আমি কোথায়?

….✍ সীমা চক্রবর্তী

 আমি এখন বেচে নেই হয়ত

আমি এখন পচে গেছি, গলে গেছি

এখন গায়ে শুধু পচা মাংসের গন্ধ।

সুগন্ধি পারফিউমের মাথা ধরা ঘ্রাণ এখন আর নেই। 

ঘুনপোকায় ধরা এই আমি এখন

তোমার বৃত্তের বাইরে অতি মাত্রায়

সত্যি শূন্যতায় দাড়িয়ে। 

এখন দিন নেই রাত নেই শুধু মনে হয় 

তুমি বুঝি সত্যিই গগনচন্দ্র, 

তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে আমি

পৃথিবী থেকে শুধু তার আলোর ঝলকানি ভালবাসতে পারি।

আমি কোথায়?

….✍ সীমা চক্রবর্তী

 আমি এখন বেচে নেই হয়ত

আমি এখন পচে গেছি, গলে গেছি

এখন গায়ে শুধু পচা মাংসের গন্ধ।

সুগন্ধি পারফিউমের মাথা ধরা ঘ্রাণ এখন আর নেই। 

ঘুনপোকায় ধরা এই আমি এখন

তোমার বৃত্তের বাইরে অতি মাত্রায়

সত্যি শূন্যতায় দাড়িয়ে। 

এখন দিন নেই রাত নেই শুধু মনে হয় 

তুমি বুঝি সত্যিই গগনচন্দ্র, 

তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে আমি

পৃথিবী থেকে শুধু তার আলোর ঝলকানি ভালবাসতে পারি।

একটা মজার দেশ

….✍ স্নেহাশীষ রায়

মরছে যখন মজার দেশে

হাজার হাজার লোক,

খরচ করে লক্ষ টাকার

করছে উপভোগ।

মানুষ যখন মরছে দেশে

কর্মহীনের জ্বালায়,

কোটি ব্যয়ে রুপোর ইট

শিলান্যাসে লাগায়।

যখন দেশে দরকার ছিল

খাদ্য, একটু কর্মের,

তখন রাজা সুর চড়ালে

অন্ধভক্তি ধর্মের।

মহামারীর প্রবল কোপে

জনগণ নাজেহাল!

তখন রাজা গড়ল নাকো

একটিও হাসপাতাল।

শ্রমিক মরে, কৃষক মরে

হারায় কত স্বজন,

কোটি কোটি খরচা করে

হচ্ছে দেবের পূজন।

অভাব ছিল ঔষধের আজ

হাসপাতালের অভাব,

ধর্মনিরপেক্ষ দেশে 

ছড়ালে বিভেদ ভাব। 

আজকেই কি ছিল দরকার

স্বপ্নপূরণ করার?

মহামারীতে মনগড়া মতো

শূন্য কলসী ভরার?

ইতিহাসে তো থাকবে লেখা

উঠেছিল গড়ে ধাম, 

যখন ছিল সর্বস্থানে

হাসপাতালের কাম।

কোথা রাম, কোথা ঈশ্বর 

কোথায় তোমার গুরু,

ধর্মে ধর্মে বিভেদবাণী

আজকে সবে শুরু।

একটা মজার দেশ

….✍ স্নেহাশীষ রায়

মরছে যখন মজার দেশে

হাজার হাজার লোক,

খরচ করে লক্ষ টাকার

করছে উপভোগ।

মানুষ যখন মরছে দেশে

কর্মহীনের জ্বালায়,

কোটি ব্যয়ে রুপোর ইট

শিলান্যাসে লাগায়।

যখন দেশে দরকার ছিল

খাদ্য, একটু কর্মের,

তখন রাজা সুর চড়ালে

অন্ধভক্তি ধর্মের।

মহামারীর প্রবল কোপে

জনগণ নাজেহাল!

তখন রাজা গড়ল নাকো

একটিও হাসপাতাল।

শ্রমিক মরে, কৃষক মরে

হারায় কত স্বজন,

কোটি কোটি খরচা করে

হচ্ছে দেবের পূজন।

অভাব ছিল ঔষধের আজ

হাসপাতালের অভাব,

ধর্মনিরপেক্ষ দেশে 

ছড়ালে বিভেদ ভাব। 

আজকেই কি ছিল দরকার

স্বপ্নপূরণ করার?

মহামারীতে মনগড়া মতো

শূন্য কলসী ভরার?

ইতিহাসে তো থাকবে লেখা

উঠেছিল গড়ে ধাম, 

যখন ছিল সর্বস্থানে

হাসপাতালের কাম।

কোথা রাম, কোথা ঈশ্বর 

কোথায় তোমার গুরু,

ধর্মে ধর্মে বিভেদবাণী

আজকে সবে শুরু।