আবির হোলি

✒️দীপক রঞ্জন কর

চলনা খেলি আবার হোলি 
আবির রঙে মাতিয়ে তুলি,
চলনা খেলি রঙের হোলি
ফাগুনের বাতাসে ঝড় তুলি।

চলনা খেলি সেই হোলি
পিচকারীতে সব রঙগুলি
 রঙ ছিটিয়ে অলিগলি
সাজাই মনের  রঙ্গলি।

লাল হলুদে সবুজ রঙে
খেলবো হোলি সেই ঢংগে,
খেলবো হোলি তোর সঙ্গে
হোলি যে আজ সারা অঙ্গে ।

আবির রঙে রাঙ্গিয়ে মুখে
খেলবো আজ মনের সুখে
পিছনে বলার বলুক লোকে
রাঙ্গা মুখে চিনবেনা তোকে।

আতর রঙে রাঙিয়ে দেবো
তার থেকেই যে সুবাস নেবো,
ফাগুন প্রেমের গীত গাইবো
রঙের ভেলা দুজনে বাইবো।

কৃষ্ণ খেলবে রাধার সনে
দোল দোলনে আপন মনে,
জগৎ আজ খেলবে হোলি
চলনা খেলি আবির হোলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন