অগ্রদীপ দত্ত ✒️
হে প্রেয়সী হয়তো জন্মেছ এ দেশে,নারীর ভেশে
রুপালি সোনার অলংকার নিয়ে ভরা বাদলে_
মাঠে মাঠে নীল নদীর পাশে পা পড়ছে নরম নরম ঘাসে৷
কোন এক দূরতর সন্ধ্যাঘন আকাশে ভেসে আছো তুমি,
আঁধার রাতে সহস্র তারাদের মাঝেও তোমায় খুঁজি।
আমার আমিতে অনেক পথ চলে বেড়়াই ভাবনায় তোমার,
আজো তোমার নবীন রূপ চোখের স্বাদ মেটায়নি আমার৷
আমার অবসরের কলমের কালি রঙের তুলি কল্পনার ছবি,
ঘর গোছানোর মতো এক একটা চিত্র চিত্তে বুনি৷
কেমন তোমার রূপ জ্ঞান স্বভাব
রাধা রূপ সারদার বিদ্যে লক্ষ্মীর চাল চলন_
এমন কি তোমার নারী রূপী ভাব ধরন৷
একদিন স্রোতে ভেসে হয়তো মিলবো,
শত দ্বীপের মাঝে সুন্দর বনানীর পাশে,
সবুজ পরিবেশ তার সতেজ রং ছড়াবে,
বাতাসে ফুলের গন্ধে চারিপাশ মেতে উঠবে,
আকাশ বৃষ্টি ছাড়া রামধনুর রঙ্গে রঙ্গিন হবে,
সবই যেন কাল্পনিক আমার কল্পনার আকাশে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন