প্রবীর পাঁন্ডে ✒️
সারাদিন আনমনে বসে থাকি গৃহকোণে
কিছুই ভালো লাগে না আর,
কোনো কাজে মন নাই তন্দ্রা আছে নিন্দ্রা নাই
না জানি কি হয়েছে আমার।
কেহ নাহি কথা কয় সবে মুখ ফিরে রয়
কেহ যেন আপনার নয়,
অন্তরে অতৃপ্ত আশা হৃদয়ে দুখের বাসা
জীবন হয়েছে মরুময়।
ক্লান্ত হয়ে বসে বসে বিরহ সাগরে ভেসে
লাগে না ভালো স্বপ্ন কল্পনা,
ভূরি ভূরি রাশি রাশি সুখ দুঃখ কান্না হাসি
ছায়া মরীচিকা জাল বোনা।
সদাই চঞ্চল মন দিবানিশি সারাক্ষণ
কারে যেন খুঁজিয়া বেড়ায়,
হৃদয়ের মাঝখানে বাহু দুটি টেনে আনে
কোমল পরশ পেতে চাই।
গৃহ হতে বহুদূরে অসীম সাগর পারে
যেথা আছে উন্মুক্ত গগন
মুক্ত বাতায়ন দিয়ে প্রবাসী পথিক হয়ে
আকুল হয়ে ধায় দু নয়ন।
স্বজন বান্ধব ভূলে মনে হয় যাই চলে
পরিপূর্ণ সৌন্দর্যের দেশে,
ওই যেথা মেঘের তলে আকাশ প্রদীপ জ্বেলে
স্বর্ণ প্রভা রহিয়াছে বসে।
যেথা নাহি অন্ধকার, বেড়া নাহি ক্ষুদ্রতার,
নাহি মানবের কোলাহল;
আছে শুধু পরিতৃপ্তি, যন্ত্রনার চিরমুক্তি
আছে শাশ্বত বিশ্রাম স্থল।।
0 মন্তব্যসমূহ