বৃহৎ সাহিত্য আড্ডা-২০২১
'নবোন্মেষ', 'দৈনালী' এবং 'সৃষ্টি' সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে
প্রিয় কবি ও লেখক-লেখিকা,
পুলক এবং আনন্দের সহিত জানানো যাচ্ছে যে আগামী রবিবার মানে ৭-ই মার্চ আমরা সবাই থাকছি বই মেলায়। সাহিত্য আড্ডা হবে, কথা এবং রসিকতা হবে। থাকছে নোতুন প্রকাশিত 'সময়ের অক্ষর','তিতলির ডানায়','অতৃপ্ত ইচ্ছা','অপেক্ষার প্রতিলিপি', 'দ্যা গল্পগ্রাম', 'আমরা এখন অভিজ্ঞ' এবং 'স্থাপত্য কাব্যের পাঞ্জাবি' গ্রন্থগুলো নিয়ে কথা, তাছাড়া লেখকদের নিজস্ব বই নিয়ে আলোচনা করতে পারবেন। সবার উপস্থিতি এবং মূল্যবান সময় মন-প্রাণে আশা করছি।
*স্থানঃ* আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ, হাঁপানিয়া
সময়ঃ বিকেল ২টা
শুভেচ্ছা এবং ধন্যবাদান্তে
গৌরাঙ্গ সরকার, মিঠু মল্লিক বৈদ্য এবং শ্রীমান দাস
0 মন্তব্যসমূহ