✍️দীপা সরকার
যদি ফিরে আসি কোনো এক
বসন্তের ভরা দুপুরে
ফাগুন হাওয়া তুমি কি মাখবে গায়
যদি ফিরে আসি শিউলি তলে
কোনো এক আশ্বিনের প্রাতে
তুমি কি কুড়াবে ফুল, তুলবে হাতে
যদি ফিরে আসি
পাকা ধানের রূপে অঘ্রানের মাঠে
তুমি কি করবে ঘরে নবান্ন
যদি ফিরে আসি
দিকভ্রান্ত পথিকের বেশে
তুমি কি চিহ্নিত করে দেবে
পায়ে পায়ে সৃষ্ট পথ
যদি ফিরে আসি
আরো একটি বার
আরো একটা সৌরবর্ষ পর
প্রতুত্তরে ও নবলব্দ
নবীনার রূপে
যদি ফিরে আসি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন