✍️দীপ্র দাস চৌধুরী
শহরের ক্যানভাসে জলেদের দাগ
তুমি শুধু ক'রে যাও ভালোবাসা ভাগ।
কার ভাগে বেশি পড়ে? কার ভাগে কম?
এইসব ভেবে হয় মনটা জখম।
মেঘ জমে চুপিসারে। মেলে দেয় ডানা...
আজকে তো কাউকেই ভালোবাসা মানা।
ভালোবাসা জলে মেশে, ঘোলা হয় মন
আজকে সে দূরে গেছে যে ছিল আপন।
যারা চলে যেতে যায় তারা তো থামেনা,
বুকে শুধু মেঘ জমে বারিশ নামেনা।
জমতে জমতে মেঘ ভেঙে পড়ে শেষে
ভেজায় শহর ফের মাটি ভালোবেসে...
ভালোবাসা মিশে যায় মাটিদের সাথে
মনের টুকরোগুলো তুলে নিয়ে হাতে-
ফের তুমি ভাগ করো ভালোবাসা জানি
ফুলের কদর কবে করে ফুলদানি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন