আর্তনাদ

     ✍️কাজী নিনারা বেগম

এক শান্ত বিকালে হাটছি একা একা,, 
এক অদৃশ্য স্মৃতি বহন করে।। 
জীবনে আঁকা বাঁকা পথে বড়ই ক্লান্ত,, 
চল্লিশ উর্ধে আমি হাটছি একা।। 
একে একে সব, স্বজন হারানোর শোকে,,
আমার দুচোখ যেন মমির মত শান্ত।। 
প্রিয় জনের লাশ কাঁধে নিয়ে হাটছি বিলক্ষণ,, 
কাতর কন্ঠে পাঠ করছি সেই বিদায়ী গান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন