'আমরা এখন অভিজ্ঞ' প্রকাশিত হচ্ছে জ্ঞান বীক্ষণ প্রকাশনীতে। ২৫ শে ফেব্রুয়ারী স্টুডেন্ট হেল্থ হোম আগরতলা।

লেখক গৌরাঙ্গ সরকার-এর সম্পাদনায় ত্রিপুরার বিশিষ্ট লেখকদের জীবনে ঘটা অভিজ্ঞতা নিয়ে যৌথ গল্প সংকলন  'আমরা এখন অভিজ্ঞ' প্রকাশিত হচ্ছে জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে ২৫শে ফেব্রুয়ারী ২০২১ স্টুডেন্ট হেল্থ হোম হলে,আগরতলা। পাবেন আগরতলা ২০২১ বই মেলাতে, জ্ঞান বীক্ষণ প্রকাশনীতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ