✍️মায়া রানী মজুমদার
পূজোর আনন্দে মাতোয়ারা সবাই গ্রামে শহরে।
হারিয়ে যেতে মন চায় এই মহানন্দের ভীড়ে।।
ষষ্ঠী সপ্তমীতে মাতলো সবাই আনন্দেতে বেশ।
অষ্টমীতে হালকা বৃষ্টি,সুন্দর আবহাওয়ার রেশ।।
নবমীটাও কাটলো ভাল, বন্ধু পরিজন সাথে।
পূজোতে শুভেচ্ছা বিনিময় হলো দিনে রাতে।।
রাস্তার দু'ধারে দোকানীরা সাজিয়ে বসেছে পসারী।
কেনাকাটা,খাওয়া সেরে চলে পথে সারি সারি।।
আনন্দেতে কাটলো পূজার এই তিনটি দিন।
দশমীতে স্বামীগৃহে প্রত্যাবর্তনের নির্ঘন্ট দিন।।
পরাজিত করেছিলেন মহীষাসুরকে দশম দিনে।
নিধন করে অসুর, ফিরলেন কৈলাশে ঐ দিনে।।
প্রতিবৎসর তাই দশমীতে ফিরে যান স্বামীগৃহে।
ভঙ্গ হয় মর্ত্যের আনন্দ, মনুষ্যরা রয় বিরহে।।
বৎসরান্তে আবার মায়ের সাথে পুনরায় মিলন।
সেই দিনেরই অপেক্ষাতে সবাই রইবো সারাক্ষণ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন