ভাবনা


               
              ✍️ চন্দ্রিমা বণিক
       
ভাবনা আমার রামধনু রঙ 
ক্ষুদ্র পরিসরে, 
প্রজাপতির পাখায় পাখায় 
বিশ্বটি জয় করে। 
বেগুনিতে অজানা অনন্ত 
নীলে আকাশ নীল,
আকাশিতে ঢেউ খেলে যায় 
সবুজ অন্তরেই।
হলুদ গাঁদায় বসন্ত গায় 
রঙিন বারোমাস
লাল কমলা কপাল চুমে
দিব্য প্রতিভাস।
রঙে রঙে রঙ বাহারি 
রাঙা আলোর দেশে, 
উষার আলো যেমন রাঙায় 
গোধূলিও সেই রেশে!
ভাবনা আমার প্রাণগুলো সব
ছায়ায় মায়ায় সাধা,
একই বৃত্তে ঘুরছে সবাই
ব্যাসার্ধ যার বাঁধা,
সাত রঙা ঐ রামধনু যদি 
রাঙত সবার মন
বিশ্বজোড়া খিলখিল রব
ভাসত অনুক্ষণ,
থাকতো না যে হিংসাদ্বেষ 
আর গরিব ধনীর ভেদ
অন্যায় মিথ্যা অবিচার আর
মনের যত খেদ।
সবার মাঝেই অবুঝ শিশু 
ঘুমায় সযতনে,
শিশু বোধেই নির্মল মন
খুশি অকারণে। 

        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ