সমীরণ


              ✍️ সৌরভ ঘোষ

সেদিন আমি বসেছিলুম তটিনী ধারেl

স্পর্শ করিয়া সমীরণ আমায় বারে বারে।।

সমীরণে ভেসে আসিলো সুমধুর আওয়াজ।।

তৎক্ষণাৎ আকাশ হইতে পড়িল প্রচুর বাজ।।

পড়িল আকাশ হইতে প্রচুর জলবিন্দু।

প্রকৃতি যেন আজ আমার প্রিয় বন্ধু।।   
                                 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ