✍️ রাজা দেবরায়
"আমার একদিকে শুধু তুমি
পৃথিবী অন্যদিকে
এদিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারই দিকটা নিলাম
আমি তোমারই দিকটা নিলাম"
বিখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে'র গাওয়া একটি অপূর্ব প্রেমের গান। প্রেমের মানে বা অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এই গানে। প্রেম সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা নেই। মাতৃপ্রেম বা দেশপ্রেম ছাড়া প্রেমকে খুব ভালো দৃষ্টিতে দেখা হয়না। প্রেমকে উদযাপন করার কোনও সুযোগ নেই আমাদের সমাজে। দুঃখের কথা হলো আমাদের সমাজে বর্তমান সময়েও প্রেম বিষয়টিকে সহজভাবে নেওয়া হয়না। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলের প্রেমের গান শুনলেও বা গাইলেও প্রায় বলা যায় অধিকাংশই প্রেম করতে দেখলে বা প্রেম করছে জানতে পারলে স্বাভাবিকভাবে একে স্বাগত জানানোর মানসিকতার অধিকারী হয়ে ওঠেননা।
অভিজ্ঞতায় দেখা গেছে, পাড়ায় প্রেম করতে দেখলে একজন আরেকজনকে বলেন, "কী আরম্ভ করেছে দেখেছেন, পাড়ায় তো থাকাই যাবেনা দেখছি। খুব বিশ্রী ব্যাপার চলছে।"- ভাবুন প্রেম করছে অন্যরা, পাড়ায় থাকতে পারছেননা তিনি! অনেক সময় মনে হয় এটা কি ঈর্ষায় বলেন? নিজে করতে পারলে সব ঠিক হতো তখন?
প্রকাশ্যে মারামারি, হিংসা, বিদ্বেষ, ঘুষ খাওয়া, ধূমপান ইত্যাদি আমরা মেনে নিই। কিন্তু কেউ প্রেম করলে অন্যগুলোর চেয়ে বেশি আলোচনা, সমালোচনা করা হয়। অথচ বড় বড় মানুষেরাই তো বলেন "প্রেম বড় পবিত্র ব্যাপার।" এই সেই! আসলে এগুলো মুখেই বলা হয়। আমাদের সিস্টেমে একটা লোক ঘুষ খেলে যতটা না সমালোচনা করা হয়, প্রেম করলে তার থেকে অনেক বেশি করা হয়। এককথায় বলে দেওয়া হয় "লোকটার চরিত্রের ঠিক নেই।" চরিত্রের বাস কোথায় তাহলে?
আবার দেখুন, নিজেরা হয়তো প্রেম করে বিয়ে করেছেন, এমনকি হয়তো পালিয়েও বিয়ে করেছেন, কিন্তু তারপরেও দেখা যায় প্রেমের ব্যাপারে অ্যালার্জী! কিছুটা সতর্কতামূলক ব্যাপার অবশ্যই থাকা উচিত। কিন্তু প্রেম করাকে অপরাধের সামিল করাটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। আর সবথেকে বড় কথা হলো, প্রেম তো বলে কয়ে বা ডেকে আসেনা। দিন-তারিখ বা তিথি-নক্ষত্র দেখেও আসেনা। প্রেম হয়ে যায়! কখন যে প্রেম আমাদের জীবনে আসবে সেটা আমরাও হয়তো বলতে পারবোনা। তাছাড়া প্রেম যে শুধুমাত্র একজনের সাথেই সারাজীবন হবে বা থাকবে সেই গ্যারান্টি কে দিতে পারে?
আসলে আমাদের ভাবনা, চিন্তার মধ্যে দ্বিচারিতা বা ঘাটতি দেখা যায় প্রায়শই। তাই বুঝতে হবে যে প্রেমই একমাত্র অনুভূতি যা দিয়ে পৃথিবী পরিবর্তন করা সম্ভব। আর এই অনুভূতি নষ্ট হয়ে গেলে আমরাই বিপদে পড়বো এবং পড়ছিও।
0 মন্তব্যসমূহ