বাবা

     ✍আলমগর কবীর

আজ বাবা বেঁচে আছেন তাই হয়তো বাবার উপযুক্ত সম্মানটুকু দিতে তোদের লজ্জা!
একদিন হঠাৎ কাউকে কিছু না বলে পালিয়ে যাবেন তিনি! 
কাউকে কিছু বলবেননা, জানাবেননা, হঠাৎ চলে যাবেন! কোথাও খোঁজেও পাওয়া যাবেনা। 
তখন তোদের কত রকমের সম্মানের কথা মনে হবে! 
কিন্তুু তাতে আর কি এসময়ে যা হওয়ার তা তো হয়ে গেছে!  
তখন আর মুখ লুকি লুকিয়ে কাঁদতে হবেনা তোদের! 
চোখের জন ফেলতে হবে কেনো তোদের এই বুড়োটার জন্য! 
তোদের কিচ্ছু করতে হবেনা তখন!  
তখন শুধু চুপ থেকে বাবাকে একটু শান্তিতে বিদায় দিস!
বাবাতো তোদের কাজে আসেনি তাই,  বিদায়ের দিনে শুধু এইটুকু করে দিস!  
তাতেও তিনি কিচ্ছুটি মনে করবেননা!  
আমি জানি,  আমি ভালো করেই জানি বাবা কি জিনিস!  
কারণ আমি সবসয় বাবার পাশে থাকতাম,  বাবার অনেকটা  কাছেও  থেকেছি আমি
 আর বাবাকে খুব কাছে থেকেও দেখেছি! 
তাই অনুভবটা করতে আমায় তেমন বেশি ভাবতে হয়নি! 
বাবা আমাদের জন্য হাজারও অপমান সহ্য করে,  বুকে চাপা দিয়ে নিরব হয়ে থাকতেন।
তবুও কাউকিছু বলতেননা। 
তোদের দেওয়া বহু অপবাদ শুনে বাবা হাসিমাখা মুখটা গুমরাও হয়ে যেতে দেখেছি!
তবুও বাবা বুকের মধ্যে জমে থাকা সবটুকু বেদনা বলতে যাননি! 
বলতে যাননি তিনি তোদের কাছে কিছু 
যা বলেছেন আমাকে সব বলে গেছেন!  
 আমিও ভুলবোনা তা কখনো!  
ভালোবাসি বাবা বলতে চেয়েছি অনেকবার 
কিন্তুু বলতে পারিনি! 
এখন বলি ভালোবাসি বাবা,  এই একবারই যথেষ্ট বলতে হবেনা আর বার বার! 
এই একবারই লেখা হয়ে গেলে মুছবেনা কখনো
স্মৃতি হয়ে থেকে যাবে
তুমি ফিরে আসবে আমার ডায়েরিতে কলম হয়ে আবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন