শুভ্রা দেব ✒️
চৌদ্দ ফেব্রুয়ারী,
সভ্যতার বুক জুড়ে
চলছে প্রেমের উদযাপন,
একঝাঁক তরুণ তরুণীর
হৃদয়ে বইছে আনন্দোচ্ছ্বাস।
দূরন্ত কনভয় জ্বলছে
রোষের দাবানলে ;
পুলওয়ামার আকাশ ঘিরে
ঘন কালো ধোঁয়া ,
চুয়ান্নর রক্তে রাঙা
অবন্তীপুরার রাজপথ।
ভালোবাসার বাঁধন ছিড়ে
চিরনিদ্রায় বিলীন
ভারত মায়ের বীর সন্তান,
লাল ওড়নায় লুকানো হাসিমুখ
আজ মলিনতার চাদর পড়েছে গায়;
খসে পড়া তাজা গোলাপ
শুকিয়েছে চির অন্তিম শয্যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন