কৃষ্ণকুসুম পাল ✒️
চল,দুই বন্ধু করি 'খাইদল' 'চাইদল',
তুই শাসক,আমি বিরোধী প্রবল।
গোপনে মেলাবো হাতে হাত,
বাকী সব দল করবো কুপোকাত।
দু'দলে করবো সংঘর্ষ,হবে শ'খুন,
শহীদ মহাভোজে মহানন্দ শকুন।
বোকারা চায় ভাতা,ঋণ, ভিক্ষা,
দু'জনে ভক্তদের দেবো ভিন্ন দীক্ষা।
#
তুই হেরে বিপদে,আমি মসনদে,
দু'জনই কোটিপতি অর্থ সম্পদে।
তুই না হয় আমি করবো রাজ,
মানুষ দলদাস, নাচাবো সমাজ।
দুই বন্ধুর নাটক বুঝবে না কেউ,
তলিয়ে যাবে অশান্ত সমুদ্রের ঢেউ।
বিপাকে দুই দলে করবো জোট,
ভক্তরা হতভম্ব,হাভাতেও হাতাবো নোট।
0 মন্তব্যসমূহ