সম্পাদকীয়
সম্পাদকীয়
🏵দিদি রাখী পড়াবি না?🏵
🏵দিদি রাখী পড়াবি না?🏵
" ওম "
" ওম "
-বিশ্বাসের বন্ধন-
-বিশ্বাসের বন্ধন-
*রাখী বন্ধন*
✍️প্রান্তিক দেবনাথ
শ্রাবন পূর্ণিমা আজি
ভরিল সরসি চাঁদের জ্যোৎস্নায়।
ঝুলিছে ঝুলনায় রাইকানু বসি
সখিনী গাথে মালা নিকুঞ্জ ছায়ায়
কৃষ্ণা করিল রক্ষা কৃষ্ণের হাত
বাধিল লোহিত ধারা
ছিড়িয়া আঁচল সাধ
ভগিনী সম যজ্ঞসেনীরে
আপনি দিলা প্রতিশ্রুতি।
করিব রক্ষা তোমারে আমি
শুধু করিও স্মরন আমার প্রতি
একদা ডাকিলা পাঞ্চালী তারে
লজ্জা রক্ষা করিবার তরে
ভুবন বসন আসিল তখন
দ্রৌপদীরে আবরণ করি
হইল পুরন রক্ষা বন্ধন
শ্রী মাধবের হাত ধরি
কাটিল কল্প কত
বিশ্বাসের নিঃস্বাসে।
হইবে বঙ্গ ভঙ্গ হায়
ভাঙ্গিল হৃদয় বাঙ্গালীর ত্রাসে।
বাংলার রবি বিশ্বের কবি
ডাকিল সবারে সম্মুখে
পরাইল রাখি করিল রক্ষা
হইল ভাতৃত্ব হিন্দু-মুসলিমে।
আজো আসে সেই দিন
জ্যোৎস্নায় প্রান্ত মাঝে
যাহা ছিল সুদুর প্রাচীন
চির নবীন সে আজো
ভাই ভগিনীর স্নেহডোর টানে।
*রাখী বন্ধন*
✍️প্রান্তিক দেবনাথ
শ্রাবন পূর্ণিমা আজি
ভরিল সরসি চাঁদের জ্যোৎস্নায়।
ঝুলিছে ঝুলনায় রাইকানু বসি
সখিনী গাথে মালা নিকুঞ্জ ছায়ায়
কৃষ্ণা করিল রক্ষা কৃষ্ণের হাত
বাধিল লোহিত ধারা
ছিড়িয়া আঁচল সাধ
ভগিনী সম যজ্ঞসেনীরে
আপনি দিলা প্রতিশ্রুতি।
করিব রক্ষা তোমারে আমি
শুধু করিও স্মরন আমার প্রতি
একদা ডাকিলা পাঞ্চালী তারে
লজ্জা রক্ষা করিবার তরে
ভুবন বসন আসিল তখন
দ্রৌপদীরে আবরণ করি
হইল পুরন রক্ষা বন্ধন
শ্রী মাধবের হাত ধরি
কাটিল কল্প কত
বিশ্বাসের নিঃস্বাসে।
হইবে বঙ্গ ভঙ্গ হায়
ভাঙ্গিল হৃদয় বাঙ্গালীর ত্রাসে।
বাংলার রবি বিশ্বের কবি
ডাকিল সবারে সম্মুখে
পরাইল রাখি করিল রক্ষা
হইল ভাতৃত্ব হিন্দু-মুসলিমে।
আজো আসে সেই দিন
জ্যোৎস্নায় প্রান্ত মাঝে
যাহা ছিল সুদুর প্রাচীন
চির নবীন সে আজো
ভাই ভগিনীর স্নেহডোর টানে।
রাখী বন্ধন
✍️আমিনুল ইসলাম(রিপন)
--------------------------------------
বছর ঘুরে আসলো আবার
সেই সুখের দিন।
ভাই-বোনের ভালোবাসার
মিলনের দিন।
বোনের ভালোবাসা নেব
বুক জড়িয়ে,
বিনিময়ে দেব তার সব সুখ
প্রাণ ঢেলে।
বোন সাজায় থালা,দেয়
চন্দনের ফোঁটা।
ভাইয়ের জীবনে যেন না
আসে কোন কাঁটা।
রাখী বন্ধন শুধু উৎসব নয়,
সুখের সমাহার।
রাখী বন্ধন ভাই-বোনের
চিরবন্ধনের অঙ্গীকার।
রাখী বন্ধন নয় কোন নতুন
ভাষা।
রাখী বন্ধন ভারতে যেন সম্প্রীতির নতুন আশা।
রাখী বন্ধন মানে বোন ভাইয়ের কাছে,
নানান রঙের আবদার।
রাখী বন্ধন মানেই ভাইয়ের পকেট খরচের টাকা থেকে
বোনের জন্য ছোট উপহার।
রাখী বন্ধন ভাই বোনের মিলন সেতু।
সারাজীবন পাশে থাকার কারন হেতু।
তাই ভাই-বোন সেই আশাতেই কাটায় দিন।
কবে আসবে সেই আনন্দঘন মুহুর্তের দিন ।
রাখী বন্ধন
✍️আমিনুল ইসলাম(রিপন)
--------------------------------------
বছর ঘুরে আসলো আবার
সেই সুখের দিন।
ভাই-বোনের ভালোবাসার
মিলনের দিন।
বোনের ভালোবাসা নেব
বুক জড়িয়ে,
বিনিময়ে দেব তার সব সুখ
প্রাণ ঢেলে।
বোন সাজায় থালা,দেয়
চন্দনের ফোঁটা।
ভাইয়ের জীবনে যেন না
আসে কোন কাঁটা।
রাখী বন্ধন শুধু উৎসব নয়,
সুখের সমাহার।
রাখী বন্ধন ভাই-বোনের
চিরবন্ধনের অঙ্গীকার।
রাখী বন্ধন নয় কোন নতুন
ভাষা।
রাখী বন্ধন ভারতে যেন সম্প্রীতির নতুন আশা।
রাখী বন্ধন মানে বোন ভাইয়ের কাছে,
নানান রঙের আবদার।
রাখী বন্ধন মানেই ভাইয়ের পকেট খরচের টাকা থেকে
বোনের জন্য ছোট উপহার।
রাখী বন্ধন ভাই বোনের মিলন সেতু।
সারাজীবন পাশে থাকার কারন হেতু।
তাই ভাই-বোন সেই আশাতেই কাটায় দিন।
কবে আসবে সেই আনন্দঘন মুহুর্তের দিন ।
ঘুম শেষে
ঘুম শেষে
হারিয়ে যাওয়া স্মৃতি
✍️প্রিয়াঙ্কা সেন
ভাই বোনের সম্পর্ক কেমন হয় তা আর অজানা নয়,
ভাই বোনের সম্পর্কটা ঝাল, মিষ্টি, টক।
কথায় কথায় খুনসুটি লড়াই,
তবু হয়নি বিচ্ছেদ,
কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমাণটা একটু বেশি থাকে,
তেমনি দূরে থাকলে ভালোবাসার পরিমাণ বেশি।
দূরে থেকেও কাছে থাকে মনে এক কোণে থাকে।
ভাইয়ের কাছে বোনের চাওয়া পাওয়া আবদার সীমা ছাড়িয়ে ঘুচিয়ে দেয় ক্লেশ।
রক্ত সম্পর্কে বড়ই মায়ার,এক অদ্ভুত টান।
ছোটবেলার দুষ্টামি আর ফেলে আশা স্মৃতি আড়ি দেয় বার বার।
আজ আমাদের মাঝে নেই ভাই।
কেন চলে গেলি বিবিধ মাঝে ছেড়ে,
"চলে আয় ভাই"
এ ঘর , এ দুয়ার ডাকে তোমারে যদি ফিরে আসতে আর একবার হৃদয় মাঝে বেঁধে রাখিতে।
এই দু-নয়ন খুঁজে বেড়ায় ধ্রুব তাঁরা মাঝে।
হঠাৎ যেন কালো মেঘে ঢেকে যায় ,
আবার কখনো জ্যোৎস্না হারায়।
চলে আই ভাই আমাদের মাঝে।
চোখ দুটি ক্লান্ত তোমায় দেখায়,
আজ এই পবিত্র দিন তোমার ছাড়া মূল্যহীন।
চলে আই ভাই তোমার হাতে বাঁধি এই সুতোর বন্ধন চিরতরে আনন্দ আর ভালোবাসার প্রতীক চিরজীবনের জন্য আবদ্ধ।
রাখী বন্ধন হলো, মিলনের অকৃত্রিম সেতু , রাখী বন্ধন হলো ভাই বোনের পাশে থাকবে কোনো কারণ হেতু।
হারিয়ে যাওয়া স্মৃতি
✍️প্রিয়াঙ্কা সেন
ভাই বোনের সম্পর্ক কেমন হয় তা আর অজানা নয়,
ভাই বোনের সম্পর্কটা ঝাল, মিষ্টি, টক।
কথায় কথায় খুনসুটি লড়াই,
তবু হয়নি বিচ্ছেদ,
কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমাণটা একটু বেশি থাকে,
তেমনি দূরে থাকলে ভালোবাসার পরিমাণ বেশি।
দূরে থেকেও কাছে থাকে মনে এক কোণে থাকে।
ভাইয়ের কাছে বোনের চাওয়া পাওয়া আবদার সীমা ছাড়িয়ে ঘুচিয়ে দেয় ক্লেশ।
রক্ত সম্পর্কে বড়ই মায়ার,এক অদ্ভুত টান।
ছোটবেলার দুষ্টামি আর ফেলে আশা স্মৃতি আড়ি দেয় বার বার।
আজ আমাদের মাঝে নেই ভাই।
কেন চলে গেলি বিবিধ মাঝে ছেড়ে,
"চলে আয় ভাই"
এ ঘর , এ দুয়ার ডাকে তোমারে যদি ফিরে আসতে আর একবার হৃদয় মাঝে বেঁধে রাখিতে।
এই দু-নয়ন খুঁজে বেড়ায় ধ্রুব তাঁরা মাঝে।
হঠাৎ যেন কালো মেঘে ঢেকে যায় ,
আবার কখনো জ্যোৎস্না হারায়।
চলে আই ভাই আমাদের মাঝে।
চোখ দুটি ক্লান্ত তোমায় দেখায়,
আজ এই পবিত্র দিন তোমার ছাড়া মূল্যহীন।
চলে আই ভাই তোমার হাতে বাঁধি এই সুতোর বন্ধন চিরতরে আনন্দ আর ভালোবাসার প্রতীক চিরজীবনের জন্য আবদ্ধ।
রাখী বন্ধন হলো, মিলনের অকৃত্রিম সেতু , রাখী বন্ধন হলো ভাই বোনের পাশে থাকবে কোনো কারণ হেতু।
রাখী বন্ধন
✍️মনিকা বিশ্বাস
রাখী বন্ধন এল যে,
বোন ভাইকে বলল যে,
ভাই-বোনের এই
ভালোবাসার বন্ধন।
সব বন্ধন থেকে
আলাদা যে।
রাখি ও মিষ্টি দিয়ে
বোন সাজিয়েছে থালা যে।
ভাই বোনের এই বন্ধনকে
দৃঢ ও শক্তিশালী করে তুলে
বোনের এই সামান্য রাখী যে।
রাখী বন্ধন
✍️মনিকা বিশ্বাস
রাখী বন্ধন এল যে,
বোন ভাইকে বলল যে,
ভাই-বোনের এই
ভালোবাসার বন্ধন।
সব বন্ধন থেকে
আলাদা যে।
রাখি ও মিষ্টি দিয়ে
বোন সাজিয়েছে থালা যে।
ভাই বোনের এই বন্ধনকে
দৃঢ ও শক্তিশালী করে তুলে
বোনের এই সামান্য রাখী যে।
রাখীর ইতিহাস ও বার্তা
✍️রাজদীপ ঘোষ
তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?
বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।
সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।
বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।
এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।
রাখীর ইতিহাস ও বার্তা
✍️রাজদীপ ঘোষ
তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?
বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।
সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।
বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।
এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।
রাখীবন্ধন
রাখীবন্ধন
মেঘের মেয়েরা
✍️বিশ্বজিৎ দাস
মেঘের মেয়েরা রাখি নিয়ে ঘুরছে আজ
শিউলি ফুলের মতো নেমে আসে তারা।
পাখির হৃদয় ভেঙে রঙ, এই ঘুম
নিয়েছে কেড়ে সে; যেন স্পর্শতার সুখ
কে বলবে অসুখ?
ও রূপের আদিমতা
গাছের প্রেমের জন্য তুমিও পরম
বন্ধুর, মনের কাছে দেখো বাঁধা আছে
দুটি আঁখি; তারার গালে চুমুতে দিল সেই রাখি...
মেঘের মেয়েরা
✍️বিশ্বজিৎ দাস
মেঘের মেয়েরা রাখি নিয়ে ঘুরছে আজ
শিউলি ফুলের মতো নেমে আসে তারা।
পাখির হৃদয় ভেঙে রঙ, এই ঘুম
নিয়েছে কেড়ে সে; যেন স্পর্শতার সুখ
কে বলবে অসুখ?
ও রূপের আদিমতা
গাছের প্রেমের জন্য তুমিও পরম
বন্ধুর, মনের কাছে দেখো বাঁধা আছে
দুটি আঁখি; তারার গালে চুমুতে দিল সেই রাখি...
মানসিকতা বদলাও
মানসিকতা বদলাও
রাখী পূর্ণিমা
রাখী পূর্ণিমা
রাখির প্রান
✍️সঞ্জয় দত্ত।
রাখী তোমার আছে প্রাণ,
তাইতো এত মনের টান।
নিমিষেই দুঃখ দূরে গেল,
তাইতো সবাই কাছে এল।।
রাখি তোমার হাসিতে,
মন কেড়েছে বক্ষেতে।
ভালোবাসা এই জীবন ভরে,
আজ আমার প্রাণ আকাশে উড়ে।।
তোমারই ওই চোখের পলক,
হঠাৎ হঠাৎ মারে ঝলক।
সাত রঙের এই সমাহার,
দুই সম্পর্কের অঙ্গীকার।।
রাখির প্রান
✍️সঞ্জয় দত্ত।
রাখী তোমার আছে প্রাণ,
তাইতো এত মনের টান।
নিমিষেই দুঃখ দূরে গেল,
তাইতো সবাই কাছে এল।।
রাখি তোমার হাসিতে,
মন কেড়েছে বক্ষেতে।
ভালোবাসা এই জীবন ভরে,
আজ আমার প্রাণ আকাশে উড়ে।।
তোমারই ওই চোখের পলক,
হঠাৎ হঠাৎ মারে ঝলক।
সাত রঙের এই সমাহার,
দুই সম্পর্কের অঙ্গীকার।।
কিসের রাখী
কিসের রাখী
মিলন- মধুর
মিলন- মধুর
বোনটি আমার
বোনটি আমার
এক সুতোয় বাঁধা
এক সুতোয় বাঁধা
আনন্দের রাখীবন্ধন
আনন্দের রাখীবন্ধন
ভাইয়ের খুনসুটি
ভাইয়ের খুনসুটি
ভালোবাসার পবিত্র বন্ধন
ভালোবাসার পবিত্র বন্ধন
রাখী বন্ধন
রাখী বন্ধন
রাখী বন্ধনের আনন্দ
রাখী বন্ধনের আনন্দ
"রাখী উৎসব"
"রাখী উৎসব"
রাখী বন্ধন
রাখী বন্ধন
হারানো স্মৃতি
✍️ অন্তরা সাহা
বাবা আজ পনেরো টি রাখী এনো,
দাদুভাই, ভাই, দিদিমণি এবং বান্ধবীদের জন্য।
রাখী গুলো ব্যাগে নিয়ে সকালে,
বাবার হাত ধরে চললাম স্কুলে,,
প্রথম পিরিয়ড শেষ হবার পর,
সে কি আনন্দ, দিদিমণিকে সবাই রাখী পড়াবো চল।
তারপর বান্ধবীদের হাতে রাখী পড়িয়ে,
সবাইকে চকোলেট দিলাম খাইয়ে,,
ছুটির পর বাবার হাত ধরে বাড়ি এসে,
দাদুভাই ও ভাইকে রাখী পড়ালাম অবশেষে।
পঞ্চাশ টাকা দাদুভাই আশির্বাদ করে দিল,
এবং ভাই দু খানা চপ এনে খাওয়ালো।
এইভাবে চৌদ্দ বছর হলো পার,
স্কুলে এখন রাখী পড়ানোর নেই ধুমধাম আর,,
এখন বাবা রাখী এনে দেয় দুটো,
ভাই ও দাদুভাইকে আজ পড়াবো শুধু,,
ছেলেবেলার সেই দিনগুলো গেল যে কোথায়,
এখন আর কেউ রাখী পড়ায় না আমায়।
হারানো স্মৃতি
✍️ অন্তরা সাহা
বাবা আজ পনেরো টি রাখী এনো,
দাদুভাই, ভাই, দিদিমণি এবং বান্ধবীদের জন্য।
রাখী গুলো ব্যাগে নিয়ে সকালে,
বাবার হাত ধরে চললাম স্কুলে,,
প্রথম পিরিয়ড শেষ হবার পর,
সে কি আনন্দ, দিদিমণিকে সবাই রাখী পড়াবো চল।
তারপর বান্ধবীদের হাতে রাখী পড়িয়ে,
সবাইকে চকোলেট দিলাম খাইয়ে,,
ছুটির পর বাবার হাত ধরে বাড়ি এসে,
দাদুভাই ও ভাইকে রাখী পড়ালাম অবশেষে।
পঞ্চাশ টাকা দাদুভাই আশির্বাদ করে দিল,
এবং ভাই দু খানা চপ এনে খাওয়ালো।
এইভাবে চৌদ্দ বছর হলো পার,
স্কুলে এখন রাখী পড়ানোর নেই ধুমধাম আর,,
এখন বাবা রাখী এনে দেয় দুটো,
ভাই ও দাদুভাইকে আজ পড়াবো শুধু,,
ছেলেবেলার সেই দিনগুলো গেল যে কোথায়,
এখন আর কেউ রাখী পড়ায় না আমায়।