দুঃখের পাঁপড়ি

   ✍️ জগদ্বন্ধু হালদার

এতকাল কাছাকাছি আছি

অথচ কোনোদিন একটু ছুঁয়েওতো দেখলে না

নিরবধি কেন বয়ে যায় এ বুকে বিশাল নদী

কোনদিন চোখ মেলে তাকিয়েওতো দেখলে না

কী যন্ত্রণায় কুঁকড়ে উঠে এ পাংশু মুখ

কোনদিন বুঝতেওতো চাইলে না

কেন এ নিবিড় বিশ্বাস নিয়ে

বুকের ভেতর কষ্টের সিঁড়ি ভাঙ্গা

কোনদিন জানতেওতো চাইলে না

কেন এ রাত্রি জাগরণের কবর খুঁড়ে খুঁড়ে

দুঃখের পাপড়ি দিয়ে তোমাকে নির্মাণ.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন