নবান্নের ঘ্রাণ

সোমা নস্কর ✒️

হিমের ছোঁয়া ধানের শীর্ষে
    নবান্নের ঘ্রাণ আসে,
সোনার ফসল ফলিয়ে কৃষক 
    কষ্টের মাঝে হাসে।

ঘরে ঘরে ব্যস্ততা শুধু
     নতুন ধান তোলা,
উৎসব লাগে আকাশে বাতাসে
    ধানে পূর্ণ গোলা।

পিঠে পুলির নানান স্বাদে
   খুশির গন্ধ আসে,
বাঙালির ভালোবাসা মিশে
   একতার সুর ভাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন