শৈশবের রাত

              ✍️ রিপন সিংহ 

পৃথিবী আজ ধূসর হয়ে গেছে,
           সারসের পাখাতে
মাশরুমের ছায়ায় বেদনা কিছুটা কমে যায়;
তবুও ---
        রবারের দানার মতো নক্ষত্র ঝরে পড়ে;
ঝরে পড়ে পথে, ঘাটে, মাঠে ---
         ঘাসের বুকে।
তখন সেই পুরনো কথা মনে পড়ে,
এই দানা দিয়ে খেলেছি কত খেলা
আজ হায়! লুপ্ত শৈশবের প্রেমিকা।

কাল সন্ধ্যায় যখন হবে দেখা,
তখন প্রথম সুযোগেই বলে দেবো ;
সেই অপ্রকাশিত সত্য কথা।
কেন তোমাকে এই অপ্রকাশিত কথা,
বলতে হয় বারবার
যে বোঝার নয়, সে বুঝে নিয়েছে
আর যে জানার নয়, সেও জেনে গেছে,
তোমার হৃদয় কি এতই গভীর!

কি মধুর ছিল শৈশবের সেই রাত,
জোনাকির সাথে কত খেলা করেছি অন্ধকারে;
এখন এই রাতে জোনাকির মতো খেলা করো!
         সারারাত জেগে আমার সাথে।

    যেদিন হারিয়ে যাব নক্ষত্রের শহরে,
    সেই দিন খুঁজবে পথের যাত্রীর ভিড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ