সম্পাদকীয়

সকলকে পৌষপার্বণের প্রীতি শুভেচ্ছা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তারই একটি অঙ্গ হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী উৎসব পৌষপার্বণ। এই উৎসব সাধারণত ইংরেজি মাসের 14 জানুয়ারি বা তার একদিন আগে -পরে তিথি অনুযায়ী হয়ে থাকে। এই উৎসবকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে রসনা পিঠে ও পায়েশ তৈরি করে। চোখ ধাঁধানো আলপনায় মেয়েরা সূর্য দেবের পূজা করে থাকেন। সারা দিন খাওয়া দাওয়ার শেষে বিকেল বেলা ঘুড়ি উড়ানো উৎসব। পৌষের শেষ দিনে সারা রাত টুসু গানের আসর বসে। এই উৎসব বাঙালির ঘরে নিয়ে আসে আনন্দ বার্তা। আত্মীয় স্বজনদের আগমনে এই উৎসব পূর্ণতা লাভ করে। 
                      পিঠেপুলি উৎসবের মাধ্যমে পৌষকে বিদায় জানিয়ে নতুন মাঘ মাসকে আমরা বরণ করতে যাচ্ছি। এই লগ্নে নবোন্মেষ সাহিত্য পত্রিকার পৌষপার্বণের বিশেষ সংখ্যার প্রকাশ। এই সংখ্যার বিষয় ছিল  বাংলা ও বাঙালি । যে সকল  সাহিত্য প্রেমিক কবি বন্ধুদের লেখনীতে পৌষপার্বণের  বিশেষ সংখ্যা সম্পূর্ণ হল তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন