একাকীত্ব


সুমন দাস ✒️

সুখ-দুখ এক করে,
জীবন কাটাবো নিজের মতো করে।
আপদ বিপদ থাকবে জীবনে,
প্রয়োজনে পাবো না এই জীবনে।
একাই আছি একাই থাকবো,
একাই জীবন গড়বো।
মুখে হাসি ধরে রাখি,
কথা কিছু চাপা রাখি।
বলতে পারি না সত্য কথা,
কাকে বলবো মনের কথা।
অর্থ আছে যুক্তি নেই,
স্বার্থের দুনিয়ায় জায়গা নেই।
আজ ভালো কাল খারাপ,
এই জীবনে মানসিক চাপ।
রঙ্গে রঙ্গে পৃথিবীর বুকে,
চলবে জীবনের জয় গান।
কে রাখবে কার খবর,
স্বার্থ উদ্ধার হলে সবাই পর।
স্বার্থ ছুয়ে তুমি আছো,
বিনা স্বার্থে কিভাবে আছো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন