প্রকাশিত হল জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে 'দ্যা গল্পগ্রাম' গল্প সংকলন। মলাট উন্মোচন করেন মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ নির্মল ভদ্র মহাশয়।

প্রকাশিত হল জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে 'দ্যা গল্পগ্রাম' গল্প সংকলন। মলাট উন্মোচন করেন মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ নির্মল ভদ্র মহাশয়। এই বই নিয়ে জানান যে, গল্পগুলো পাঠকদের আকর্ষণ করবে নিশ্চিত। আরো জানান গল্পকার গৌরাঙ্গ সরকার'এর নবীন সাহিত্যে তার অবদান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ