হিমেল আমেজ

 
 ✍️ সুস্মিতা দেবনাথ 

কনকনে এই শীতল হাওয়া 
কুয়াশা ধোঁয়া ধোঁয়া। 
পরিচ্ছন্ন আকাশ ছবি 
মিষ্টি রোদের ছোঁয়া।।

শীতের আমেজ পুলি-পিঠা 
মন করে খাই-খাই। 
কপি,মুলো,মটরসূটি 
শাক-সব্জির বালাই ।।

খেজুর রসের ঝুলছে হাঁড়ি 
জাগছে ছেলেবেলা। 
দিন যে বেজায় হচ্ছে ছোট 
ছুটছি সারা বেলা ।।

কমলা লেবুর গন্ধে মেতে 
জিভ হয় টল-টল। 
দাঁত কড়-কড় হুঁ-হুঁ হাওয়া 
বরফ স্নানের জল।।

সর্দি-কাঁশি রোজনামচা 
শুষ্ক অতি ত্বক।
আমড়া,তেঁতুল,জলপাই আদি 
দাঁত কির-মির টক।।

বীণাপাণী আসবেন বলে 
কূল গাছেও ফুল।
আম্রমুকুল আসতে দেড়ি 
সাজবে কলেজ স্কুল।।

তোমার আমার ভীষণ প্রিয়,,,
শীত, প্রিয় সবার হয় না ।
গরম কাপড়, কম্বল বিনে 
শীত যে গায়ে সয় না।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ