অভ্যাস


 ✍️অনিমেষ গোপ 

বাস্তবসত্য বাক্যচন্দ সাজানোর প্রয়াস করছি।
বেশ কিছুদিন ও বিভিন্ন জায়গায় দেখেছি ।

বাচ্চাদের সান্ত করতে নানা সময় নানা সা্ন্তনা ।
কিছু কিছু সময় অধিক দেওয়া যা এক ভাবনা।

সান্ত করতে ও ঝামেলা এড়াতে তৈরি হয় অভ্যাস
বাচ্চাকে মোবাইল দেওয়া বড় একটি বদ্য-অভ্যাস! 

শর্তানুসারে , বিশ্রামে বাচ্চাকে মোবাইল দেওয়া ।
দিয়ে আবার বদ্য-অভ্যাসের দোষ অন্যকে দেওয়া!

পড়াশোনায়,শর্তানুসারে বাচ্চাকে মোবাইল দেওয়া ।
আর আঘাত প্রাপ্তকে বিনাচিকিৎসায় রেখে দেওয়া

নানা ভাবে বাচ্চাদের মোবাইলের দিয়ে অভ্যাস মোবাইলের অভ্যাস বাচ্চার করবেন ভীষন সবর্নাশ! 

পরিবারে কেউ মোবাইল গেইম বাচ্চাকে দিবেন না
ভাল পড়াশোনার যাতাকলে সবর্নাশ করবেন না

শুনছি ও দেখছি মোবাইল গেইম ভীষন খারাপ ।
বুঝতে কষ্ঠ যে মোবাইল আশির্বাদ না অভিশাপ ।

আহার,ঘুম,পড়া বাচ্চারা ভুলে মোবাইল অভ্যাসে।
সবর্নাশ বিনা নিমন্তএ চল আসবে ঘরে সুবাতাসে

দোষাদোষি ছেড়ে বাচ্চাকে বাচান সবার আগে
কপালের দোষ দিবেন সবর্নাশ হলে আপন রাগে।

প্রচলিত কথা আছে যা হল "অভ্যাস মানুষের দাস"
কিন্তুু আধুনিকতায় উল্টো" মানুষ অভ্যাসের দাস"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন