বোধের বহ্নিশিখা


               ✍️মিঠু মল্লিক বৈদ‍্য

একুশের ভোর সমাগত রাষ্ট্রের বুকে
কতো আয়োজন,কতো উদ্ভাবন।
মুকুলিত তাজা গোলাপের সুভাষিত পরিমলে-
শুভ্র মল্লিকায় সজ্জিত মিনার।

কোকিলের মিষ্টি কলতানে;বাউলের গীতে
কৃষ্ণচূড়া ডালের মৃদু সমীরণে,
বাঙ্গালীর স্বপনে-মননে,একুশের ভাবনা,
রকমারী পুষ্পালঙ্কারে অলংকৃত বেদি।

সহসা নি:শব্দ যামিনীর অলৌকিক সুরে
ভেসে আসে কাতর স্বর।
জিজ্ঞাসে আমারে কেন রাখনি প্রতিশ্রুতি?
ভুলে গেলে আত্মত‍্যাগের কাহিনী?

আমরা তো চাইনি সারম্বরতা,তুচ্ছপ্রমোদ
চেয়েছিলাম তৃপ্তি,ভাষার স্বাধীনতা।
রক্তে কেনা গৌরব সঁপেছিলাম আমরা
কেন তবে এতো অবমাননা?

নারী ছেঁড়া ফুলের বুঝনি যাতনা,
একুশের গর্বে গৌরবান্বিত বাঙ্গালী ;
অথচ গৌরব নিয়েই খেলছে ছিনিমিনি
প্রজন্মরে শিখায় ইংরেজি বুলি।

শিখড়কে ভুলি ডালে ডালে চলো,
নাড়ীর বাঁধন ছিন্ন করি
অন‍্যরে রাখো আপন স্নেহডোরে বাাঁধি।
চেতনার বহ্নিশিখা উধাও আধুনিকার হাওয়ায়।

আমি নির্বাক,প্রতিভাষ নেই মুখে।
চিটা অবয়বে শহীদ আত্মারা
খোঁজে  নেয় উত্তর,ফেলে দীর্ঘশ্বাস
গর্জে উঠে বজ্র নিনাদে।

সহস্র ক্ষোভের ঢেউ উঠে বুকে
অতুষ্ট আত্মারা মুখলুকিয়ে কাঁদে।
শহীদদের আত্মনিনাদ,শত মায়ের কান্না
আজও স্পষ্ট ধ্বনিত কর্ণকুহরে।

একুশের ভোর, ভাসবে প্রভাতফেরীর জনজোয়ারে 
মিনারে বইবে পুষ্পাঞ্জলির স্রোত।
রক্তিম সাঁঝে অস্তমিত দিবাকরের সাথে
বোধের অর্চিও মিশবে বিশ্বায়নে। 

শপথের কথা পরে থাকে বকেয়া
শহীদদের স্বপ্নভাঙ্গে প্রতি একুশে।
একটি বছরের অপেক্ষায় আবারও দিনগুনে
রঙ্গিন ফুলেরা বিবর্ণ হয় মিনারেই।

বোধের বহ্নিশিখা


               ✍️মিঠু মল্লিক বৈদ‍্য

একুশের ভোর সমাগত রাষ্ট্রের বুকে
কতো আয়োজন,কতো উদ্ভাবন।
মুকুলিত তাজা গোলাপের সুভাষিত পরিমলে-
শুভ্র মল্লিকায় সজ্জিত মিনার।

কোকিলের মিষ্টি কলতানে;বাউলের গীতে
কৃষ্ণচূড়া ডালের মৃদু সমীরণে,
বাঙ্গালীর স্বপনে-মননে,একুশের ভাবনা,
রকমারী পুষ্পালঙ্কারে অলংকৃত বেদি।

সহসা নি:শব্দ যামিনীর অলৌকিক সুরে
ভেসে আসে কাতর স্বর।
জিজ্ঞাসে আমারে কেন রাখনি প্রতিশ্রুতি?
ভুলে গেলে আত্মত‍্যাগের কাহিনী?

আমরা তো চাইনি সারম্বরতা,তুচ্ছপ্রমোদ
চেয়েছিলাম তৃপ্তি,ভাষার স্বাধীনতা।
রক্তে কেনা গৌরব সঁপেছিলাম আমরা
কেন তবে এতো অবমাননা?

নারী ছেঁড়া ফুলের বুঝনি যাতনা,
একুশের গর্বে গৌরবান্বিত বাঙ্গালী ;
অথচ গৌরব নিয়েই খেলছে ছিনিমিনি
প্রজন্মরে শিখায় ইংরেজি বুলি।

শিখড়কে ভুলি ডালে ডালে চলো,
নাড়ীর বাঁধন ছিন্ন করি
অন‍্যরে রাখো আপন স্নেহডোরে বাাঁধি।
চেতনার বহ্নিশিখা উধাও আধুনিকার হাওয়ায়।

আমি নির্বাক,প্রতিভাষ নেই মুখে।
চিটা অবয়বে শহীদ আত্মারা
খোঁজে  নেয় উত্তর,ফেলে দীর্ঘশ্বাস
গর্জে উঠে বজ্র নিনাদে।

সহস্র ক্ষোভের ঢেউ উঠে বুকে
অতুষ্ট আত্মারা মুখলুকিয়ে কাঁদে।
শহীদদের আত্মনিনাদ,শত মায়ের কান্না
আজও স্পষ্ট ধ্বনিত কর্ণকুহরে।

একুশের ভোর, ভাসবে প্রভাতফেরীর জনজোয়ারে 
মিনারে বইবে পুষ্পাঞ্জলির স্রোত।
রক্তিম সাঁঝে অস্তমিত দিবাকরের সাথে
বোধের অর্চিও মিশবে বিশ্বায়নে। 

শপথের কথা পরে থাকে বকেয়া
শহীদদের স্বপ্নভাঙ্গে প্রতি একুশে।
একটি বছরের অপেক্ষায় আবারও দিনগুনে
রঙ্গিন ফুলেরা বিবর্ণ হয় মিনারেই।

ভাষা


                ✍️পান্হ দাস

ছোট্ট একটি শব্দ যেথা,
তবে ভাবতে প্রয়োজন 
গভীর মানসিকতা ৷
ভাষা হল আসলে রঙ তুলি
যা আঁকি তাই শিখি ৷

রয়েছে কতইনা
ভাষা মোর পৃথিবীতে,
রয়েছে কতইনা
ভাস্কর্য মোর পৃথিবীতে,
তবে, বাংলার মতো সৃষ্টি
দ্বিতীয় নেই আর মোর নীলেতে ৷

কতইনা বীর ভাষা সংগ্রামী 
হলেন শহীদ,
দিয়ে গেলেন ভাষার প্রতি 
অফুরন্ত প্রতিকৃত ৷

মোর ভাষা মোর অহংকার
যা দূর করে সকল অন্ধকার,
মোর ভাষা মোর গর্ব
রইলো ভাষার প্রতি সকলের শ্রদ্ধার্ঘ ‌৷

ভাষা


                ✍️পান্হ দাস

ছোট্ট একটি শব্দ যেথা,
তবে ভাবতে প্রয়োজন 
গভীর মানসিকতা ৷
ভাষা হল আসলে রঙ তুলি
যা আঁকি তাই শিখি ৷

রয়েছে কতইনা
ভাষা মোর পৃথিবীতে,
রয়েছে কতইনা
ভাস্কর্য মোর পৃথিবীতে,
তবে, বাংলার মতো সৃষ্টি
দ্বিতীয় নেই আর মোর নীলেতে ৷

কতইনা বীর ভাষা সংগ্রামী 
হলেন শহীদ,
দিয়ে গেলেন ভাষার প্রতি 
অফুরন্ত প্রতিকৃত ৷

মোর ভাষা মোর অহংকার
যা দূর করে সকল অন্ধকার,
মোর ভাষা মোর গর্ব
রইলো ভাষার প্রতি সকলের শ্রদ্ধার্ঘ ‌৷

Nwng phaimabai


           ✍️Rakhi Debbarma

Nwng phaimabai
kha thwijak khumulwngni khumbarbo
wari rik wngna chengkha.

Nwng phaimabai
tokpupu bolongni toksa toktwini
mwthakjak rwchapmung
haino hai chengjakha.

Nwng phaimabai
hapar sikla chana nangkha
ransajak twimani twi
khwrang wngna nangkha.

Nwng phaimabai
tangna korojak takhuk-bukhuk
hukni lamao lam rikha.

Nwng phaimabai
doljak thanti
bwrwima teisa takna yak rikha.

Nwng phaimabai
korojak bwthai
chariwi khwtwng surjakha.

Nwng phaimabai
mwktwi choraijak cherai
wari rik wngkha.

Nwng phaimabai
mwnak chumui kobontwi kobonkha
pohor phaikha rwtharwi.

Nwng ani khapang
khani kwcharni
nwng ani langmani ari.

Nwng phaimabai


           ✍️Rakhi Debbarma

Nwng phaimabai
kha thwijak khumulwngni khumbarbo
wari rik wngna chengkha.

Nwng phaimabai
tokpupu bolongni toksa toktwini
mwthakjak rwchapmung
haino hai chengjakha.

Nwng phaimabai
hapar sikla chana nangkha
ransajak twimani twi
khwrang wngna nangkha.

Nwng phaimabai
tangna korojak takhuk-bukhuk
hukni lamao lam rikha.

Nwng phaimabai
doljak thanti
bwrwima teisa takna yak rikha.

Nwng phaimabai
korojak bwthai
chariwi khwtwng surjakha.

Nwng phaimabai
mwktwi choraijak cherai
wari rik wngkha.

Nwng phaimabai
mwnak chumui kobontwi kobonkha
pohor phaikha rwtharwi.

Nwng ani khapang
khani kwcharni
nwng ani langmani ari.

বর্ণমালা


               ✍️ মোঃরুবেল

প্রতিটি নীরব রাতে,
বর্ণমালার সাথে  কথোপকথনে--
ভেসে আসে এক বুকভরা বেদনা।
একটি নিস্তব্ধ আকাশের করুণ বর্নণা।
বারুদের বিষাক্ত বায়ু।
কার্তুজ বনাম দীপ্ত কন্ঠের সংঘর্ষ।
তাজা প্রাণের নিথর দেহের একটি শহীদ মিনার ।
উষ্ণ রক্তমাখা রাজপথ।
রফিক,সালাম,জব্বার বরকত'র দীপ্ত কন্ঠে উদ্ভাসিত মাতৃভাষা 'বাংলা চাই।'
তবুও,
বর্ণমালার রাজমুকুটের ভেতরে  পাহাড় প্রমাণ বেদনা পুষেও যখন বর্ণমালা এখনো প্রেমের গান লিখে, কখনও বা প্রতিবাদে সুর মেলায় পাতায় পাতায়।

তখনই আন্দোলিত হৃদয়ের কাছে নতজানু হয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলি...

 এই ভাষা আমার মায়ের।
এই ভাষা রক্তে রাঙানো।
এই ভাষা আমার।

বর্ণমালা


               ✍️ মোঃরুবেল

প্রতিটি নীরব রাতে,
বর্ণমালার সাথে  কথোপকথনে--
ভেসে আসে এক বুকভরা বেদনা।
একটি নিস্তব্ধ আকাশের করুণ বর্নণা।
বারুদের বিষাক্ত বায়ু।
কার্তুজ বনাম দীপ্ত কন্ঠের সংঘর্ষ।
তাজা প্রাণের নিথর দেহের একটি শহীদ মিনার ।
উষ্ণ রক্তমাখা রাজপথ।
রফিক,সালাম,জব্বার বরকত'র দীপ্ত কন্ঠে উদ্ভাসিত মাতৃভাষা 'বাংলা চাই।'
তবুও,
বর্ণমালার রাজমুকুটের ভেতরে  পাহাড় প্রমাণ বেদনা পুষেও যখন বর্ণমালা এখনো প্রেমের গান লিখে, কখনও বা প্রতিবাদে সুর মেলায় পাতায় পাতায়।

তখনই আন্দোলিত হৃদয়ের কাছে নতজানু হয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলি...

 এই ভাষা আমার মায়ের।
এই ভাষা রক্তে রাঙানো।
এই ভাষা আমার।

ভালোবাসা


        ✍ মৌমিতা চক্রবর্তী

অনেকদিন পর আজ ভালোবাসাকে দেখলাম।
হ্যাঁ গো, ভালোবাসা।
তোমার জানলায় উঁকি মেরে
আমাদের পশ্চিমের বারান্দায়
ঢলানি সূর্যের আবির মাখবে বলে পা ছড়িয়ে বসেছিল। শাড়িটা কখন যে হাঁটুর ওপর উঠে গেছে,
খেয়াল করেনি ভালোবাসা।
দাদুর সাদা ধুতিতে কালা নেই কোনও --
মাইয়া মানুষের এহেন বেসামাল চালচলন
কিছুতেই সহ্য করবেন না শাস্ত্র-পুং।
সেখান থেকে বেরিয়ে ধর্মযুদ্ধে রাজনৈতিক পাশা খেলায় অংশগ্রহণে অনিচ্ছুক ভালোবাসা
চর, বাঁশ বাগান, লজ্জাবতীর অতি সম্ভ্রম পেরিয়ে
উঠলো গিয়ে ঈশ্বরী পাটনির নৌকায়।
হায় রে ভালোবাসা,
এখনও বুঝতে পারিসনি,
কী আছে তোর কাছে! 
রাখতে পারবি আমার সন্তানকে দুধে-ভাতে?
সেই থেকে ভালোবাসা ঘুরছে- ঘুরছে ,
ঘুরছে দিশেহারা হয়ে।
ঘোষবাড়ির ডুমুর গাছতলায়,
সেন গিন্নির আলনার পেছনে লুকিয়ে রাখা অন্তর্বাসে, সোনালির বিগত প্রেমিকের সুইসাইড নোটে,
শৈবালের যাবজ্জীবন কারাদণ্ডে। 

ভালোবাসা


        ✍ মৌমিতা চক্রবর্তী

অনেকদিন পর আজ ভালোবাসাকে দেখলাম।
হ্যাঁ গো, ভালোবাসা।
তোমার জানলায় উঁকি মেরে
আমাদের পশ্চিমের বারান্দায়
ঢলানি সূর্যের আবির মাখবে বলে পা ছড়িয়ে বসেছিল। শাড়িটা কখন যে হাঁটুর ওপর উঠে গেছে,
খেয়াল করেনি ভালোবাসা।
দাদুর সাদা ধুতিতে কালা নেই কোনও --
মাইয়া মানুষের এহেন বেসামাল চালচলন
কিছুতেই সহ্য করবেন না শাস্ত্র-পুং।
সেখান থেকে বেরিয়ে ধর্মযুদ্ধে রাজনৈতিক পাশা খেলায় অংশগ্রহণে অনিচ্ছুক ভালোবাসা
চর, বাঁশ বাগান, লজ্জাবতীর অতি সম্ভ্রম পেরিয়ে
উঠলো গিয়ে ঈশ্বরী পাটনির নৌকায়।
হায় রে ভালোবাসা,
এখনও বুঝতে পারিসনি,
কী আছে তোর কাছে! 
রাখতে পারবি আমার সন্তানকে দুধে-ভাতে?
সেই থেকে ভালোবাসা ঘুরছে- ঘুরছে ,
ঘুরছে দিশেহারা হয়ে।
ঘোষবাড়ির ডুমুর গাছতলায়,
সেন গিন্নির আলনার পেছনে লুকিয়ে রাখা অন্তর্বাসে, সোনালির বিগত প্রেমিকের সুইসাইড নোটে,
শৈবালের যাবজ্জীবন কারাদণ্ডে। 

বাংলা আমার অহংকার


              ✍️উজ্জ্বল ভট্টাচার্য্য
 
আমি গর্বিত আমি অহংকারী
বাঙালি ঐতিহ্য-সংস্কারে,
আমি সেই শিক্ষিতের জন্মগত শত্তুর 
যারা নিজ ঐতিহ্য-ভাষার গায়ে চুনকাম করে
স্বর্গসুখ পায় সাহেবীয়ানা ঝেড়ে।
শিক্ষিতরুপী মূর্খের দল,
বলি কিসের এত দম্ভ?   
ধারে নেওয়া জিনিসের করা যায় কি গর্ব?
ভাবছ দু-খান সাহেবী বুলি ঝেড়ে সমাজের তুমি মেরুদন্ড!
টিপছাপীদেরও অসীম জ্ঞান ভান্ডার
আসলে তোমরা ভন্ড।
যে মা তোমায় জন্ম দিলো
যার ভাষায় মুখ ফোটে,
পরিচয়ে তুলে ধরতে বড্ড লাগে মর্যাদায় তাই না!
তোমার রঙমশালের শিক্ষিতমহলে।
বাঃ আমার শিক্ষিত সমাজ সাবাশ!
মানসিকতা নর্দমার অভিরুপ
আর শরীরে ছিটাও নামি শুভাস।
ইতিহাস ঘেঁটে দেখ বাংলা-বাঙালীর স্থান কি
গ্রাম,শহর আকাশসমগ্র বাঙালি বিশ্ব জিতেছি।
সময়ের স্রোতে গা ভাসাবো'ই
তবে তাই বলে কি ভুলবো শিকড়ের টান!
শিক্ষিত সমাজের হুঁশ ফেরাতে
দিচ্ছি তাই কলমে শান।

বাংলা আমার অহংকার


              ✍️উজ্জ্বল ভট্টাচার্য্য
 
আমি গর্বিত আমি অহংকারী
বাঙালি ঐতিহ্য-সংস্কারে,
আমি সেই শিক্ষিতের জন্মগত শত্তুর 
যারা নিজ ঐতিহ্য-ভাষার গায়ে চুনকাম করে
স্বর্গসুখ পায় সাহেবীয়ানা ঝেড়ে।
শিক্ষিতরুপী মূর্খের দল,
বলি কিসের এত দম্ভ?   
ধারে নেওয়া জিনিসের করা যায় কি গর্ব?
ভাবছ দু-খান সাহেবী বুলি ঝেড়ে সমাজের তুমি মেরুদন্ড!
টিপছাপীদেরও অসীম জ্ঞান ভান্ডার
আসলে তোমরা ভন্ড।
যে মা তোমায় জন্ম দিলো
যার ভাষায় মুখ ফোটে,
পরিচয়ে তুলে ধরতে বড্ড লাগে মর্যাদায় তাই না!
তোমার রঙমশালের শিক্ষিতমহলে।
বাঃ আমার শিক্ষিত সমাজ সাবাশ!
মানসিকতা নর্দমার অভিরুপ
আর শরীরে ছিটাও নামি শুভাস।
ইতিহাস ঘেঁটে দেখ বাংলা-বাঙালীর স্থান কি
গ্রাম,শহর আকাশসমগ্র বাঙালি বিশ্ব জিতেছি।
সময়ের স্রোতে গা ভাসাবো'ই
তবে তাই বলে কি ভুলবো শিকড়ের টান!
শিক্ষিত সমাজের হুঁশ ফেরাতে
দিচ্ছি তাই কলমে শান।

বাংলা আমার মাতৃভাষা


               ✍️বিপ্লব গোস্বামী

 বাংলা আমার মাতৃভাষা
 বাংলা আমার চির আশা।
 বাংলা আমার সব ভরসা
 বাংলা আমার জীবন সরসা।

 বাংলায় আমার জন্ম তাই
 পৃথিবীর রূপ দেখিতে না চাই।
 বাংলায় দেখি প্রথম সবিতা
 তাই লিখি বাংলায় কবিতা।

 যে ভাষার রাখতে মান 
 ঊনিশ একুশ নিলো প্রাণ।
 এপারে ঊনিশে ওপারে একুশে
 তাইতো বাংলার মান  সর্ব দিশে।

বাংলা আমার মাতৃভাষা


               ✍️বিপ্লব গোস্বামী

 বাংলা আমার মাতৃভাষা
 বাংলা আমার চির আশা।
 বাংলা আমার সব ভরসা
 বাংলা আমার জীবন সরসা।

 বাংলায় আমার জন্ম তাই
 পৃথিবীর রূপ দেখিতে না চাই।
 বাংলায় দেখি প্রথম সবিতা
 তাই লিখি বাংলায় কবিতা।

 যে ভাষার রাখতে মান 
 ঊনিশ একুশ নিলো প্রাণ।
 এপারে ঊনিশে ওপারে একুশে
 তাইতো বাংলার মান  সর্ব দিশে।

বসন্তের দেবী সরস্বতী


                ✍️ জগন্নাথ বনিক 

তুমি মাগো বিদ‍্যারদেবী,
শিব - পার্বতীর নন্দিনী।
বসন্তের ঋতুতে তোমার পূজা হয় মাগো,
বিশ্বরুপে - বিশালাক্ষি তুমি যে বিদ‍্যারদেবী সরস্বতী।

তুমি যে বিদ‍্যারদেবী সরস্বতী,
ছাত্রছাত্রীদের কন্ঠে ধারণ করে থাকো মাগো সর্বক্ষণে- সর্বস্তরে।
ছাত্রছাত্রীরা মনের আনন্দে মগ্ন থাকে,
তোমার পূজা করিবারে মোদের বিদ্যামন্দিরে।

বসন্তের ঋতুতে শ্রী পঞ্চমী তিথিতে,
বেস্ত থাকি ভোরের বেলায় ।
ফুলে,ফলে, বিল্লপত্র,আর আমের মুকূল নিয়ে সাজিয়ে রাখে,
তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবার বেলায় ।

পুষ্পাঞ্জলি দিয়ে,প্রসাদ নিয়ে ছুটে চলি পূজা পরিক্রমায়।
ছাত্রছাত্রীরা সবাই আনন্দ করে মাগো,
তোমার আরাধনায় ।

বসন্তের দেবী সরস্বতী


                ✍️ জগন্নাথ বনিক 

তুমি মাগো বিদ‍্যারদেবী,
শিব - পার্বতীর নন্দিনী।
বসন্তের ঋতুতে তোমার পূজা হয় মাগো,
বিশ্বরুপে - বিশালাক্ষি তুমি যে বিদ‍্যারদেবী সরস্বতী।

তুমি যে বিদ‍্যারদেবী সরস্বতী,
ছাত্রছাত্রীদের কন্ঠে ধারণ করে থাকো মাগো সর্বক্ষণে- সর্বস্তরে।
ছাত্রছাত্রীরা মনের আনন্দে মগ্ন থাকে,
তোমার পূজা করিবারে মোদের বিদ্যামন্দিরে।

বসন্তের ঋতুতে শ্রী পঞ্চমী তিথিতে,
বেস্ত থাকি ভোরের বেলায় ।
ফুলে,ফলে, বিল্লপত্র,আর আমের মুকূল নিয়ে সাজিয়ে রাখে,
তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবার বেলায় ।

পুষ্পাঞ্জলি দিয়ে,প্রসাদ নিয়ে ছুটে চলি পূজা পরিক্রমায়।
ছাত্রছাত্রীরা সবাই আনন্দ করে মাগো,
তোমার আরাধনায় ।

ভাষা দিবস

     
                   ✍️রেখা দাস
 
লিখব কিছু মন মেতেছে আজি মোর                      মনের মাঝে ছিল প্রবল জোর।
 21শে ফেব্রুয়ারি দিনটি ফিরে এল
 অতীতের স্মৃতি স্মরণ করিয়ে দিল ।
ভাষা আন্দোলনের শহীদদের জানাই 
আমার শতকোটি প্রণাম।
 কত লানছনা কত যন্ত্রণার পরিপ্রেক্ষিতে
জয়ের মুখ দেখেছিল সোনার বাংলাদেশ।
এদেশ মোদের দেশ এদেশ আমাদেরই বাংলাদেশ। 

LOVING BREATH


           ✍️Soban Khan 

Making love with words
He just breathes into my soul
He just cleans my mind

Making love with words
He lifts my blind eyes
As if drowning kind mice

Making love with words
He reaches my chin
Leaking my sins

Making love with words
My thoughts leave
Like swords, lean

Making love with words
He cleans his smile
Leaving me at a mile

At a mile of unconscious breath.

LOVING BREATH


           ✍️Soban Khan 

Making love with words
He just breathes into my soul
He just cleans my mind

Making love with words
He lifts my blind eyes
As if drowning kind mice

Making love with words
He reaches my chin
Leaking my sins

Making love with words
My thoughts leave
Like swords, lean

Making love with words
He cleans his smile
Leaving me at a mile

At a mile of unconscious breath.

ভাষা দিবস

     
                   ✍️রেখা দাস
 
লিখব কিছু মন মেতেছে আজি মোর                      মনের মাঝে ছিল প্রবল জোর।
 21শে ফেব্রুয়ারি দিনটি ফিরে এল
 অতীতের স্মৃতি স্মরণ করিয়ে দিল ।
ভাষা আন্দোলনের শহীদদের জানাই 
আমার শতকোটি প্রণাম।
 কত লানছনা কত যন্ত্রণার পরিপ্রেক্ষিতে
জয়ের মুখ দেখেছিল সোনার বাংলাদেশ।
এদেশ মোদের দেশ এদেশ আমাদেরই বাংলাদেশ। 

PHAILIYA


            ✍️Kapiram Tripura

Sachlangni boyar tabuk jabeni haikhle
Aro sibwi toboliya ani lokhini koktun
Toboliya ani nakhraijwkni nakhrai
Siring siring sibwi laithango tabuk
Ano sak katiwi koinene khlai.
Haping sipingbar barwi naithokjak
Kukleng bathairok lilagwi naisingjak
Muito khugo o baksa himlainai lama duari
Huk gairing kupulwng chini hamjakma mari.
Haiphabo, khwnaliya tini lokhini khorang-
Ano nasingwi twlangyade hwnmani.
Phailiya aro langa horwi rinai-risha kanwi
Maichu mai motom tiluk twi kwchang tobwi
Bwkha khaiching-khaiching nukyai bini mwkhang
Siring-soro gairing sakago saichung
Twmani bonole eswk makhatang?
Horni tal ano naikhlai khontai rogo tini
Boro kwmajakha nini logesong hwni
Ang hangla kolok simi khobwi tongo
kokphiruknani kokthai kwmajagwi
Miyali thukulogwi kobongo muktwi sokoro
hortuk thuya karwi.


 আসেনা (বঙ্গানুবাদ)
বসন্তের বাতাস এখন আর আগের মত
বয়ে নিয়ে আসেনা আমার প্রিয়তমার চিঠি
নিয়ে আসেনা অভিমানীর অভিমান
বয়ে যায় আমার পাশ কাটিয়ে চুপিসারে।
শূন্যজুমের সিপিং ফুল আর ককলেঙ ফল
চেয়ে আছে আজ আমাদের প্রতীক্ষায়
স্মৃতিচারণ করে দেয় ওই জুমপথ
যে পথে হেঁটেছি দু'জন
ওই প্রেমের আবেগভরা টংঘর।
তবু আজ পায়না শুনতে প্রিয়তমার কন্ঠে সেই- 
আমায় সঙ্গে নিয়ে যাবেনা টুকু।
আজ আর কেউ আসেনা রিগনাই-রিশা পড়ে
মাথায় লাঙ্গা নিয়ে 
সুগন্দেভরা ভাত আর টিলুকভরা জল নিয়ে।
আজ শিহরণ জেগে ওঠে ক্ষনে ক্ষনে
প্রিয়তমার মুখখানি দেখতে না পেয়ে
একলা আমি বসে শূন্য টংঘরে
জানিনা কেন যে এত মনে পড়ে ?
রাতের আকাশে চাঁদ আমায় টিটকারি দিয়ে বলে-
প্রিয়কে তোমার কোথায় হারালে?
নিরুত্তর আমি শুধু দীর্ঘশ্বাস ফেলে
কম্বলের নিচে সারারাত জেগে
বালিশ ভেজাতে থাকি অশ্রুজলে।

PHAILIYA


            ✍️Kapiram Tripura

Sachlangni boyar tabuk jabeni haikhle
Aro sibwi toboliya ani lokhini koktun
Toboliya ani nakhraijwkni nakhrai
Siring siring sibwi laithango tabuk
Ano sak katiwi koinene khlai.
Haping sipingbar barwi naithokjak
Kukleng bathairok lilagwi naisingjak
Muito khugo o baksa himlainai lama duari
Huk gairing kupulwng chini hamjakma mari.
Haiphabo, khwnaliya tini lokhini khorang-
Ano nasingwi twlangyade hwnmani.
Phailiya aro langa horwi rinai-risha kanwi
Maichu mai motom tiluk twi kwchang tobwi
Bwkha khaiching-khaiching nukyai bini mwkhang
Siring-soro gairing sakago saichung
Twmani bonole eswk makhatang?
Horni tal ano naikhlai khontai rogo tini
Boro kwmajakha nini logesong hwni
Ang hangla kolok simi khobwi tongo
kokphiruknani kokthai kwmajagwi
Miyali thukulogwi kobongo muktwi sokoro
hortuk thuya karwi.


 আসেনা (বঙ্গানুবাদ)
বসন্তের বাতাস এখন আর আগের মত
বয়ে নিয়ে আসেনা আমার প্রিয়তমার চিঠি
নিয়ে আসেনা অভিমানীর অভিমান
বয়ে যায় আমার পাশ কাটিয়ে চুপিসারে।
শূন্যজুমের সিপিং ফুল আর ককলেঙ ফল
চেয়ে আছে আজ আমাদের প্রতীক্ষায়
স্মৃতিচারণ করে দেয় ওই জুমপথ
যে পথে হেঁটেছি দু'জন
ওই প্রেমের আবেগভরা টংঘর।
তবু আজ পায়না শুনতে প্রিয়তমার কন্ঠে সেই- 
আমায় সঙ্গে নিয়ে যাবেনা টুকু।
আজ আর কেউ আসেনা রিগনাই-রিশা পড়ে
মাথায় লাঙ্গা নিয়ে 
সুগন্দেভরা ভাত আর টিলুকভরা জল নিয়ে।
আজ শিহরণ জেগে ওঠে ক্ষনে ক্ষনে
প্রিয়তমার মুখখানি দেখতে না পেয়ে
একলা আমি বসে শূন্য টংঘরে
জানিনা কেন যে এত মনে পড়ে ?
রাতের আকাশে চাঁদ আমায় টিটকারি দিয়ে বলে-
প্রিয়কে তোমার কোথায় হারালে?
নিরুত্তর আমি শুধু দীর্ঘশ্বাস ফেলে
কম্বলের নিচে সারারাত জেগে
বালিশ ভেজাতে থাকি অশ্রুজলে।

প্রেমের আই-কার্ড


              ✍️অ্যান্কার সুমন

তর খেয়াল আমি কেরে রাকতাম না ক্?
তুই নিজের কতা ভুইল্লা যদি আমার স্বপ্ন সাজাইতে নিজেরে ব্যস্ত রাখস্ তাইলে তর লাইগ্গা কি আমার মায়া বাড়ত না ক্?

তুই নিজে কেমনে চলবি,
কোনডা তর লাইগ্গা বালা-খারাপ হিডাও যদি আমারেই কস্ দায়িত্ব নিতাম তাইলে কি তর লাইগ্গা আমার পরান কানতো না ক্?

তুই আমারে ডেইলি প্রেমের কত গল্প কস্ ,
কত্তো আদর কইরা ডাকস,
সুযোগ পাইলেই ছুইট্টা আইয়স দেহা করতি,
তর কতা ভাইব্বা কত রাত না ঘুমায়া এখনো কাডাই আমি।
চিন্তা করি তর আর আমার লাইগ্গা,
ইডা কি আমার প্রেমের আই-কার্ড না ক্?
আমি তরে কত বালা পাই, তর উন্নতি কামনা কইরা কত ঠাহুররে ডাহি কেমনে বুজাইতাম তরে?

অনেকদিন হইসে তরে বিডিও কল করি না,
ফোনডা অ ত বালানা বেশি।
তুই কইসত কাম কইরা সামনের মাসো মোবাইল কিন্না দিবি একটা,
লকডাউন পইরা সব শেষ ।
আমার কাসে একটা তর ফডু আচে, ইডারে ডেইলি কতবার আদর করি!
তরে আমি অনেক বেশি বালা পাইরে।
লকডাউন শেষ হইলে আমার মোবাইল লাগব আর তরে অ লাগব।
তরে আমি দেকতাম মন ভইরা।
আসকা তরে একটা চিডি লেখসি,
লগে আমার একটা ফডু অ ঢুহায়া দিসি খাম অ কইরা ।
চিডি পাইয়া তুই অ তর একটা ফডু দিস আমারে খাম অ কইরা ।
তর আগের ফডুর লগে অক্কনের ফডু মিলায়া দেহুম আর তরে দুই বার দুই বার কইরা আদর করুম ।

প্রেমের আই-কার্ড


              ✍️অ্যান্কার সুমন

তর খেয়াল আমি কেরে রাকতাম না ক্?
তুই নিজের কতা ভুইল্লা যদি আমার স্বপ্ন সাজাইতে নিজেরে ব্যস্ত রাখস্ তাইলে তর লাইগ্গা কি আমার মায়া বাড়ত না ক্?

তুই নিজে কেমনে চলবি,
কোনডা তর লাইগ্গা বালা-খারাপ হিডাও যদি আমারেই কস্ দায়িত্ব নিতাম তাইলে কি তর লাইগ্গা আমার পরান কানতো না ক্?

তুই আমারে ডেইলি প্রেমের কত গল্প কস্ ,
কত্তো আদর কইরা ডাকস,
সুযোগ পাইলেই ছুইট্টা আইয়স দেহা করতি,
তর কতা ভাইব্বা কত রাত না ঘুমায়া এখনো কাডাই আমি।
চিন্তা করি তর আর আমার লাইগ্গা,
ইডা কি আমার প্রেমের আই-কার্ড না ক্?
আমি তরে কত বালা পাই, তর উন্নতি কামনা কইরা কত ঠাহুররে ডাহি কেমনে বুজাইতাম তরে?

অনেকদিন হইসে তরে বিডিও কল করি না,
ফোনডা অ ত বালানা বেশি।
তুই কইসত কাম কইরা সামনের মাসো মোবাইল কিন্না দিবি একটা,
লকডাউন পইরা সব শেষ ।
আমার কাসে একটা তর ফডু আচে, ইডারে ডেইলি কতবার আদর করি!
তরে আমি অনেক বেশি বালা পাইরে।
লকডাউন শেষ হইলে আমার মোবাইল লাগব আর তরে অ লাগব।
তরে আমি দেকতাম মন ভইরা।
আসকা তরে একটা চিডি লেখসি,
লগে আমার একটা ফডু অ ঢুহায়া দিসি খাম অ কইরা ।
চিডি পাইয়া তুই অ তর একটা ফডু দিস আমারে খাম অ কইরা ।
তর আগের ফডুর লগে অক্কনের ফডু মিলায়া দেহুম আর তরে দুই বার দুই বার কইরা আদর করুম ।

পথিক


             ✍️মিঠুন দেবনাথ 

আজ আমি ব্যস্ত শহরে ,
            এক ব্যস্ত পথিক l

এই সুন্দর বিশাল ত্রিভুবনের ,
             এক ক্ষুদ্র অচেনা পথিক l

ব্যস্ততার মধ্য দিয়ে ও কাটিয়ে দিতে হয় ,
             এই ক্ষুদ্র অসহায় জীবন l

অসংখ্য চিন্তা ও অসংখ্য পথ ,
             তবুও হারিয়ে যায়নি নির্দিষ্ট লক্ষ্যে l

আজ ব্যথিত রাস্তায়, সহিত যন্ত্রণায় ,
             এগিয়ে দিচ্ছে পথিককে l

তাই আজ পূর্ণতা পেল,
             পথিকের রাস্তায় l

সে দুর্ভোগের দিনে করেছিল সহায়তা ,
    নতুন পেয়ে হারিয়ে গেল সাফল্যের চিন্তায় l
    
সে সহায়তার ডাক এখনও দিয়ে যায়,
      হারিয়ে গেল সহায়ী কে ? তাদের চিন্তায় l

ভুলেই গেলাম সে ব্যতীত রাস্তাকে,
             যে দেখিয়েছিল সুন্দর পথ l

আজ তাদেরও দোয়ায় বেঁচে আছি,
            এই ত্রিভুবনে জীবনের স্রোতে l

পথিক


             ✍️মিঠুন দেবনাথ 

আজ আমি ব্যস্ত শহরে ,
            এক ব্যস্ত পথিক l

এই সুন্দর বিশাল ত্রিভুবনের ,
             এক ক্ষুদ্র অচেনা পথিক l

ব্যস্ততার মধ্য দিয়ে ও কাটিয়ে দিতে হয় ,
             এই ক্ষুদ্র অসহায় জীবন l

অসংখ্য চিন্তা ও অসংখ্য পথ ,
             তবুও হারিয়ে যায়নি নির্দিষ্ট লক্ষ্যে l

আজ ব্যথিত রাস্তায়, সহিত যন্ত্রণায় ,
             এগিয়ে দিচ্ছে পথিককে l

তাই আজ পূর্ণতা পেল,
             পথিকের রাস্তায় l

সে দুর্ভোগের দিনে করেছিল সহায়তা ,
    নতুন পেয়ে হারিয়ে গেল সাফল্যের চিন্তায় l
    
সে সহায়তার ডাক এখনও দিয়ে যায়,
      হারিয়ে গেল সহায়ী কে ? তাদের চিন্তায় l

ভুলেই গেলাম সে ব্যতীত রাস্তাকে,
             যে দেখিয়েছিল সুন্দর পথ l

আজ তাদেরও দোয়ায় বেঁচে আছি,
            এই ত্রিভুবনে জীবনের স্রোতে l

গোলাপ


              ✍️দীপ্র দাস চৌধুরী

তোমার জন্যে বসন্ত দিন, নিত্যনতুন ধাপ,
আমার কফিনে তোমার জন্যে রেখেছি এক গোলাপ।

তোমার জন্যে ভ্যালেনটাইন, চৌদ্দ ফেব্রুয়ারী...
আজকে গোলাপ তোমার জন্যে বড্ড অহংকারী।

তোমার জন্যে নিষ্পাপ মন গোলাপী বসন প'রে- 
পাগলের মতো আজকে কেবল পাঁপড়ি বৃষ্টি করে।

তোমার জন্যে ফুলের বাগান আকাশে মেলেছে ডানা
সেখান থেকেই তুমি খুঁজে নিও,কেউ তো করেনি মানা!

সে' সব ফুলের ঠিকানা কেবল তোমার খোঁপার মাঝে,
তাইতো গোলাপ সুযোগ বুঝেই নিজের মতোন সাজে।

এই গোলাপের পাতায় দহন, শরীরে তোমার ছাপ
তাই তো কফিনে শিউলি না রেখে, রেখেছি এই গোলাপ।

আজকে প্রেমটা বিদ্রোহ হোক, বাড়াক রক্ত চাপ...

বিরহের কাঁটা তুলে দিক আজ কাঁটাঘেরা এ' গোলাপ!

গোলাপ


              ✍️দীপ্র দাস চৌধুরী

তোমার জন্যে বসন্ত দিন, নিত্যনতুন ধাপ,
আমার কফিনে তোমার জন্যে রেখেছি এক গোলাপ।

তোমার জন্যে ভ্যালেনটাইন, চৌদ্দ ফেব্রুয়ারী...
আজকে গোলাপ তোমার জন্যে বড্ড অহংকারী।

তোমার জন্যে নিষ্পাপ মন গোলাপী বসন প'রে- 
পাগলের মতো আজকে কেবল পাঁপড়ি বৃষ্টি করে।

তোমার জন্যে ফুলের বাগান আকাশে মেলেছে ডানা
সেখান থেকেই তুমি খুঁজে নিও,কেউ তো করেনি মানা!

সে' সব ফুলের ঠিকানা কেবল তোমার খোঁপার মাঝে,
তাইতো গোলাপ সুযোগ বুঝেই নিজের মতোন সাজে।

এই গোলাপের পাতায় দহন, শরীরে তোমার ছাপ
তাই তো কফিনে শিউলি না রেখে, রেখেছি এই গোলাপ।

আজকে প্রেমটা বিদ্রোহ হোক, বাড়াক রক্ত চাপ...

বিরহের কাঁটা তুলে দিক আজ কাঁটাঘেরা এ' গোলাপ!

মাতৃভাষা


           ✍️পৌষালী ভৌমিক

বাংলা মোর প্রাণের ভাষা, মাতৃভাষা,
বাংলা ভালোবাসি,বাংলার নিঃশ্বাসেই মোর বাঁচা।
মাতৃভাষা মায়ের মুখে শোনা, বাংলা আবেগের,
বাংলার স্থান মোর হৃদয়ে চিরজীবনের।
সভ্যতার কালে বাংলার চেনা মুখ আজ অচেনা,
আধুনিকতার চাপে বাংলা ঘোরাটোপে ঢাকা।
লোকে বলে, মাতৃভাষা পুরোনো, প্রাণ নেই
আমি বলি,মাতৃভাষার চেয়ে আপন আর কিছু নেই।
বাংলা আমার মাতৃতুল্য, সবার আগে,
মন আমার তাই বাংলাটাকেই আগে টানে।
বাংলায় আমি ভাব প্রকাশের স্বাচ্ছন্দ পাই,
শত আধুনিকতাতেও তাই আমি বাংলাকেই চাই।
বাংলা অমর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের হাত ধরে,
কবিতা,গান কিংবা সাহিত্য বাংলার আবেশেই নড়ে।
স্বাধীনতার রক্তে আজও লেখা বঙ্গ শহীদদের নাম,
মাতৃভূমি ভারতমাতার আঁচলে রয়েছে তাঁদের টান।
আবেগে অনুভূতিতে মিশে বাংলার প্রকাশ বারবার,
বয়ে যাবো আজীবন বাংলাকে এগিয়ে রাখার ভার।

মাতৃভাষা


           ✍️পৌষালী ভৌমিক

বাংলা মোর প্রাণের ভাষা, মাতৃভাষা,
বাংলা ভালোবাসি,বাংলার নিঃশ্বাসেই মোর বাঁচা।
মাতৃভাষা মায়ের মুখে শোনা, বাংলা আবেগের,
বাংলার স্থান মোর হৃদয়ে চিরজীবনের।
সভ্যতার কালে বাংলার চেনা মুখ আজ অচেনা,
আধুনিকতার চাপে বাংলা ঘোরাটোপে ঢাকা।
লোকে বলে, মাতৃভাষা পুরোনো, প্রাণ নেই
আমি বলি,মাতৃভাষার চেয়ে আপন আর কিছু নেই।
বাংলা আমার মাতৃতুল্য, সবার আগে,
মন আমার তাই বাংলাটাকেই আগে টানে।
বাংলায় আমি ভাব প্রকাশের স্বাচ্ছন্দ পাই,
শত আধুনিকতাতেও তাই আমি বাংলাকেই চাই।
বাংলা অমর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের হাত ধরে,
কবিতা,গান কিংবা সাহিত্য বাংলার আবেশেই নড়ে।
স্বাধীনতার রক্তে আজও লেখা বঙ্গ শহীদদের নাম,
মাতৃভূমি ভারতমাতার আঁচলে রয়েছে তাঁদের টান।
আবেগে অনুভূতিতে মিশে বাংলার প্রকাশ বারবার,
বয়ে যাবো আজীবন বাংলাকে এগিয়ে রাখার ভার।

বুলি


            ✍️তানভীন আহমেদ 

ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।
তাকি মুই নিঃশব্দে মাইনা নিমু ভাই!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।

এই ভাষায় মুই হইছি বড়
গাইছি কত্ত গান,
হুনছি মুই কত্ত ছড়া
দেখছি প্রেমের বান।
এই ভাষা ছাইড়া কও আর কনে যাই!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

এই ভাষায় মুই কইছি কথা
করছি কত্ত দোয়া,
হুনছি কত্ত গল্প মুই
পাইছি প্রেমের ছোঁয়া। 
এই ভাষা শিখাইছে গো মোর প্রানের মা'য়!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

উর্দু মুই বুঝি না
হুনি নাই কোনোদিন, 
পরের বুলি কইমু ক্যা?
উর্দু যে অচিন।
বাংলা মোর আপন ভাষা উর্দু যে তা নয়।
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

হইলে দরকার দিমু রক্ত 
মানুম না মুই হার,
জীবন দিয়া রাখমু ধইরা মর্যাদা বাংলার।
বাংলার লোক বীরের জাতি হার মানে নায়!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।

বুলি


            ✍️তানভীন আহমেদ 

ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।
তাকি মুই নিঃশব্দে মাইনা নিমু ভাই!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।

এই ভাষায় মুই হইছি বড়
গাইছি কত্ত গান,
হুনছি মুই কত্ত ছড়া
দেখছি প্রেমের বান।
এই ভাষা ছাইড়া কও আর কনে যাই!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

এই ভাষায় মুই কইছি কথা
করছি কত্ত দোয়া,
হুনছি কত্ত গল্প মুই
পাইছি প্রেমের ছোঁয়া। 
এই ভাষা শিখাইছে গো মোর প্রানের মা'য়!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

উর্দু মুই বুঝি না
হুনি নাই কোনোদিন, 
পরের বুলি কইমু ক্যা?
উর্দু যে অচিন।
বাংলা মোর আপন ভাষা উর্দু যে তা নয়।
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

হইলে দরকার দিমু রক্ত 
মানুম না মুই হার,
জীবন দিয়া রাখমু ধইরা মর্যাদা বাংলার।
বাংলার লোক বীরের জাতি হার মানে নায়!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।

একুশ


                  ✍️পিংকী দাস 
 
একুশ মানেই রক্ত ক্ষরিত পাতা
বলিদানের গাঁথা।
একুশ মানেই বাংলার মুখ
বাঙালির শৌর্য।
একুশ মানেই নতুন ভোরের ডাক
বাংলার দূরন্ত এক প্রাণ।
একুশ মানেই পল্লীর শিশির ভেজা ঘাস
বকুল ঝরা মাঠ।
একুশ মানেই মায়ের সুভাষ
মায়ের হাতের স্পর্শ।
একুশ মানেই নবীনের প্রথম বুলি
মায়ের আঁচলের গন্ধ
একুশ মানেই তোমার আমার
 বাঙালির স্পন্দন।
                

একুশ


                  ✍️পিংকী দাস 
 
একুশ মানেই রক্ত ক্ষরিত পাতা
বলিদানের গাঁথা।
একুশ মানেই বাংলার মুখ
বাঙালির শৌর্য।
একুশ মানেই নতুন ভোরের ডাক
বাংলার দূরন্ত এক প্রাণ।
একুশ মানেই পল্লীর শিশির ভেজা ঘাস
বকুল ঝরা মাঠ।
একুশ মানেই মায়ের সুভাষ
মায়ের হাতের স্পর্শ।
একুশ মানেই নবীনের প্রথম বুলি
মায়ের আঁচলের গন্ধ
একুশ মানেই তোমার আমার
 বাঙালির স্পন্দন।
                

আমার ভাষা


    ✍️সুরমা আকতার 

মাতৃভাষা সেই ভাষাকেই জানি
যে ভাষাতে মুখের বুলি আনি।
আমার ভাষা মাতৃভাষা 
আঞ্চলিক বলেও তাকে জানি।
জোড় করে কেউ চাঁপিয়ে দেওয়া 
আমার ভাষা তো নয়,
আমার ভাষা তো মায়ের ভাষা হয়।
যে ভাষাতে শান্তি মিটে
যে ভাষা হৃদয় থেকে ফুটে 
সেই ভাষা আমার ভাষা হয়ে উঠে ।
আমার ভাষা কেড়ে নিতে দেবোনা কাউকে 
প্রয়োজনে হয়ে যাবো ছাই, 
তবুও ছাড়বোনা নিজ অধিকার ভাই।
এ ভাষার জন্য আমার ভাইয়েরা করেছেন লড়াই
কোটি বাঙালি একসাথে নেমেছিলেন রাজপথে।
সেই লড়াইয়ে দিয়েছেন কত প্রাণ
আজ তাঁদের অবদান শীর্ষ স্থান।
রাষ্ট্র ভাষা বাংলা চাই 
এ লড়াই সবার প্রাণে ভাই।
সেই মিছিলে দিয়েছেন প্রাণ
রফিক, সালাম, বরকত ভাইজান।
বিশ্বের দরবারে তাঁরা রেখে গেছেন নিজেদের অবদান ,
আজ তাই গর্ব করে বলি আমার ভাষার  হয়েছে হীরের দাম।

আমার ভাষা


    ✍️সুরমা আকতার 

মাতৃভাষা সেই ভাষাকেই জানি
যে ভাষাতে মুখের বুলি আনি।
আমার ভাষা মাতৃভাষা 
আঞ্চলিক বলেও তাকে জানি।
জোড় করে কেউ চাঁপিয়ে দেওয়া 
আমার ভাষা তো নয়,
আমার ভাষা তো মায়ের ভাষা হয়।
যে ভাষাতে শান্তি মিটে
যে ভাষা হৃদয় থেকে ফুটে 
সেই ভাষা আমার ভাষা হয়ে উঠে ।
আমার ভাষা কেড়ে নিতে দেবোনা কাউকে 
প্রয়োজনে হয়ে যাবো ছাই, 
তবুও ছাড়বোনা নিজ অধিকার ভাই।
এ ভাষার জন্য আমার ভাইয়েরা করেছেন লড়াই
কোটি বাঙালি একসাথে নেমেছিলেন রাজপথে।
সেই লড়াইয়ে দিয়েছেন কত প্রাণ
আজ তাঁদের অবদান শীর্ষ স্থান।
রাষ্ট্র ভাষা বাংলা চাই 
এ লড়াই সবার প্রাণে ভাই।
সেই মিছিলে দিয়েছেন প্রাণ
রফিক, সালাম, বরকত ভাইজান।
বিশ্বের দরবারে তাঁরা রেখে গেছেন নিজেদের অবদান ,
আজ তাই গর্ব করে বলি আমার ভাষার  হয়েছে হীরের দাম।

বাংলা আমার মাতৃভাষা


                ✍️মন্দিরা ভারতী

প্রয়োজনে বলতে হয়
নানান ভাষায় কথা,
অপ্রয়োজনে করি না ব্যবহার
অন্য ভাষার অযথা।
আমি ভালোবাসি 
আমার মাতৃভাষাকে,
আমি গর্ব বোধ করি 
আমি বাঙালি বলে।
বাংলায় আমার বিশ্বকবি
রবিঠাকুরের জন্ম,
ভিনদেশীরা বুঝবে কী
এই বাংলার মর্ম!
বাংলা ভাষায় লুকিয়ে আছে
সোঁদা মাটির গন্ধ,
অন্য কোনো ভাষার আমি
করি না বিচার ভালোমন্দ।
মাতৃভাষা থাকবে মনে
যেথায় আমি রব,
বাংলা মায়ের সন্তান আমি
এটাই আমার গর্ব।

বাংলা আমার মাতৃভাষা


                ✍️মন্দিরা ভারতী

প্রয়োজনে বলতে হয়
নানান ভাষায় কথা,
অপ্রয়োজনে করি না ব্যবহার
অন্য ভাষার অযথা।
আমি ভালোবাসি 
আমার মাতৃভাষাকে,
আমি গর্ব বোধ করি 
আমি বাঙালি বলে।
বাংলায় আমার বিশ্বকবি
রবিঠাকুরের জন্ম,
ভিনদেশীরা বুঝবে কী
এই বাংলার মর্ম!
বাংলা ভাষায় লুকিয়ে আছে
সোঁদা মাটির গন্ধ,
অন্য কোনো ভাষার আমি
করি না বিচার ভালোমন্দ।
মাতৃভাষা থাকবে মনে
যেথায় আমি রব,
বাংলা মায়ের সন্তান আমি
এটাই আমার গর্ব।

প্রাণের বাংলা


               ✍️সুমিতা স্মৃতি

বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ
বাংলায় আমি কথা বলি, বাংলায় গাই গান। 

বাংলা মাটি আমার কাছে স্বর্গ তুল্য পবিত্র
বাংলা ভাষায় মহান হয়েছিল রবীন্দ্রনাথ ও জীবনানন্দ। 

বাংলা আমার মুখের ভাষা, বাংলাই আমার পরিচয় 
চিরকাল গাইব  আমি জয় বাঙালীর জয়। 

বাংলা ভাষা রক্ষার্থে যারা জীবন দিয়েছে বলিদান
ভুলতে পারব না অমর বাঙালীদের অমর বলিদান। 

বাংলা ভাষাই বিশ্বের সবচেয়ে সুমিষ্ট ভাষা
বাংলাকে কেন্দ্র করেই আমার সব আশা।

প্রাণের বাংলা


               ✍️সুমিতা স্মৃতি

বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ
বাংলায় আমি কথা বলি, বাংলায় গাই গান। 

বাংলা মাটি আমার কাছে স্বর্গ তুল্য পবিত্র
বাংলা ভাষায় মহান হয়েছিল রবীন্দ্রনাথ ও জীবনানন্দ। 

বাংলা আমার মুখের ভাষা, বাংলাই আমার পরিচয় 
চিরকাল গাইব  আমি জয় বাঙালীর জয়। 

বাংলা ভাষা রক্ষার্থে যারা জীবন দিয়েছে বলিদান
ভুলতে পারব না অমর বাঙালীদের অমর বলিদান। 

বাংলা ভাষাই বিশ্বের সবচেয়ে সুমিষ্ট ভাষা
বাংলাকে কেন্দ্র করেই আমার সব আশা।

বাংলা আমার


             ✍️সঞ্চয়িতা শর্মা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার কথাবলা।
বাংলা আমার হৃদয় আর্তি
বাংলা আমার প্রেমলীলা।
বাংলা আমার কবিতা লেখা
বাংলা আমার প্রাণের গান।
বাংলা আমার নিজেকে জানা
বাংলা আমার অভিমান।
বাংলা আমার চলন বলন 
বাংলা আমার একপেছে শাড়ি।
বাংলা আমার পিঠে পুলি
বাংলা আমার মিষ্টির হাঁড়ি।
বাংলা আমার মায়ের সিঁথির
সিঁদুরে রঙ আর আলতা পা।
বাংলা আমার আম্মীর সেই
ঢেকে রাখা মুখ আর দোয়া।
বাংলা আমার বাবার সেই
পড়নে ধুতি ,গামছা কাঁধে।
বাংলা আমার আব্বুর সেই
কিস্তি টুপি কিশমিশ হাতে।
বাংলা আমার মায়ের হাতের
সর্ষে ইলিশ,মটর ডাল।
বাংলা আমার আম্মীর সেই
চড়চড়ি আর পাবদা ঝাল।
বাংলা আমার অলস চিত্ত
ব্যাকুল হওয়া, স্বপন দেখা।
বাংলা আমার মুখের হাসি
 মসীর কালিতে ভাবনা লেখা।
বাংলা আমার ,বাংলা তোমার
বাংলা মোদের সবার আশা।
বাংলা ভালো ,বাংলা আলো
সব বাঙালির মনের ভাষা।
বাংলা শুধু ভাষাই নয়
বাংলা আমার অলংকার।
বাংলা শুধু আমারই নয়
সব বাঙালির অহংকার।
          

বাংলা আমার


             ✍️সঞ্চয়িতা শর্মা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার কথাবলা।
বাংলা আমার হৃদয় আর্তি
বাংলা আমার প্রেমলীলা।
বাংলা আমার কবিতা লেখা
বাংলা আমার প্রাণের গান।
বাংলা আমার নিজেকে জানা
বাংলা আমার অভিমান।
বাংলা আমার চলন বলন 
বাংলা আমার একপেছে শাড়ি।
বাংলা আমার পিঠে পুলি
বাংলা আমার মিষ্টির হাঁড়ি।
বাংলা আমার মায়ের সিঁথির
সিঁদুরে রঙ আর আলতা পা।
বাংলা আমার আম্মীর সেই
ঢেকে রাখা মুখ আর দোয়া।
বাংলা আমার বাবার সেই
পড়নে ধুতি ,গামছা কাঁধে।
বাংলা আমার আব্বুর সেই
কিস্তি টুপি কিশমিশ হাতে।
বাংলা আমার মায়ের হাতের
সর্ষে ইলিশ,মটর ডাল।
বাংলা আমার আম্মীর সেই
চড়চড়ি আর পাবদা ঝাল।
বাংলা আমার অলস চিত্ত
ব্যাকুল হওয়া, স্বপন দেখা।
বাংলা আমার মুখের হাসি
 মসীর কালিতে ভাবনা লেখা।
বাংলা আমার ,বাংলা তোমার
বাংলা মোদের সবার আশা।
বাংলা ভালো ,বাংলা আলো
সব বাঙালির মনের ভাষা।
বাংলা শুধু ভাষাই নয়
বাংলা আমার অলংকার।
বাংলা শুধু আমারই নয়
সব বাঙালির অহংকার।
          

আমি বাঙ্গালী


              ✍️সুস্মিতা দেবনাথ

আমার গর্ব আমি বাঙ্গালী 
আমি বাংলা ভালোবাসি।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা'ই কথা বলি।

আমি বাঙ্গালী
বিদ‍্যাসাগরের অ, আ,ক,খ, আমি 
প্রানে ধরে রাখি।

আমি বাঙ্গালী
তাই বলে অন্য কোনো জাত'ই আমি ঘৃনা নাহী করি।

আমি বাঙ্গালী
বাংলায় গান গায়বো আমি।
 লিখব হাজারও কবিতা
গর্ব করে বলব আমি বাংলা আমার ভাষা।

আমি বাঙ্গালী


              ✍️সুস্মিতা দেবনাথ

আমার গর্ব আমি বাঙ্গালী 
আমি বাংলা ভালোবাসি।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা'ই কথা বলি।

আমি বাঙ্গালী
বিদ‍্যাসাগরের অ, আ,ক,খ, আমি 
প্রানে ধরে রাখি।

আমি বাঙ্গালী
তাই বলে অন্য কোনো জাত'ই আমি ঘৃনা নাহী করি।

আমি বাঙ্গালী
বাংলায় গান গায়বো আমি।
 লিখব হাজারও কবিতা
গর্ব করে বলব আমি বাংলা আমার ভাষা।

মাতৃভূমি

              
                  ✍️সুপর্না কর

মাতৃভূমি মাগো আমার,
      জন্মভূমি তুমি।
রাঙা দুটি পায়ে তোমার,
  প্রণাম জানাই আমি।।

  মাতৃভূমির মাতৃভাষা
   সে যে বড়ই খাঁটি।
 মাতৃভূমির গরীব চাষা
 ফসলে রাঙায় মাটি।।

মাতৃভূমির সবুজ ছাওয়ায়,
   ফুটলো ব‍্যাঙের ছাতা।
মাতৃভূমির কোমল হাওয়ায়
   স্নেহের আঁচল পাতা।।

   মাতৃভূমির রঙিন হাসি
   ফুলের শোভায় সাজে।
কোমল সুরে বাজলো বাঁশি
     হৃদয় বীনার মাঝে।।

এই ভূমিতেই জন্ম আমার,
     এই ভূমিতেই মরণ।
  বক্ষে ধরে চরণ তোমার
     ধন‍্য হলো জীবন।।

                        
                 

মাতৃভূমি

              
                  ✍️সুপর্না কর

মাতৃভূমি মাগো আমার,
      জন্মভূমি তুমি।
রাঙা দুটি পায়ে তোমার,
  প্রণাম জানাই আমি।।

  মাতৃভূমির মাতৃভাষা
   সে যে বড়ই খাঁটি।
 মাতৃভূমির গরীব চাষা
 ফসলে রাঙায় মাটি।।

মাতৃভূমির সবুজ ছাওয়ায়,
   ফুটলো ব‍্যাঙের ছাতা।
মাতৃভূমির কোমল হাওয়ায়
   স্নেহের আঁচল পাতা।।

   মাতৃভূমির রঙিন হাসি
   ফুলের শোভায় সাজে।
কোমল সুরে বাজলো বাঁশি
     হৃদয় বীনার মাঝে।।

এই ভূমিতেই জন্ম আমার,
     এই ভূমিতেই মরণ।
  বক্ষে ধরে চরণ তোমার
     ধন‍্য হলো জীবন।।

                        
                 

একুশের বুকে চাবুক মার


                 ✍️সৌরভ শীল 

একুশ তবে লিখেছিলে মাতৃভাষা
লিখেছিলে মাতৃদুগ্ধ মধুময়
বর্ণময় আলোক আশা।
একুশের বুকে চাবুক মার
অশোকের আগুন বনে
কবিতার ছন্দে মিলাতে গিয়ে ভুল করোনা
তবে বলেই ফেলো আমি একুশে!
চাবুক মারো ওই রক্তঝরা বুকে।
ঝরে পড়ুক সব আগুন ঝরানো;
চুষে নাও বিন্দু বিন্দু রক্ত--
চিরে ফেলো সেই শহীদ মিনার
ভেঙে গুড়িয়ে দাও সভ্যতা!
ইতিহাস মুছে ফেলো
পুরে ছাই কাগজে-কলমে,
উড়িয়ে দাও ওই দক্ষিণা হাওয়ায়,
একুশের বুকে চাবুক মারো!

একুশের বুকে চাবুক মার


                 ✍️সৌরভ শীল 

একুশ তবে লিখেছিলে মাতৃভাষা
লিখেছিলে মাতৃদুগ্ধ মধুময়
বর্ণময় আলোক আশা।
একুশের বুকে চাবুক মার
অশোকের আগুন বনে
কবিতার ছন্দে মিলাতে গিয়ে ভুল করোনা
তবে বলেই ফেলো আমি একুশে!
চাবুক মারো ওই রক্তঝরা বুকে।
ঝরে পড়ুক সব আগুন ঝরানো;
চুষে নাও বিন্দু বিন্দু রক্ত--
চিরে ফেলো সেই শহীদ মিনার
ভেঙে গুড়িয়ে দাও সভ্যতা!
ইতিহাস মুছে ফেলো
পুরে ছাই কাগজে-কলমে,
উড়িয়ে দাও ওই দক্ষিণা হাওয়ায়,
একুশের বুকে চাবুক মারো!

বাংলা আমার মাতৃভাষা


            ✍🏻পায়েল মজুমদার 

বাংলা আমার মাতৃভাষা, 
এ ভাষাতেই আমি খুঁজে পাই
আমার সুখ-আনন্দ, 
এ ভাষার ভেতর লুকিয়ে আছে অনেক অনুভূতি ।
এ ভাষার প্রতিটি শব্দে খুঁজে পাই আমার মায়ের চেনা গন্ধ ।
বাউলের সুরে মন  হয়ে উঠে উত্তাল, 
কত লড়াই হলো, কত শহীদ  হলো, অর্জিত হলো  মাতৃভাষা বাংলা ।
আমি আপ্লুত আমি বাঙালি, 
এ ভাষা আমার গর্ব ।

বাংলা আমার মাতৃভাষা


            ✍🏻পায়েল মজুমদার 

বাংলা আমার মাতৃভাষা, 
এ ভাষাতেই আমি খুঁজে পাই
আমার সুখ-আনন্দ, 
এ ভাষার ভেতর লুকিয়ে আছে অনেক অনুভূতি ।
এ ভাষার প্রতিটি শব্দে খুঁজে পাই আমার মায়ের চেনা গন্ধ ।
বাউলের সুরে মন  হয়ে উঠে উত্তাল, 
কত লড়াই হলো, কত শহীদ  হলো, অর্জিত হলো  মাতৃভাষা বাংলা ।
আমি আপ্লুত আমি বাঙালি, 
এ ভাষা আমার গর্ব ।

ভালোবাসি


               ✍️আলমগীর কবীর

আমি ভালবাসি আমার জন্মভূমি
ভালবাসি আমি মায়ের জাত।
তাইতো সদা কলম নিয়ে
জেগে থাকি দিবা রাত।
ভালবাসি আমি সহপাঠী
সহপাঠীনীদেরকেও ভালবাসি।
আমি তখনই ভালো থাকি
যখন তাঁদের মুখে থাকে হাসি।
গুরুজনদের আমি শ্রদ্ধা করি
শ্রদ্ধা করি মাতা পিতা।
সদা সর্বদা চেষ্টা করি
মনে  রাখতে তাঁদের কথা।

ভালোবাসি


               ✍️আলমগীর কবীর

আমি ভালবাসি আমার জন্মভূমি
ভালবাসি আমি মায়ের জাত।
তাইতো সদা কলম নিয়ে
জেগে থাকি দিবা রাত।
ভালবাসি আমি সহপাঠী
সহপাঠীনীদেরকেও ভালবাসি।
আমি তখনই ভালো থাকি
যখন তাঁদের মুখে থাকে হাসি।
গুরুজনদের আমি শ্রদ্ধা করি
শ্রদ্ধা করি মাতা পিতা।
সদা সর্বদা চেষ্টা করি
মনে  রাখতে তাঁদের কথা।