চায় না হতে ইঞ্জিনিয়ার
কিংবা ব্যারিস্টার
'বড় হয়ে বোকা হবো'
সরল শিশুর জবাব।
শপথ নিয়েছে ঠকাবে না সে
থাকবে সবার পাশে
সত্যিকারের মানুষ হয়ে
জীবনকে ভালোবেসে।
সহজ সরল সত্য মানুষ
সমাজে অতি বিরল
হৃদয়ে তাদের ফুলের বাগান
নেই কোথাও গরল।
সমাজ সংসার কেমন হতো
বলতো আন্দাজে?
বোকা মানুষ দিয়েই যদি
এই পৃথিবী সাজে?
দোষ চাপাবে কে কার ঘাড়ে?
টুপি পরাবে কে?
বোকা বানানোর ফন্দি এঁটে
ধড়িবাজ হবে কে?
ঐ শিশুর মতো সবাই যদি
জীবনের পাঠ শেখাও
ঠকে গিয়ে কাঁদবে না কেউ
ঠগবাজ হবে উধাও।
0 মন্তব্যসমূহ