✍️ মনচলি চক্রবর্তী
হিম শীতল কনকনে ঠান্ডা আনে শীতকাল
সাদা কুয়াশার চাদরে মোড়ানো সকাল
আড়ালে সূর্য মাঝে মাঝে দেয় উঁকি
রোদের তাপও দেয় তার সাথে ফাঁকি হাড়কাঁপানো সকালে গায়ে রোদের পরশে মজা।
কনকনে ঠান্ডা জলে স্নান করার সাজা
শীতে বসে সুমিষ্ট কমলার স্বাদ পাওয়া
পিকনিকে ঘুরাঘুরির কত মজা নেওয়া
শীত মানে বড়দিনের আনন্দ উচ্ছাস হাসি।
কেক আর চকলেটের বর্ষন রাশি রাশি
শীতকাল আনে পৌষপার্বণ আর মেলার মজা
ঘরে ঘরে পিঠে পায়েস আর পাটিসাপটা ভাজা।
শীতের আমেজ আসে মিঠে গুড় আর খেজুরের রসে
শীতকালের অনুভূতি আসে জবুথবু হয়ে কম্বল মুড়িয়ে শুয়ে বসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন