✍️বিজয় ভৌমিক
জামাইবাবু, জামাইবাবু,করছো তুমি কি?
দেখছো না যে শ্বশুরবাড়িতে হাজির হয়েছি।
জামাইবাবু, জামাইবাবু, করছো সেথায় কি?
দেখছো না যে শ্বশুরবাড়ির খাবারের লিষ্ট করছি।
আম, কাঁঠালের গন্ধে ভরা আষাঢ় মাসে।
ইলিশ,মাংস,হরেক রকম খাবার সঙ্গে আছে।।
বন্ধ থাকুক আজ তোমার সকল কাজ।
ষষ্ঠীতে তুমি হবে জামাই রাজ।।
সন্দেশ, দই, মিষ্টির হাঁড়ি।
ডাকছে তোমায় শ্বশুরবাড়ি।।
আজকে জামাইদের হবে আনন্দ।
নতুন জামাইদের জানাই অভিনন্দ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন