কলমটা শাণাও কবি

https://drive.google.com/uc?export=view&id=1FHCzh48KJGwrvHOdjumYOPlqKKOGS0Vk
               ✍️আশিস ভট্টাচার্য 

শিশির ভেজা খোলা আকাশ,
পাখির কূজনে ঘুম ভাঙলেও
যে কবির উন্মুক্ত হৃদয় 
ভালোবাসার অনন্ত উৎস
নিভৃতে খুন হয়ে যায় 
দিবালোকে তার নিজালয়ে
প্রেমের এক একটা শব্দ 
প্রত্যেক নতুন প্রত্যুষে ;

মন খারাপের এই বেলায় 
যাবতীয় প্রতিবন্ধকতা ভেঙে 
বুনে যাবো কবিতার কোলাজ,
দৈত্যের দাপটে অতিষ্ঠ 
দিকে দিকে নিখুঁত প্রেম,
এই যন্ত্রণা ঠেকাতে 
সকল কবির কলমে আজ
ফুটুক রাশি রাশি 
ভালোবাসার অনন্য পদাবলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ