--------------------------------------
বছর ঘুরে আসলো আবার
  সেই সুখের দিন।
ভাই-বোনের ভালোবাসার 
         মিলনের দিন।
বোনের ভালোবাসা নেব
            বুক জড়িয়ে,
বিনিময়ে দেব তার সব সুখ
            প্রাণ ঢেলে।
বোন সাজায় থালা,দেয়
            চন্দনের ফোঁটা।
ভাইয়ের জীবনে যেন না
         আসে কোন কাঁটা।
রাখী বন্ধন শুধু উৎসব নয়,
     সুখের সমাহার।
রাখী বন্ধন ভাই-বোনের
   চিরবন্ধনের অঙ্গীকার।
রাখী বন্ধন নয় কোন নতুন
                               ভাষা।
রাখী বন্ধন ভারতে যেন সম্প্রীতির নতুন আশা।
রাখী বন্ধন মানে বোন ভাইয়ের কাছে,
নানান রঙের আবদার।
রাখী বন্ধন মানেই ভাইয়ের পকেট খরচের টাকা থেকে
বোনের জন্য ছোট উপহার।
রাখী বন্ধন ভাই বোনের মিলন সেতু।
সারাজীবন পাশে থাকার কারন হেতু।
তাই ভাই-বোন সেই আশাতেই কাটায় দিন।
কবে আসবে সেই আনন্দঘন মুহুর্তের দিন ।

ঘুম শেষে

       ✒️বিপ্লব দেবনাথ

ফোন বাজার শব্দে আমার কাঁচা ঘুম ভেঙে গেল। তখন বোধহয় ঘড়ি তে ভোর পাঁচটা বাজে‌। কাঁচা ঘুম বলার কারন হল আমার মত নেটিজেনদের ভোর পাঁচটা হল রাতের বিছানায় ডুব মারার পারফেক্ট লগ্ন। সারারাত জেগে জেগে ব‌ইটা ঘেটে ঘেটে, খাতায় কলমের খোঁচা দিয়ে, ইন্টারজালের ইন্টারনালে মাছ ধরে ধরে হামি খাওয়া আর আঙুলের চুটকি কাটা ছাড়া আজকাল পাঠকদের আকাশছোঁয়া ডিমান্ড পূর্ণ করা কল্পনাতীত।রোজকার রুটিন মেনে মহাভারত অশুদ্ধ না করে ৩টা নাগাদ চিত্রার বকুনির পর বিছানায় গিয়ে ছিলাম। সে যাই হোক, বালিশের পাশ থেকে ফোনটা কানে চাপা দিয়ে দুচোখ বন্ধ রেখেই বললাম "হ্যালো"
ফোনের ওপাশ থেকে একটা হাওমাও করে কাঁদার শব্দ আমার লঘু মস্তিষ্কের পিটুইটারি কে উদ্দীপিত করে দিল। সাথে সাথে ঘুমটা স্পিরিট স্বরূপ উর্দ্ধপাতিত হয়ে গেল। আমি উঠে বসে ফোন স্ক্রিনে নম্বর টা একবার দেখে নিয়ে বললাম "সঞ্চিতা, তোর কি হল? কাঁদছিস কেন?"
: হাওমাও এর মাত্রা এবার দ্বিগুণ হয়ে গেল।
আমি আবার জিজ্ঞাসা করলাম " কি হল বলবি বোন? কি হল?"
তবু কান্না চলছে নদীর স্রোতের অনুকূলে। 
"তুনা, কাঁদছিস কেন বলবি? কি হল হলটা কি?"
 কান্না কিন্তু থামল না কিন্তু এবার শব্দের তীব্রতা কমে ক্রমে ফুঁপানোতে পরিনত হল।আমি গায়ের গামছা টা একহাতে ধরে বিছানা থেকে নীচে নেমে এলাম। উত্তর কিন্তু আসছিল না কোনো। আমি এবার দরজার লক্ টা খুলে একবার বাইরে একবার ভেতরে পাগলের মত পাইচারি করতে লাগলাম আর
আমি বারবার তার কান্নার কারন জিজ্ঞেস করতে থাকলাম। কিন্তু উত্তর না পেয়ে শেষমেষ চিত্রাকে ফোন দেব স্থির করলাম। বেচারিকে সারারাত "ওগো শুনছো, কিগো ওটা কি সত্যি? ওটা এমন হলে ব্যাপারটা কেমন হয়?" এসব প্রশ্নের বনে ঘুরিয়ে জ্বালিয়ে মেরেছি। জানি ফোন করলে বিরক্ত হবে কিন্তু না করে উপায় নেই কারন এরকম পরিস্থিতিতে তাকে ছাড়া যে উদ্ধার নেই আমার। সে যাই হোক, সাতপাঁচ না ভেবে তাকে কনফারেন্সে লাগিয়ে দিলাম। অনেকক্ষন রিং করার পর সে ফোনটা রিসিভ করেই "কি হল? সারারাত জ্বালিয়ে মারলি এখন আবার কি হল? তোর মত গাধার সাথে প্রেম করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।তোর মত দজ্জাল ছাগল গরুর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই" এসব বলে যাচ্ছিল।তার কথার মাঝে আমি বারবার তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। শেষে চিৎকার করে বলে উঠলাম কি বলতে চাইছি শুনবি? আর আওয়াজ টা যেন চারদিকে প্রতিধ্বনিত হয়ে আমার কানে ফিরে আসছিল। আমার একবার এদিক ওদিক তাকিয়ে আবার ফোনটা কানে লাগালাম। এবার তার বকাবাদ্য থামল। ততক্ষনে আমার চিৎকারে সঞ্চিতার কান্না ও থেমে গেল। আমি চিত্রাকে বলতে যাচ্ছিলাম "দেখ তোমার বোন তখন থেকে কেঁদেই যাচ্ছে। কিছু বলছে না"
সঞ্চিতা বলে উঠল আমার "এবার রাখিবন্ধনে আমার লেপটপ  লাগবে। সেবারের মত যদি একটা সেলিব্রেশন ধরিয়ে দাওনা দাদা তবে আমার সাথে কথা বলার দরকার নেই।"
"যতসব...." বলে চিত্রা কল টা কেটে দিল। আমি কি বলব না বলব ভেবে উঠতে পারছিলাম না। "তুই তোর রাখি উপলক্ষে কি গিফ্ট চাই, তার জন্য আমাদের ঘুম বেঁচে দিলি ?? যা ও ভাবছিলাম দেব এবার লেপটপ টা।  যা দেবনা লেপটপ, আর তোর মত পেত্নীর সাথে কথা বলার আমার কোনো সখ নেই।" বলে কল টা কেটে কপালে হাত দিয়ে বাড়ান্দায় বসে রইলাম। মুখের কোনে আমার অজান্তেই একটা মুচকি হাসি খেলে গেল।
 আমার প্রেমিকার বোন সঞ্চিতা সেই সুবাদে আমার ও বোন। প্রতিবার আমায় রাখি বাঁধে। আমাদের মধ্যে ঠিক ভাই বোনটার মত দুষ্টু মিষ্টি ঝগড়া চলে। আমি ও জ্বালানোর সুযোগ পেলে তাকে ছাড়িনা।
সাতপাঁচ ভাবছিলাম বসে বসে সকাল ৬টার এলার্মে আমি ভাবনার দেশ থেকে বাস্তবে ফিরে আসলাম। উঠে ঘরে ঢুকে দুহাতের কোনোই  মটকে  কটমট আওয়াজেএকটা বড় হামি খেলাম। তারপর ধীরে ধীরে আমার টেবিলের দিকে গেলাম।টেবিলে রাখা গিফ্টের প্যেকেট টা তে একবার হাত বুলিয়ে গামছা টা একবার শক্ত করে বাঁধলাম।
প্যেকেটে ডেল কোম্পানির ব্রেন্ড নিও লেপটপ।

ঘুম শেষে

       ✒️বিপ্লব দেবনাথ

ফোন বাজার শব্দে আমার কাঁচা ঘুম ভেঙে গেল। তখন বোধহয় ঘড়ি তে ভোর পাঁচটা বাজে‌। কাঁচা ঘুম বলার কারন হল আমার মত নেটিজেনদের ভোর পাঁচটা হল রাতের বিছানায় ডুব মারার পারফেক্ট লগ্ন। সারারাত জেগে জেগে ব‌ইটা ঘেটে ঘেটে, খাতায় কলমের খোঁচা দিয়ে, ইন্টারজালের ইন্টারনালে মাছ ধরে ধরে হামি খাওয়া আর আঙুলের চুটকি কাটা ছাড়া আজকাল পাঠকদের আকাশছোঁয়া ডিমান্ড পূর্ণ করা কল্পনাতীত।রোজকার রুটিন মেনে মহাভারত অশুদ্ধ না করে ৩টা নাগাদ চিত্রার বকুনির পর বিছানায় গিয়ে ছিলাম। সে যাই হোক, বালিশের পাশ থেকে ফোনটা কানে চাপা দিয়ে দুচোখ বন্ধ রেখেই বললাম "হ্যালো"
ফোনের ওপাশ থেকে একটা হাওমাও করে কাঁদার শব্দ আমার লঘু মস্তিষ্কের পিটুইটারি কে উদ্দীপিত করে দিল। সাথে সাথে ঘুমটা স্পিরিট স্বরূপ উর্দ্ধপাতিত হয়ে গেল। আমি উঠে বসে ফোন স্ক্রিনে নম্বর টা একবার দেখে নিয়ে বললাম "সঞ্চিতা, তোর কি হল? কাঁদছিস কেন?"
: হাওমাও এর মাত্রা এবার দ্বিগুণ হয়ে গেল।
আমি আবার জিজ্ঞাসা করলাম " কি হল বলবি বোন? কি হল?"
তবু কান্না চলছে নদীর স্রোতের অনুকূলে। 
"তুনা, কাঁদছিস কেন বলবি? কি হল হলটা কি?"
 কান্না কিন্তু থামল না কিন্তু এবার শব্দের তীব্রতা কমে ক্রমে ফুঁপানোতে পরিনত হল।আমি গায়ের গামছা টা একহাতে ধরে বিছানা থেকে নীচে নেমে এলাম। উত্তর কিন্তু আসছিল না কোনো। আমি এবার দরজার লক্ টা খুলে একবার বাইরে একবার ভেতরে পাগলের মত পাইচারি করতে লাগলাম আর
আমি বারবার তার কান্নার কারন জিজ্ঞেস করতে থাকলাম। কিন্তু উত্তর না পেয়ে শেষমেষ চিত্রাকে ফোন দেব স্থির করলাম। বেচারিকে সারারাত "ওগো শুনছো, কিগো ওটা কি সত্যি? ওটা এমন হলে ব্যাপারটা কেমন হয়?" এসব প্রশ্নের বনে ঘুরিয়ে জ্বালিয়ে মেরেছি। জানি ফোন করলে বিরক্ত হবে কিন্তু না করে উপায় নেই কারন এরকম পরিস্থিতিতে তাকে ছাড়া যে উদ্ধার নেই আমার। সে যাই হোক, সাতপাঁচ না ভেবে তাকে কনফারেন্সে লাগিয়ে দিলাম। অনেকক্ষন রিং করার পর সে ফোনটা রিসিভ করেই "কি হল? সারারাত জ্বালিয়ে মারলি এখন আবার কি হল? তোর মত গাধার সাথে প্রেম করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।তোর মত দজ্জাল ছাগল গরুর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই" এসব বলে যাচ্ছিল।তার কথার মাঝে আমি বারবার তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। শেষে চিৎকার করে বলে উঠলাম কি বলতে চাইছি শুনবি? আর আওয়াজ টা যেন চারদিকে প্রতিধ্বনিত হয়ে আমার কানে ফিরে আসছিল। আমার একবার এদিক ওদিক তাকিয়ে আবার ফোনটা কানে লাগালাম। এবার তার বকাবাদ্য থামল। ততক্ষনে আমার চিৎকারে সঞ্চিতার কান্না ও থেমে গেল। আমি চিত্রাকে বলতে যাচ্ছিলাম "দেখ তোমার বোন তখন থেকে কেঁদেই যাচ্ছে। কিছু বলছে না"
সঞ্চিতা বলে উঠল আমার "এবার রাখিবন্ধনে আমার লেপটপ  লাগবে। সেবারের মত যদি একটা সেলিব্রেশন ধরিয়ে দাওনা দাদা তবে আমার সাথে কথা বলার দরকার নেই।"
"যতসব...." বলে চিত্রা কল টা কেটে দিল। আমি কি বলব না বলব ভেবে উঠতে পারছিলাম না। "তুই তোর রাখি উপলক্ষে কি গিফ্ট চাই, তার জন্য আমাদের ঘুম বেঁচে দিলি ?? যা ও ভাবছিলাম দেব এবার লেপটপ টা।  যা দেবনা লেপটপ, আর তোর মত পেত্নীর সাথে কথা বলার আমার কোনো সখ নেই।" বলে কল টা কেটে কপালে হাত দিয়ে বাড়ান্দায় বসে রইলাম। মুখের কোনে আমার অজান্তেই একটা মুচকি হাসি খেলে গেল।
 আমার প্রেমিকার বোন সঞ্চিতা সেই সুবাদে আমার ও বোন। প্রতিবার আমায় রাখি বাঁধে। আমাদের মধ্যে ঠিক ভাই বোনটার মত দুষ্টু মিষ্টি ঝগড়া চলে। আমি ও জ্বালানোর সুযোগ পেলে তাকে ছাড়িনা।
সাতপাঁচ ভাবছিলাম বসে বসে সকাল ৬টার এলার্মে আমি ভাবনার দেশ থেকে বাস্তবে ফিরে আসলাম। উঠে ঘরে ঢুকে দুহাতের কোনোই  মটকে  কটমট আওয়াজেএকটা বড় হামি খেলাম। তারপর ধীরে ধীরে আমার টেবিলের দিকে গেলাম।টেবিলে রাখা গিফ্টের প্যেকেট টা তে একবার হাত বুলিয়ে গামছা টা একবার শক্ত করে বাঁধলাম।
প্যেকেটে ডেল কোম্পানির ব্রেন্ড নিও লেপটপ।

হারিয়ে যাওয়া স্মৃতি

          ✍️প্রিয়াঙ্কা সেন

ভাই বোনের সম্পর্ক কেমন হয় তা আর অজানা নয়,
ভাই বোনের সম্পর্কটা ঝাল, মিষ্টি, টক।
কথায় কথায় খুনসুটি লড়াই,
তবু হয়নি বিচ্ছেদ,
কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমাণটা একটু বেশি থাকে,
তেমনি দূরে থাকলে ভালোবাসার পরিমাণ বেশি।
দূরে থেকেও কাছে থাকে মনে এক কোণে থাকে।
ভাইয়ের কাছে বোনের চাওয়া পাওয়া আবদার সীমা ছাড়িয়ে ঘুচিয়ে দেয় ক্লেশ।
রক্ত সম্পর্কে বড়ই মায়ার,এক অদ্ভুত টান।
ছোটবেলার  দুষ্টামি আর ফেলে আশা স্মৃতি আড়ি দেয় বার বার। 
আজ আমাদের মাঝে নেই ভাই।
কেন চলে গেলি বিবিধ মাঝে ছেড়ে,
      "চলে আয় ভাই"
এ ঘর , এ দুয়ার ডাকে তোমারে যদি ফিরে আসতে আর একবার হৃদয় মাঝে বেঁধে রাখিতে।
এই দু-নয়ন খুঁজে বেড়ায় ধ্রুব তাঁরা মাঝে।
হঠাৎ যেন কালো মেঘে ঢেকে যায় ,
আবার কখনো জ্যোৎস্না হারায়।
চলে আই ভাই আমাদের মাঝে।
চোখ দুটি ক্লান্ত তোমায় দেখায়,
আজ এই পবিত্র দিন তোমার ছাড়া মূল্যহীন।
চলে আই ভাই তোমার হাতে বাঁধি এই সুতোর  বন্ধন চিরতরে আনন্দ আর ভালোবাসার প্রতীক চিরজীবনের জন্য আবদ্ধ।
রাখী বন্ধন হলো, মিলনের অকৃত্রিম সেতু , রাখী বন্ধন হলো ভাই বোনের পাশে থাকবে কোনো কারণ হেতু।

হারিয়ে যাওয়া স্মৃতি

          ✍️প্রিয়াঙ্কা সেন

ভাই বোনের সম্পর্ক কেমন হয় তা আর অজানা নয়,
ভাই বোনের সম্পর্কটা ঝাল, মিষ্টি, টক।
কথায় কথায় খুনসুটি লড়াই,
তবু হয়নি বিচ্ছেদ,
কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমাণটা একটু বেশি থাকে,
তেমনি দূরে থাকলে ভালোবাসার পরিমাণ বেশি।
দূরে থেকেও কাছে থাকে মনে এক কোণে থাকে।
ভাইয়ের কাছে বোনের চাওয়া পাওয়া আবদার সীমা ছাড়িয়ে ঘুচিয়ে দেয় ক্লেশ।
রক্ত সম্পর্কে বড়ই মায়ার,এক অদ্ভুত টান।
ছোটবেলার  দুষ্টামি আর ফেলে আশা স্মৃতি আড়ি দেয় বার বার। 
আজ আমাদের মাঝে নেই ভাই।
কেন চলে গেলি বিবিধ মাঝে ছেড়ে,
      "চলে আয় ভাই"
এ ঘর , এ দুয়ার ডাকে তোমারে যদি ফিরে আসতে আর একবার হৃদয় মাঝে বেঁধে রাখিতে।
এই দু-নয়ন খুঁজে বেড়ায় ধ্রুব তাঁরা মাঝে।
হঠাৎ যেন কালো মেঘে ঢেকে যায় ,
আবার কখনো জ্যোৎস্না হারায়।
চলে আই ভাই আমাদের মাঝে।
চোখ দুটি ক্লান্ত তোমায় দেখায়,
আজ এই পবিত্র দিন তোমার ছাড়া মূল্যহীন।
চলে আই ভাই তোমার হাতে বাঁধি এই সুতোর  বন্ধন চিরতরে আনন্দ আর ভালোবাসার প্রতীক চিরজীবনের জন্য আবদ্ধ।
রাখী বন্ধন হলো, মিলনের অকৃত্রিম সেতু , রাখী বন্ধন হলো ভাই বোনের পাশে থাকবে কোনো কারণ হেতু।

রাখী বন্ধন

        ✍️মনিকা বিশ্বাস

রাখী বন্ধন এল যে,
বোন ভাইকে বলল যে,
ভাই-বোনের এই
ভালোবাসার বন্ধন।
সব বন্ধন থেকে
আলাদা যে।
রাখি ও মিষ্টি দিয়ে
বোন সাজিয়েছে থালা যে।
ভাই বোনের এই বন্ধনকে
দৃঢ ও শক্তিশালী করে তুলে
বোনের এই সামান্য রাখী যে।

রাখী বন্ধন

        ✍️মনিকা বিশ্বাস

রাখী বন্ধন এল যে,
বোন ভাইকে বলল যে,
ভাই-বোনের এই
ভালোবাসার বন্ধন।
সব বন্ধন থেকে
আলাদা যে।
রাখি ও মিষ্টি দিয়ে
বোন সাজিয়েছে থালা যে।
ভাই বোনের এই বন্ধনকে
দৃঢ ও শক্তিশালী করে তুলে
বোনের এই সামান্য রাখী যে।

রাখীর ইতিহাস ও বার্তা

               ✍️রাজদীপ ঘোষ

তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?

বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।

সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।

বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে  রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।

এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।

রাখীর ইতিহাস ও বার্তা

               ✍️রাজদীপ ঘোষ

তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?

বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।

সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।

বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে  রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।

এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।

রাখীবন্ধন

            👉সুমিতা স্মৃতি

হৃদয় মাঝে জাগে আজ ভালোবাসার স্পন্দন। 
চল আমরা সবাই মিলে পালন  করি রাখীবন্ধন।। 
 
শ্রাবনী পূর্ণিমায় পালিত হয় এই উৎসব। 
আমাদের দেশে ধুমধামে পালিত হয় এই উৎসব।। 

চল আজ সব ভেদাভেদ ভুলে হই ঐক্যবদ্ধ। 
জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একসূত্রে হই আবদ্ধ।। 

এই উৎসব নয়কো শুধু ভাইবোনের প্রীতির বন্ধন। 
এর দ্বারা গড়ে উঠে বিশ্বভ্রাতৃত্বের বন্ধন।। 

রাখীবন্ধন উৎসব দূর করে সব ভেদাভেদ। 
এর দ্বারা হিন্দু মুসলিমের মিঠে যায় সব বিভেদ।। 

ছিড়ে জাতিভেদের বন্ধন আজি এই শুভদিনে। 
চল সবাই আবদ্ধ হই ভ্রাতৃত্বের বন্ধনে।। 

চল আজ এই শুভদিনে দূর করি দরিদ্রের ক্রন্দন। 
চল আজ শুভ উদ্যোগ নিয়ে পালন করি রাখি বন্ধন।। 

ভুলে আজ সব দ্বিধা ভয়, দূর করে উচু-নীচু সংশয়। 
সবাই মিলে গড়ে তুলি ভ্রাতৃত্বের পরিচয়।। 

ভুলে সব সাম্প্রদায়িক দাঙ্গা, ভুলে মান অভিমান। 
শুভ চিত্তে রাখী বন্ধন উৎসবে সবাই করি যোগদান।।

রাখীবন্ধন

            👉সুমিতা স্মৃতি

হৃদয় মাঝে জাগে আজ ভালোবাসার স্পন্দন। 
চল আমরা সবাই মিলে পালন  করি রাখীবন্ধন।। 
 
শ্রাবনী পূর্ণিমায় পালিত হয় এই উৎসব। 
আমাদের দেশে ধুমধামে পালিত হয় এই উৎসব।। 

চল আজ সব ভেদাভেদ ভুলে হই ঐক্যবদ্ধ। 
জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একসূত্রে হই আবদ্ধ।। 

এই উৎসব নয়কো শুধু ভাইবোনের প্রীতির বন্ধন। 
এর দ্বারা গড়ে উঠে বিশ্বভ্রাতৃত্বের বন্ধন।। 

রাখীবন্ধন উৎসব দূর করে সব ভেদাভেদ। 
এর দ্বারা হিন্দু মুসলিমের মিঠে যায় সব বিভেদ।। 

ছিড়ে জাতিভেদের বন্ধন আজি এই শুভদিনে। 
চল সবাই আবদ্ধ হই ভ্রাতৃত্বের বন্ধনে।। 

চল আজ এই শুভদিনে দূর করি দরিদ্রের ক্রন্দন। 
চল আজ শুভ উদ্যোগ নিয়ে পালন করি রাখি বন্ধন।। 

ভুলে আজ সব দ্বিধা ভয়, দূর করে উচু-নীচু সংশয়। 
সবাই মিলে গড়ে তুলি ভ্রাতৃত্বের পরিচয়।। 

ভুলে সব সাম্প্রদায়িক দাঙ্গা, ভুলে মান অভিমান। 
শুভ চিত্তে রাখী বন্ধন উৎসবে সবাই করি যোগদান।।

মেঘের মেয়েরা

        ✍️বিশ্বজিৎ দাস

মেঘের মেয়েরা রাখি নিয়ে ঘুরছে আজ
শিউলি ফুলের মতো নেমে আসে তারা।

পাখির হৃদয় ভেঙে রঙ, এই ঘুম
নিয়েছে কেড়ে সে; যেন স্পর্শতার সুখ

কে বলবে অসুখ?
ও রূপের আদিমতা

গাছের প্রেমের জন্য তুমিও পরম
বন্ধুর, মনের কাছে দেখো বাঁধা আছে

দুটি আঁখি; তারার গালে চুমুতে দিল সেই রাখি...

মেঘের মেয়েরা

        ✍️বিশ্বজিৎ দাস

মেঘের মেয়েরা রাখি নিয়ে ঘুরছে আজ
শিউলি ফুলের মতো নেমে আসে তারা।

পাখির হৃদয় ভেঙে রঙ, এই ঘুম
নিয়েছে কেড়ে সে; যেন স্পর্শতার সুখ

কে বলবে অসুখ?
ও রূপের আদিমতা

গাছের প্রেমের জন্য তুমিও পরম
বন্ধুর, মনের কাছে দেখো বাঁধা আছে

দুটি আঁখি; তারার গালে চুমুতে দিল সেই রাখি...

মানসিকতা বদলাও

         ✒️কবিতা সাহা

নিজের বোন ঘরের লক্ষ্মী, পরিবারের সম্মান।
আর অন্যের বোনকে বাসে-ট্রেনে করছো অপমান ।
নিজের বোনকে কেউ খারাপ বললে, তাকে দিচ্ছ গালাগাল,
আর পরের বোনকে সর্টড্রেসে দেখে, ডাকছো তুমি মাল ।
নিজের বোনকে দিয়েছো তুমি
স্বাধীনভাবে বাঁচার অধিকার, 
তাহলে পরের বোনকে কেন হতে হচ্ছে?
মাঝরাতে ধর্ষণের শিকার !
নিজের বোন তোমায় রাখী পড়ালো বলে তুমি এখন তার রক্ষক,
অন্যের বোন তোমাকে রাখী বাঁধে নি, 
তাই বলেই বুঝি তুমি তার ভক্ষক?
স্কুল জীবনের শপথবাক্যটাও কি
 ভুলে গেছো তুমি আজ?
মেয়েদের বদনাম করে নিজেকে কি ভাবছো? 
তুমিই মহারাজ!
পরিবর্তন করো মানসিকতা, 
বদলাও নিজের সোচ,
কাল তোমার বোনের সাথেও এমন হতে পারে,
যা তুমি অন্যের বোনের সাথে করছো রোজ।

মানসিকতা বদলাও

         ✒️কবিতা সাহা

নিজের বোন ঘরের লক্ষ্মী, পরিবারের সম্মান।
আর অন্যের বোনকে বাসে-ট্রেনে করছো অপমান ।
নিজের বোনকে কেউ খারাপ বললে, তাকে দিচ্ছ গালাগাল,
আর পরের বোনকে সর্টড্রেসে দেখে, ডাকছো তুমি মাল ।
নিজের বোনকে দিয়েছো তুমি
স্বাধীনভাবে বাঁচার অধিকার, 
তাহলে পরের বোনকে কেন হতে হচ্ছে?
মাঝরাতে ধর্ষণের শিকার !
নিজের বোন তোমায় রাখী পড়ালো বলে তুমি এখন তার রক্ষক,
অন্যের বোন তোমাকে রাখী বাঁধে নি, 
তাই বলেই বুঝি তুমি তার ভক্ষক?
স্কুল জীবনের শপথবাক্যটাও কি
 ভুলে গেছো তুমি আজ?
মেয়েদের বদনাম করে নিজেকে কি ভাবছো? 
তুমিই মহারাজ!
পরিবর্তন করো মানসিকতা, 
বদলাও নিজের সোচ,
কাল তোমার বোনের সাথেও এমন হতে পারে,
যা তুমি অন্যের বোনের সাথে করছো রোজ।

রাখী পূর্ণিমা

     ✍️প্রিয়াংকা শীল।
দাদা জানো, আজ যে রাখীপূর্ণিমা গো...
তুমি কি আসবে না --
আমার হাত থেকে রাখী পড়তে।
আমি যে সকাল থেকে বসে আছি রাখী নিয়ে-
তোমাকে রাখী পড়াব ভেবে।
দাদা , তুমি কি শুনতে পাচ্ছো-
আমার রাখী যে তোমাকে ডাকছে,  
তোমার হাতে বসার জন্য উৎসুক হয়ে উঠেছে।
আজ একটি বছর পর হয়ে গেল, 
তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে।
জানি তুমি আর কোনদিনই ফিরে আসবে না, 
আমার হাত থেকে রাখী পড়বে না, 
কিন্তু,  আমার মন যে একথা বোঝে না।
আমার রাখী টা যে আজও তোমাকেই খুঁজে বেড়ায়,
শুধু তোমার হাতে বসার আশায়।
তুমি কোনদিনও আর ফিরবে না-
কিন্তু, একথা যে আমার রাখী বোঝে না।
সে যে আজও শুধু তোমার কাছে যেতে চায়।
শুধু তোমার হাতেই বসতে চায়।
জানো দাদা , আজ নিজেকে বড্ড একা লাগছে -
আজকের দিনে সবাই ভাইয়ের হাতে রাখী পড়ায়
ভাইয়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে -
ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে ।
তাহলে আমার সাথেই কেন এমন হল ?
কেন কেড়ে নিল তোমাকে আমার কাছে থেকে? 
কি দোষ ছিল আমাদের?
বোনের দেওয়া রাখী নাকি-
ভাইকে রক্ষা করে সকল বিপদ থেকে, 
কিন্তু আমার রাখী যে পারল না --
যুদ্ধক্ষেত্রে রক্ষা করতে তোমায়।
কিন্তু,  তুমি আমার সাথে ছিলে সব অবসথায়,
আমাকে রক্ষা করেছ সর্বদাই।
আমার রাখী থাকবে সর্বদাই--
শুধু তোমার আসার অপেক্ষায় ।।

রাখী পূর্ণিমা

     ✍️প্রিয়াংকা শীল।
দাদা জানো, আজ যে রাখীপূর্ণিমা গো...
তুমি কি আসবে না --
আমার হাত থেকে রাখী পড়তে।
আমি যে সকাল থেকে বসে আছি রাখী নিয়ে-
তোমাকে রাখী পড়াব ভেবে।
দাদা , তুমি কি শুনতে পাচ্ছো-
আমার রাখী যে তোমাকে ডাকছে,  
তোমার হাতে বসার জন্য উৎসুক হয়ে উঠেছে।
আজ একটি বছর পর হয়ে গেল, 
তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে।
জানি তুমি আর কোনদিনই ফিরে আসবে না, 
আমার হাত থেকে রাখী পড়বে না, 
কিন্তু,  আমার মন যে একথা বোঝে না।
আমার রাখী টা যে আজও তোমাকেই খুঁজে বেড়ায়,
শুধু তোমার হাতে বসার আশায়।
তুমি কোনদিনও আর ফিরবে না-
কিন্তু, একথা যে আমার রাখী বোঝে না।
সে যে আজও শুধু তোমার কাছে যেতে চায়।
শুধু তোমার হাতেই বসতে চায়।
জানো দাদা , আজ নিজেকে বড্ড একা লাগছে -
আজকের দিনে সবাই ভাইয়ের হাতে রাখী পড়ায়
ভাইয়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে -
ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে ।
তাহলে আমার সাথেই কেন এমন হল ?
কেন কেড়ে নিল তোমাকে আমার কাছে থেকে? 
কি দোষ ছিল আমাদের?
বোনের দেওয়া রাখী নাকি-
ভাইকে রক্ষা করে সকল বিপদ থেকে, 
কিন্তু আমার রাখী যে পারল না --
যুদ্ধক্ষেত্রে রক্ষা করতে তোমায়।
কিন্তু,  তুমি আমার সাথে ছিলে সব অবসথায়,
আমাকে রক্ষা করেছ সর্বদাই।
আমার রাখী থাকবে সর্বদাই--
শুধু তোমার আসার অপেক্ষায় ।।

রাখির প্রান

       ✍️সঞ্জয় দত্ত।

রাখী তোমার আছে প্রাণ,

তাইতো এত মনের টান।
নিমিষেই দুঃখ দূরে গেল,
তাইতো সবাই কাছে এল।।

রাখি তোমার হাসিতে,
মন কেড়েছে বক্ষেতে।
ভালোবাসা এই জীবন ভরে,
আজ আমার প্রাণ আকাশে উড়ে।।

তোমারই ওই চোখের পলক,
হঠাৎ হঠাৎ মারে ঝলক।
সাত রঙের এই সমাহার,
দুই সম্পর্কের অঙ্গীকার।।

রাখির প্রান

       ✍️সঞ্জয় দত্ত।

রাখী তোমার আছে প্রাণ,

তাইতো এত মনের টান।
নিমিষেই দুঃখ দূরে গেল,
তাইতো সবাই কাছে এল।।

রাখি তোমার হাসিতে,
মন কেড়েছে বক্ষেতে।
ভালোবাসা এই জীবন ভরে,
আজ আমার প্রাণ আকাশে উড়ে।।

তোমারই ওই চোখের পলক,
হঠাৎ হঠাৎ মারে ঝলক।
সাত রঙের এই সমাহার,
দুই সম্পর্কের অঙ্গীকার।।

কিসের রাখী

      ✍️সৌরভ শীল

রাখি  সেতো নব্বই শতকের কথা ,
রবি ঠাকুর  প্রচার করেছিলেন সে প্রথা ।
আনন্দের  সেই  ভাতৃত্বের টান
সুতোর বাঁধনে বেঁধেছিলেন প্রাণ।
সে সব আজ বৃথা একুশ শতকের আধুনিকতা
আজতো তবে হিংসা হানাহানি
রাখির বাঁধনি বাধলাম কতখানি।
আজ হিন্দু মুসলিম দাঙ্গা
মানবিকতা বলেছি সবই
আজ হয়েছি নরপিচাশ , চলতি জীবন-মৃত্যুর পাঙ্গা
কিসের রাখি?
বোন সেতু  ঘরে  থাকে
রাস্তায় হেঁটে যাওয়া মেয়েটাকে
রাস্তার মোড়ে খেয়েছি খুবলে খুবলে।
আজ সবই গোপন নরপিশাচের দলে।
নগ্ন আজ তোমার মানসিকতা
আবার বল গড়েছি আমরা আধুনিকতা
মেয়েরা কি পেয়েছে আজ পূর্ণ স্বাধীনতা
প্রশ্ন-উত্তরের মুখে নিজের মানসিকতা ।

কিসের রাখী

      ✍️সৌরভ শীল

রাখি  সেতো নব্বই শতকের কথা ,
রবি ঠাকুর  প্রচার করেছিলেন সে প্রথা ।
আনন্দের  সেই  ভাতৃত্বের টান
সুতোর বাঁধনে বেঁধেছিলেন প্রাণ।
সে সব আজ বৃথা একুশ শতকের আধুনিকতা
আজতো তবে হিংসা হানাহানি
রাখির বাঁধনি বাধলাম কতখানি।
আজ হিন্দু মুসলিম দাঙ্গা
মানবিকতা বলেছি সবই
আজ হয়েছি নরপিচাশ , চলতি জীবন-মৃত্যুর পাঙ্গা
কিসের রাখি?
বোন সেতু  ঘরে  থাকে
রাস্তায় হেঁটে যাওয়া মেয়েটাকে
রাস্তার মোড়ে খেয়েছি খুবলে খুবলে।
আজ সবই গোপন নরপিশাচের দলে।
নগ্ন আজ তোমার মানসিকতা
আবার বল গড়েছি আমরা আধুনিকতা
মেয়েরা কি পেয়েছে আজ পূর্ণ স্বাধীনতা
প্রশ্ন-উত্তরের মুখে নিজের মানসিকতা ।

মিলন- মধুর

       ✍️নন্দিতা চক্রবর্তী

কাঁদে 'বিষের বাঁশী' , কাঁদে'ছায়ানট'
তাঁর দিকে চেয়ে কাঁদে
'সোনার তরী'র ঋষি বট।
ঝুড়িতে তাঁর নেমে আসা
দৃঢ়তার চির আহ্বান-
বুঝি আজ মাঠে ঘাটে 
হারায় সে নিজের সম্মান!

কী গান গেয়েছ কবি?
কী ছিল তোমার পরিচয়?
ভুলে গেছি!!!
অবাক হলে কি ?
এই কি প্রথম অবক্ষয়?

তোমার মৃত্যুর ঘটায়
কান্না ভরা আকাশের 
সাক্ষী ছিল যাঁরা
তাদের ও দিন হল সারা।
তাঁরা ও মৃত্যুর অতিথি আজ
পরেছিলে তুমি তাঁদের হাতে
'কবীন্দ্র'-  পরম তাজ,
পূজার প্রদীপ  সেই হাতে।
বীরের আবাহনে বাজে তূর্য বাজে ভেরি,
তেমনি বেজেছে বাঁশি
হোকনা সে বিষের বাঁশরী!

সেকাল থেকে বহুদূর বহুপথ বেয়ে
কত শ্রাবণের ধারা গেছে
অকূল সাগরে ধেয়ে
কিছু চিহ্ন নাই সেই দিনের-
আজ অপেক্ষা শুধু, শুধু উদযাপনের-

কে তুমি ???
নাই পরিচয়!!
শুধু মনে হয় - 
২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ
বড় ই রাবীন্দ্রিক!
তোমাকে নাইবা জানি
তবু 'নূতন' আবার দেখা দিক
এতেই আমরা 'অভিজাত'-

কবি!এ তো তোমার ই জয়!
তোমাকে ভেবে ই যদি 'অভিজাত' হয়- 
সেই তো অনন্য পরিচয়!
হোকনা তবে এক নতুন সাধন,
কাছে হোক হারানো 'দূর' 
একালে-সেকালে, তোমাতে-আমাতে
এই হোক মিলন মধুর!

মিলন- মধুর

       ✍️নন্দিতা চক্রবর্তী

কাঁদে 'বিষের বাঁশী' , কাঁদে'ছায়ানট'
তাঁর দিকে চেয়ে কাঁদে
'সোনার তরী'র ঋষি বট।
ঝুড়িতে তাঁর নেমে আসা
দৃঢ়তার চির আহ্বান-
বুঝি আজ মাঠে ঘাটে 
হারায় সে নিজের সম্মান!

কী গান গেয়েছ কবি?
কী ছিল তোমার পরিচয়?
ভুলে গেছি!!!
অবাক হলে কি ?
এই কি প্রথম অবক্ষয়?

তোমার মৃত্যুর ঘটায়
কান্না ভরা আকাশের 
সাক্ষী ছিল যাঁরা
তাদের ও দিন হল সারা।
তাঁরা ও মৃত্যুর অতিথি আজ
পরেছিলে তুমি তাঁদের হাতে
'কবীন্দ্র'-  পরম তাজ,
পূজার প্রদীপ  সেই হাতে।
বীরের আবাহনে বাজে তূর্য বাজে ভেরি,
তেমনি বেজেছে বাঁশি
হোকনা সে বিষের বাঁশরী!

সেকাল থেকে বহুদূর বহুপথ বেয়ে
কত শ্রাবণের ধারা গেছে
অকূল সাগরে ধেয়ে
কিছু চিহ্ন নাই সেই দিনের-
আজ অপেক্ষা শুধু, শুধু উদযাপনের-

কে তুমি ???
নাই পরিচয়!!
শুধু মনে হয় - 
২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ
বড় ই রাবীন্দ্রিক!
তোমাকে নাইবা জানি
তবু 'নূতন' আবার দেখা দিক
এতেই আমরা 'অভিজাত'-

কবি!এ তো তোমার ই জয়!
তোমাকে ভেবে ই যদি 'অভিজাত' হয়- 
সেই তো অনন্য পরিচয়!
হোকনা তবে এক নতুন সাধন,
কাছে হোক হারানো 'দূর' 
একালে-সেকালে, তোমাতে-আমাতে
এই হোক মিলন মধুর!

বোনটি আমার

      ✍️গৌতম মজুমদার

"ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া"এই শব্দটি শুনে,
আঁতকে উঠি হঠাত্‍ আমি ডাকছে ছোট বোনে ।
পেছন ফিরে তাকিয়ে দেখি হাসি মাখা মুখ,
'ভাইয়া 'ডাক শুনতে পেলে ভরে উঠে বুক ।
ছোট থেকেই বিউ আমায় ভাইয়া বলে ডাকে,
এই দিনে যে রাখী পরায় এটাও মনে রাখে ।
একদিন সে বড় হলো গেলো স্বামীর ঘর,
সবাই বলতো," বিয়ে হলে, মেয়েরা হয় পর "।
বোনটি আমার পাল্টায়নিকো খবর নিতো সবার,
কখন আমরা কেমন থাকি খাচ্ছি কিনা খাবার ।
সংসারের কাজ স্বামী ছেলে এসব কিছু নিয়ে,
সব সময়ে ব্যস্ত থাকে কাজের মধ্য দিয়ে ।
স্বামী যখন অফিসে যায় ছেলে কলেজে,
পাক্কা গিন্নি বোনটি আমার সব সামলায় নিজে ।
সব কিছু তার মনে থাকে সকল কাজের কথা,
হুট করে সব করে ফেলে কেউ জানেনা তা।
' ভাইয়া ' বলে ডাকলো যখন তখন ছুটে যাই,
মুচকি হেসে বলল আমায়" হাতটা দেনা ভাই "!
কেন? আবার কি হয়েছে? বলবি তো আমায়,
আজকের দিন যে রাখী
 উত্‍সব তোর কি মনে নাই ?
লজ্জ্বা পেয়ে জিহ্বা কাটি হাত দিই বাড়িয়ে,
প্রণাম করে হাসি মুখে রাখী পরিয়ে ।
আশীর্বাদ করি তাকে,থাকে যেন সুখে;
সারা জীবন সুস্থ থাকুক হাসি মাখা মুখে।

বোনটি আমার

      ✍️গৌতম মজুমদার

"ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া"এই শব্দটি শুনে,
আঁতকে উঠি হঠাত্‍ আমি ডাকছে ছোট বোনে ।
পেছন ফিরে তাকিয়ে দেখি হাসি মাখা মুখ,
'ভাইয়া 'ডাক শুনতে পেলে ভরে উঠে বুক ।
ছোট থেকেই বিউ আমায় ভাইয়া বলে ডাকে,
এই দিনে যে রাখী পরায় এটাও মনে রাখে ।
একদিন সে বড় হলো গেলো স্বামীর ঘর,
সবাই বলতো," বিয়ে হলে, মেয়েরা হয় পর "।
বোনটি আমার পাল্টায়নিকো খবর নিতো সবার,
কখন আমরা কেমন থাকি খাচ্ছি কিনা খাবার ।
সংসারের কাজ স্বামী ছেলে এসব কিছু নিয়ে,
সব সময়ে ব্যস্ত থাকে কাজের মধ্য দিয়ে ।
স্বামী যখন অফিসে যায় ছেলে কলেজে,
পাক্কা গিন্নি বোনটি আমার সব সামলায় নিজে ।
সব কিছু তার মনে থাকে সকল কাজের কথা,
হুট করে সব করে ফেলে কেউ জানেনা তা।
' ভাইয়া ' বলে ডাকলো যখন তখন ছুটে যাই,
মুচকি হেসে বলল আমায়" হাতটা দেনা ভাই "!
কেন? আবার কি হয়েছে? বলবি তো আমায়,
আজকের দিন যে রাখী
 উত্‍সব তোর কি মনে নাই ?
লজ্জ্বা পেয়ে জিহ্বা কাটি হাত দিই বাড়িয়ে,
প্রণাম করে হাসি মুখে রাখী পরিয়ে ।
আশীর্বাদ করি তাকে,থাকে যেন সুখে;
সারা জীবন সুস্থ থাকুক হাসি মাখা মুখে।

এক সুতোয় বাঁধা

            👉সুদর্শন সেন

হিন্দু মুসলিম এক সুতোয় বাঁধা
এক আত্মা ভিন্ন প্রাণ ।
পৃথক বলতে বুঝি শুধু ধর্মটা তাদের
আছে একই নাড়ির টান ।
১৬ই অক্টোবর ১৯০৫ বঙ্গভঙ্গের ঘোষণা 
আর কিছুদিন বাকি।
সম্পর্ককে আরও দৃঢ় করতে এবার 
পড়াতে হবে রাখী ।
ভাইবোন নয় শুধু আর, এবার সবাইকে
রাখী পড়ানো শুরু।
চারিদিকে উৎসবের সূচনা করলেন 
সবার প্রিয় কবিগুরু।
অতীতের স্মৃতি সদা থাকবে স্মরণে 
করেছি আমরা পণ ।
শ্রদ্ধার সঙ্গে আজও পালন করি
পূর্নিমায় রাখিবন্ধন।

এক সুতোয় বাঁধা

            👉সুদর্শন সেন

হিন্দু মুসলিম এক সুতোয় বাঁধা
এক আত্মা ভিন্ন প্রাণ ।
পৃথক বলতে বুঝি শুধু ধর্মটা তাদের
আছে একই নাড়ির টান ।
১৬ই অক্টোবর ১৯০৫ বঙ্গভঙ্গের ঘোষণা 
আর কিছুদিন বাকি।
সম্পর্ককে আরও দৃঢ় করতে এবার 
পড়াতে হবে রাখী ।
ভাইবোন নয় শুধু আর, এবার সবাইকে
রাখী পড়ানো শুরু।
চারিদিকে উৎসবের সূচনা করলেন 
সবার প্রিয় কবিগুরু।
অতীতের স্মৃতি সদা থাকবে স্মরণে 
করেছি আমরা পণ ।
শ্রদ্ধার সঙ্গে আজও পালন করি
পূর্নিমায় রাখিবন্ধন।

আনন্দের রাখীবন্ধন

✍️নিকিতা দত্ত।

রাখী, পবিত্রতা পূর্ণ একটা স্নেহের উপঢৌকন। রাখীবন্ধন মানেই ভাইয়েরা তাদের বোনেদের রক্ষার প্রতিশ্রুতি দেয় বোনেদের হাত দিয়ে নিজেদের কব্জি তে রাখী বেঁধে...।

আমাদের রবি ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ তথা সমগ্র ভারতবাসীদের একসুতোয় বেঁধে রাখতে প্রথম রাখীবন্ধন উৎসব পালন করেছিলেন।

রাখিবন্ধন এর কথা বলতেই মনে পড়ে যায় সেই ক্যাডবেরীর বিজ্ঞাপন টার কথা।
বোনটা বলছে, " আমি নিজের রক্ষা নিজেই করতে পারি"। ভাই বলছে, " তাহলে তুই প্রতিবছর আমার হাতে রাখী বাঁধিস কেন?"
বোন তখন উল্টে জবাব দিচ্ছে, " তুই ও বা প্রতিবছর নিজের পকেটমানি বাঁচিয়ে আমার জন্য ক্যাডবেরী সেলিব্রেশন নিয়ে আসিস কেন?"
ব্যস্, রাখীবন্ধনের দিনে এই খুনশুটি পূর্ণ দুষ্টু মিষ্টি সম্পর্কের আনন্দটাই তো আমরা সবাই চাই আমাদের এই একঘেয়ে জীবনে।

রাখীবন্ধনের পবিত্র তিথিতে রাখীটাকে শুধু একটা সুতো না ভেবে এর যদি যথার্থ মর্যাদা দেওয়া হয় আর শুধু নিজের বোন ই নয়, অপরের বোনদেরও রক্ষার দায়িত্ব নেওয়ার শপথটা যদি সব দাদা,ভাইয়েরা নিয়ে থাকে, তবেই এই উৎসবের তাৎপর্য পূর্ণতা পাবে।
তবেই সমাজের কোনো বোনকে নির্যাতিতা বা অপয়া হতে হবে না...।

আনন্দের রাখীবন্ধন

✍️নিকিতা দত্ত।

রাখী, পবিত্রতা পূর্ণ একটা স্নেহের উপঢৌকন। রাখীবন্ধন মানেই ভাইয়েরা তাদের বোনেদের রক্ষার প্রতিশ্রুতি দেয় বোনেদের হাত দিয়ে নিজেদের কব্জি তে রাখী বেঁধে...।

আমাদের রবি ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ তথা সমগ্র ভারতবাসীদের একসুতোয় বেঁধে রাখতে প্রথম রাখীবন্ধন উৎসব পালন করেছিলেন।

রাখিবন্ধন এর কথা বলতেই মনে পড়ে যায় সেই ক্যাডবেরীর বিজ্ঞাপন টার কথা।
বোনটা বলছে, " আমি নিজের রক্ষা নিজেই করতে পারি"। ভাই বলছে, " তাহলে তুই প্রতিবছর আমার হাতে রাখী বাঁধিস কেন?"
বোন তখন উল্টে জবাব দিচ্ছে, " তুই ও বা প্রতিবছর নিজের পকেটমানি বাঁচিয়ে আমার জন্য ক্যাডবেরী সেলিব্রেশন নিয়ে আসিস কেন?"
ব্যস্, রাখীবন্ধনের দিনে এই খুনশুটি পূর্ণ দুষ্টু মিষ্টি সম্পর্কের আনন্দটাই তো আমরা সবাই চাই আমাদের এই একঘেয়ে জীবনে।

রাখীবন্ধনের পবিত্র তিথিতে রাখীটাকে শুধু একটা সুতো না ভেবে এর যদি যথার্থ মর্যাদা দেওয়া হয় আর শুধু নিজের বোন ই নয়, অপরের বোনদেরও রক্ষার দায়িত্ব নেওয়ার শপথটা যদি সব দাদা,ভাইয়েরা নিয়ে থাকে, তবেই এই উৎসবের তাৎপর্য পূর্ণতা পাবে।
তবেই সমাজের কোনো বোনকে নির্যাতিতা বা অপয়া হতে হবে না...।

ভাইয়ের খুনসুটি

         ✍️রুবেল হোসেন

চার দেওয়ালের বন্দী খানায় 
যেই না রিমোট হাতে বসি
টিভিটা অন করলেই 
রিমোট-টা কার হাতে থাকবে
এ নিয়ে মারামারি ক্ষতবিক্ষত ঝগড়া সৃষ্টি। 

মাছের বড় মাথা খানা
যেই না খাবো ভান করি
মা ভাইয়ের জন্য সরিয়ে বলে---
এতে কিন্তু দিবি না দৃষ্টি। 
ওই সময়টায় রেগে বলি খাওয়াও ওরে মা
তোমার ছেলে চাকরি করে, ভাত দেবে না, মা...

যতই হোক রাগারাগি 
হোক যতই খুনসুটি 
শেষ পর্যন্ত বলতে চাই 
ভাই রে, তোকে আমি খুব ভালোবাসি।

এই রাখীর পূণ্য লগনে
তোর হাতটা না পেলে 
আমি তখন অসহায় হয়ে যাই।
চিরজীবন ঘিরে ভাইয়া তোকে যেন পাই,
তোর হাতে রাখী বেঁধে কাটিয়ে যেতে চাই ।

ভাইয়ের খুনসুটি

         ✍️রুবেল হোসেন

চার দেওয়ালের বন্দী খানায় 
যেই না রিমোট হাতে বসি
টিভিটা অন করলেই 
রিমোট-টা কার হাতে থাকবে
এ নিয়ে মারামারি ক্ষতবিক্ষত ঝগড়া সৃষ্টি। 

মাছের বড় মাথা খানা
যেই না খাবো ভান করি
মা ভাইয়ের জন্য সরিয়ে বলে---
এতে কিন্তু দিবি না দৃষ্টি। 
ওই সময়টায় রেগে বলি খাওয়াও ওরে মা
তোমার ছেলে চাকরি করে, ভাত দেবে না, মা...

যতই হোক রাগারাগি 
হোক যতই খুনসুটি 
শেষ পর্যন্ত বলতে চাই 
ভাই রে, তোকে আমি খুব ভালোবাসি।

এই রাখীর পূণ্য লগনে
তোর হাতটা না পেলে 
আমি তখন অসহায় হয়ে যাই।
চিরজীবন ঘিরে ভাইয়া তোকে যেন পাই,
তোর হাতে রাখী বেঁধে কাটিয়ে যেতে চাই ।

ভালোবাসার পবিত্র বন্ধন

             ✍️সুব্রত দেবনাথ

রাখী বন্ধন এর আরেক নাম,
ভালোবাসার পবিত্র বন্ধন।
ভালোবাসাকে খুঁজে পাওয়ার জন্য ,
কত লোক যে করে ক্রন্দন ।
এই ভালোবাসা একটি নির্দিষ্ট বয়সের জন্য,
 সীমাবদ্ধ নয় ।
এই ভালোবাসা জাতি উপজাতি, ধনী-দরিদ্র,
 সবার মধ্যে হয় ।।
এই ভালোবাসা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত,
সবার মধ্যে হয় ।
কথাটি সত্যি ,
মনে নাই কোনো সংশয়।।
আজকের এই রাখী বন্ধন দিবস টি, 
সবার জন্য আসে।
রাখী বন্ধনের মধ্যে দিয়ে,
ভালোবাসা আদান-প্রদান হয় অনায়াসে।।
এই বন্ধন মানে শুধু,
ভালোবাসা নয়।
এই ভালবাসায় আছে পবিত্রতা, 
তাই সর্বদাই ভালোবাসার জয়।।

ভালোবাসার পবিত্র বন্ধন

             ✍️সুব্রত দেবনাথ

রাখী বন্ধন এর আরেক নাম,
ভালোবাসার পবিত্র বন্ধন।
ভালোবাসাকে খুঁজে পাওয়ার জন্য ,
কত লোক যে করে ক্রন্দন ।
এই ভালোবাসা একটি নির্দিষ্ট বয়সের জন্য,
 সীমাবদ্ধ নয় ।
এই ভালোবাসা জাতি উপজাতি, ধনী-দরিদ্র,
 সবার মধ্যে হয় ।।
এই ভালোবাসা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত,
সবার মধ্যে হয় ।
কথাটি সত্যি ,
মনে নাই কোনো সংশয়।।
আজকের এই রাখী বন্ধন দিবস টি, 
সবার জন্য আসে।
রাখী বন্ধনের মধ্যে দিয়ে,
ভালোবাসা আদান-প্রদান হয় অনায়াসে।।
এই বন্ধন মানে শুধু,
ভালোবাসা নয়।
এই ভালবাসায় আছে পবিত্রতা, 
তাই সর্বদাই ভালোবাসার জয়।।

রাখী বন্ধন

       ✍ সংগীতা দাস

ভাই-বোনের রাখি বন্ধন,
একই সূত্রে বেঁধেছে মন!
প্রতি বছর শ্রাবণ মাসে,
পূর্ণিমার এই শুভ দিনে!
ভাইয়ের সুরক্ষা কবচ,
বোনে দেয় হাতে!
সব বিপদ সরে যাবে,
থাকবে একসাথে!

বোন করেছে প্রাণের বন্দনা,
মেটাবে ভাই সকল যন্ত্রণা!
সারাজীবন রক্ষা করার,
শপথ নেই আজ বোনের আশীর্বাদে!

ঘুচাবে বোনের সকল দুঃখ,
থাকবে না কোনো বিষাদের ছোঁয়া!
বন্ধনের এই বিশাল প্রতিজ্ঞা,
আজ দিয়েছে যে হাতেহাতে প্রতিবাদ! 

নারীরা হয় শক্তির রূপ,
স্নেহময়ী ভান্ডারস্বরূপ!
বেঁধেছে আজ শক্তিরডোর
আজ যে শপথের দিন!

আসবে না কোনো বাঁধা ভয়!
ভাই যে রয়েছে বোনের সাথে।
এইভাবেই বেঁচে থাকবে যতদিন,
বোনকে রক্ষা করবে ততদিন!!

রাখী বন্ধন

       ✍ সংগীতা দাস

ভাই-বোনের রাখি বন্ধন,
একই সূত্রে বেঁধেছে মন!
প্রতি বছর শ্রাবণ মাসে,
পূর্ণিমার এই শুভ দিনে!
ভাইয়ের সুরক্ষা কবচ,
বোনে দেয় হাতে!
সব বিপদ সরে যাবে,
থাকবে একসাথে!

বোন করেছে প্রাণের বন্দনা,
মেটাবে ভাই সকল যন্ত্রণা!
সারাজীবন রক্ষা করার,
শপথ নেই আজ বোনের আশীর্বাদে!

ঘুচাবে বোনের সকল দুঃখ,
থাকবে না কোনো বিষাদের ছোঁয়া!
বন্ধনের এই বিশাল প্রতিজ্ঞা,
আজ দিয়েছে যে হাতেহাতে প্রতিবাদ! 

নারীরা হয় শক্তির রূপ,
স্নেহময়ী ভান্ডারস্বরূপ!
বেঁধেছে আজ শক্তিরডোর
আজ যে শপথের দিন!

আসবে না কোনো বাঁধা ভয়!
ভাই যে রয়েছে বোনের সাথে।
এইভাবেই বেঁচে থাকবে যতদিন,
বোনকে রক্ষা করবে ততদিন!!

রাখী বন্ধনের আনন্দ

      ✍️ অন্বেষা দেবনাথ

রাখী বন্ধন নিয়ে আমরা অনেক ঘটনাই জেনে আসছি ছোট থেকে। রবি ঠাকুর বলো আর শ্রী কৃষ্ণের কাহিনী,,,আমরা অল্প বেশি সবাই জানি।।

রাখী বন্ধন নিয়ে আমার ধারণাটা হয়ত অন্য রকম,
রাখী বোন কেও পড়ানো যায়।।

বাঙালীরা রাখী বন্ধন মানে ভাবে ভাই-বোনকে রক্ষা করবে,,তাই বোন ভাইকে রাখি পড়াবে, কিন্তু বোনেরও তো দায়েত্ব ভাই কে রক্ষা করার।
তাই বোনের জন্যও ভাই রাখি বন্ধন পালন করতে পারে।

আর উপহার, সেটা আমরা সবাই পেতে পছন্দ করি,
যদি ভাই তার ছোট বোন কে উপহার দে তাহলে বোন খুব খুশি হয়, ঠিক তেমনি বড়ো বোন যদি ছোট ভাইকে কিছু উপহার দে ভাইটিও খুব খুশি হয়।
তাই আমার মনে হয় রাখি বন্ধন উপলক্ষে ভাই তার বোনের জন্য, আর বোন তার ভাই এর জন্য উপহার আনলে আনন্দ টা আরো বেশি হবে, এবং ভাই বোন উভয়ের হতে রাখি থাকবে।।

রাখী বন্ধনের আনন্দ

      ✍️ অন্বেষা দেবনাথ

রাখী বন্ধন নিয়ে আমরা অনেক ঘটনাই জেনে আসছি ছোট থেকে। রবি ঠাকুর বলো আর শ্রী কৃষ্ণের কাহিনী,,,আমরা অল্প বেশি সবাই জানি।।

রাখী বন্ধন নিয়ে আমার ধারণাটা হয়ত অন্য রকম,
রাখী বোন কেও পড়ানো যায়।।

বাঙালীরা রাখী বন্ধন মানে ভাবে ভাই-বোনকে রক্ষা করবে,,তাই বোন ভাইকে রাখি পড়াবে, কিন্তু বোনেরও তো দায়েত্ব ভাই কে রক্ষা করার।
তাই বোনের জন্যও ভাই রাখি বন্ধন পালন করতে পারে।

আর উপহার, সেটা আমরা সবাই পেতে পছন্দ করি,
যদি ভাই তার ছোট বোন কে উপহার দে তাহলে বোন খুব খুশি হয়, ঠিক তেমনি বড়ো বোন যদি ছোট ভাইকে কিছু উপহার দে ভাইটিও খুব খুশি হয়।
তাই আমার মনে হয় রাখি বন্ধন উপলক্ষে ভাই তার বোনের জন্য, আর বোন তার ভাই এর জন্য উপহার আনলে আনন্দ টা আরো বেশি হবে, এবং ভাই বোন উভয়ের হতে রাখি থাকবে।।

"রাখী উৎসব"

      ✍️ স্নিগ্ধা ভট্টাচার্য

মিলনের উৎসবে আজি করি অঙ্গীকার।
ভাতৃত্বের বন্ধনে রাখিব যতনে অটুট বন্ধনের,
অকৃত্রিম ভালবাসায় গাঁথা বিনি সুতোর বান্ধন।
ভুলি হিংসা দ্বেষ, ভুলি ধর্ম বিভেদ।
ভুলি উচ্চ-নীচ,শুধু রহিবে মনুষ্যত্বের জাগরণ,
সাধনার সোপান।
ভাই-বোনের মহা মিলনের সেতু বন্ধনে,
আজি উৎসবে অক্ষয় থাক, এই ইতিহাস।

সাক্ষী থাকুক চন্দ্র,সূর্য।
সাক্ষী থাকুক বৃক্ষ,গুল্ম ।
সাক্ষী থাকুক আকাশ,বাতাস।
ঐক্যের হউক জয় গান।
চিত্ত রে করি শুদ্ধ , 
আজি মহা মিলনের ব্রতে ,
থাক চির বন্ধন অম্লান।

"রাখী উৎসব"

      ✍️ স্নিগ্ধা ভট্টাচার্য

মিলনের উৎসবে আজি করি অঙ্গীকার।
ভাতৃত্বের বন্ধনে রাখিব যতনে অটুট বন্ধনের,
অকৃত্রিম ভালবাসায় গাঁথা বিনি সুতোর বান্ধন।
ভুলি হিংসা দ্বেষ, ভুলি ধর্ম বিভেদ।
ভুলি উচ্চ-নীচ,শুধু রহিবে মনুষ্যত্বের জাগরণ,
সাধনার সোপান।
ভাই-বোনের মহা মিলনের সেতু বন্ধনে,
আজি উৎসবে অক্ষয় থাক, এই ইতিহাস।

সাক্ষী থাকুক চন্দ্র,সূর্য।
সাক্ষী থাকুক বৃক্ষ,গুল্ম ।
সাক্ষী থাকুক আকাশ,বাতাস।
ঐক্যের হউক জয় গান।
চিত্ত রে করি শুদ্ধ , 
আজি মহা মিলনের ব্রতে ,
থাক চির বন্ধন অম্লান।

রাখী বন্ধন

           ✍️ সুঝর্নিতা পাল

আজ রাখী বন্ধন,
সারা বছরের ঝগড়া, মান অভিমান ভেঙে ভাই ও বোনের মিলন ক্ষণ।
আজকের এই দিনে বোন ভাইকে পড়িয়ে দেয় রাখী,
মান অভিমানের সেতুর মধ্যেও এক পবিত্র মিলনসুত্র দেয় আঁকি।
তবে এখন যে করোনা গ্রস্ত এ বিশ্ব,
কত বোনের স্বপ্ন তাই আজ রয়ে গেলো নিঃস্ব।
কারণ, কোনো ভাই বা বোন হয়তবা দিন রাত সেবা করে চলেছে রোগী,
নয়তো কেউ বা নিজেই ভুক্তভোগী।
বাড়িতে ফেরার যে নেই কোনো সুযোগ,
চারদিকে শুধুই চলছে কোয়ারেন্টাইন যুগ।
তবে আজ একে অপরের পাশে দাঁড়ানোর সময়,
স্ব ভাই বা স্ব বোন না হলেও এই মিলনসূত্র যে সার্বজনীন তা বুঝিয়ে দেওয়ার সময়,
একজন চিকিৎসক ভাই যেমন বিনা প্রতিশ্রুতিতেই রোগিনী বোনকে অক্লান্ত সেবা করে যাচ্ছেন,
সেই ভাইকে রাখী পড়িয়ে তার প্রাপ্য মর্যাদা টুকু দেওয়ার সময়।
তাই এসো সব ভাই - বোন,
মিলে করি শপথ,
একে অপরের জন্যে আমরা চিরকাল হয়ে থাকবো অধিরথ।

রাখী বন্ধন

           ✍️ সুঝর্নিতা পাল

আজ রাখী বন্ধন,
সারা বছরের ঝগড়া, মান অভিমান ভেঙে ভাই ও বোনের মিলন ক্ষণ।
আজকের এই দিনে বোন ভাইকে পড়িয়ে দেয় রাখী,
মান অভিমানের সেতুর মধ্যেও এক পবিত্র মিলনসুত্র দেয় আঁকি।
তবে এখন যে করোনা গ্রস্ত এ বিশ্ব,
কত বোনের স্বপ্ন তাই আজ রয়ে গেলো নিঃস্ব।
কারণ, কোনো ভাই বা বোন হয়তবা দিন রাত সেবা করে চলেছে রোগী,
নয়তো কেউ বা নিজেই ভুক্তভোগী।
বাড়িতে ফেরার যে নেই কোনো সুযোগ,
চারদিকে শুধুই চলছে কোয়ারেন্টাইন যুগ।
তবে আজ একে অপরের পাশে দাঁড়ানোর সময়,
স্ব ভাই বা স্ব বোন না হলেও এই মিলনসূত্র যে সার্বজনীন তা বুঝিয়ে দেওয়ার সময়,
একজন চিকিৎসক ভাই যেমন বিনা প্রতিশ্রুতিতেই রোগিনী বোনকে অক্লান্ত সেবা করে যাচ্ছেন,
সেই ভাইকে রাখী পড়িয়ে তার প্রাপ্য মর্যাদা টুকু দেওয়ার সময়।
তাই এসো সব ভাই - বোন,
মিলে করি শপথ,
একে অপরের জন্যে আমরা চিরকাল হয়ে থাকবো অধিরথ।

হারানো স্মৃতি

           ✍️ অন্তরা সাহা

বাবা আজ পনেরো টি রাখী এনো,
দাদুভাই, ভাই, দিদিমণি এবং বান্ধবীদের জন্য।

রাখী গুলো ব্যাগে নিয়ে সকালে,
বাবার হাত ধরে চললাম স্কুলে,,

প্রথম পিরিয়ড শেষ হবার পর,
সে কি আনন্দ, দিদিমণিকে সবাই রাখী পড়াবো চল।

তারপর বান্ধবীদের হাতে রাখী পড়িয়ে,
সবাইকে চকোলেট দিলাম খাইয়ে,,

ছুটির পর বাবার হাত ধরে বাড়ি এসে,
দাদুভাই ও ভাইকে রাখী পড়ালাম অবশেষে।

পঞ্চাশ টাকা দাদুভাই আশির্বাদ করে দিল,
এবং ভাই দু খানা চপ এনে খাওয়ালো।

এইভাবে চৌদ্দ বছর হলো পার,
স্কুলে এখন রাখী পড়ানোর নেই ধুমধাম আর,,

এখন বাবা রাখী এনে দেয় দুটো,
ভাই ও দাদুভাইকে আজ পড়াবো শুধু,,

ছেলেবেলার সেই দিনগুলো গেল যে কোথায়,
এখন আর কেউ রাখী পড়ায় না আমায়।

হারানো স্মৃতি

           ✍️ অন্তরা সাহা

বাবা আজ পনেরো টি রাখী এনো,
দাদুভাই, ভাই, দিদিমণি এবং বান্ধবীদের জন্য।

রাখী গুলো ব্যাগে নিয়ে সকালে,
বাবার হাত ধরে চললাম স্কুলে,,

প্রথম পিরিয়ড শেষ হবার পর,
সে কি আনন্দ, দিদিমণিকে সবাই রাখী পড়াবো চল।

তারপর বান্ধবীদের হাতে রাখী পড়িয়ে,
সবাইকে চকোলেট দিলাম খাইয়ে,,

ছুটির পর বাবার হাত ধরে বাড়ি এসে,
দাদুভাই ও ভাইকে রাখী পড়ালাম অবশেষে।

পঞ্চাশ টাকা দাদুভাই আশির্বাদ করে দিল,
এবং ভাই দু খানা চপ এনে খাওয়ালো।

এইভাবে চৌদ্দ বছর হলো পার,
স্কুলে এখন রাখী পড়ানোর নেই ধুমধাম আর,,

এখন বাবা রাখী এনে দেয় দুটো,
ভাই ও দাদুভাইকে আজ পড়াবো শুধু,,

ছেলেবেলার সেই দিনগুলো গেল যে কোথায়,
এখন আর কেউ রাখী পড়ায় না আমায়।

রাখী মানে

      উজ্জ্বল ভট্টাচার্য্য

রাখী মানে,
ভাইকে পড়িয়ে
মোটা দাগের উপহার;
রাখী মানে,
সুবর্ণ সুযোগ
পাগল প্রেমিক থেকে
মুক্তি পাওয়ার।
রাখী মানে,
টিউশন টিচারের দেওয়া
মুঠো চকলেট;
রাখী মানে,
চকচকে হাত
দেখিয়ে ফেরা ক্লাসমেট।
রাখী মানে,
কয়টা পেলাম?
গুণে দেখি আসছে আরও,
রাখী মানে,
সম্পর্কগুলো
নতুন রঙে আরেকটু গাঢ়।
রাখী মানে,
রঙিন সুতোয় 
ডিজাইন করে মন কারা,
রাখী মানে,
উত্তাল আবেগ
সাপ্তা,দশে উজ্জ্বল সাড়া।

রাখী মানে

      উজ্জ্বল ভট্টাচার্য্য

রাখী মানে,
ভাইকে পড়িয়ে
মোটা দাগের উপহার;
রাখী মানে,
সুবর্ণ সুযোগ
পাগল প্রেমিক থেকে
মুক্তি পাওয়ার।
রাখী মানে,
টিউশন টিচারের দেওয়া
মুঠো চকলেট;
রাখী মানে,
চকচকে হাত
দেখিয়ে ফেরা ক্লাসমেট।
রাখী মানে,
কয়টা পেলাম?
গুণে দেখি আসছে আরও,
রাখী মানে,
সম্পর্কগুলো
নতুন রঙে আরেকটু গাঢ়।
রাখী মানে,
রঙিন সুতোয় 
ডিজাইন করে মন কারা,
রাখী মানে,
উত্তাল আবেগ
সাপ্তা,দশে উজ্জ্বল সাড়া।