নবজাতক

 পূনম দাস ✒️

এসেছি তোমার গর্ভে মাগো 
       নতুন জীবন চাইতে।
দশটি মাস কাটিয়েছি আমি
      তোমার এই উদরে।।
রক্তমাখা যোনী ছেদে
   ভূমিস্ট হলাম এই ধরনীতে।
"ওয়া' বলে কান্না করে
 পূর্ব জনম গেলাম ভুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন