সম্পাদকীয়.....................................✍️
সকল কবি, লেখক, গল্পকার এবং সাহিত্যিকদের জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ৩১ ডিসেম্বর এবং ১লা জানুয়ারী হল আমাদের কাছে কিছু ত্যাগ করা আবার নতুন কিছু গ্রহণ করার মতো। নতুন আশা, নতুন চাওয়া এবং জীবনের নতুন কিছু হওয়া। পুরোনো বছরের মতো আমাদের পুরোনো জড়তা, পুরোনো অব্যক্ত কথা, পুরোনো ব্যথা, যন্ত্রণা, কিছু যন্ত্রণাকর স্মৃতি ইত্যাদি পুরোনো খারাপ কিছুকে আমাদের বর্জন করতে হবে৷ বর্জন করে জীবনে কিছু নতুন ব্যথা, ভালোবাসা, সুখদুঃখ দিয়ে শুরু করতে হবে৷ তাহলে আমাদের জীবন আপডেট হবে। যাইহোক, নতুন কিছু দিয়ে আপনাদের জীবন সুন্দর হোক এই কামনা করি৷ এই সংখ্যাতে নতুন নতুন লেখা, নতুন নতুন ভালোবাসা, নতুন নতুন কষ্ট দিয়ে সাজানো হয়েছে। এই সংখ্যাতে বিশেষ সহযোগিতা করেছেন কবি পান্থ দাস।
শুভেচ্ছা ও ধন্যবাদান্তে
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ পত্রিকা
শিবশংকর দেবনাথ
সহসম্পাদক, নবোন্মেষ পত্রিকা
0 মন্তব্যসমূহ